Breaking News
Home / জরুরী মাসাইল / ছেলেরা মেয়েদের সাথে চ্যাট করা যায়েজ হবে কি

ছেলেরা মেয়েদের সাথে চ্যাট করা যায়েজ হবে কি

(মুলিমবিডি২৪ডটকম)

ছেলেরা মেয়েদের সাথে চ্যাট করা জায়েয হবে কি

ছেলেরা মেয়েদের সাথে ও মেয়েরা ছেলেদের সাথে ইনবক্সে বলা জায়েয কি না

 

উত্তরঃ ছেলেরা মেয়েদের সাথে ও মেয়েরা ছেলেদের সাথে ইনবক্সে দ্বীনি বিষয়েও কথা বলা যাবে না…কেননা এগুলো নেক সূরতে শয়তানের ধোঁকা।

 

রেফারেন্স যেখানে দু'জন বেগানা -পুরুষ নির্জনে একত্রিত হয়, সেখানে তৃতীয়জন হয় শয়তান।” (সহীহ্ তিরমিযী, ১১৭১)

 

এখন ধরুনঃ  আপনি বা আমি যদি কারো সাথে মোবাইলে কথা বলি…সেটা ও নির্জনে একত্রিত হওয়া নয় কি

কারণঃ   আমরা মোবাইলে কথা বলার সময় নির্জনেই কথা বলি। নির্জনে চ্যাটিং SMS আদান-প্রদান করি।

 

এবং তখন দুজনের মধ্যে কোনোরুপ বাঁধা থাকে না।চ্যাটিং করে কথা বললে তা থেকে ফিতনা হয় এবং অশ্লীলতার প্রথম ধাপ।

 

এ বিষয়ে মহান আল্লাহ পাক বলেন:”তোমরা অশ্লীলতার ধারে কাছে ও যেও না”(সূরা বনী ইসরাঈল, আয়াতঃ ৩২)

 

 

এ বিষয়ে আরো দ্রষ্টব্য: (সহিহ্ বুখারী: ৬৩৪৩ ও সহিহ্ মুসলিম:২৬৫৭)

 

অশ্লীলতা তো দূরের কথা…এক্ষেত্রে বিনা প্রয়োজনে ীন ভাবে কথাবার্তা বলার ও বৈধতা নেই ননমাহরাম নারী-পুরুষের মধ্যে।

 

 

না প্রেম হিসেবে…না বন্ধুত্ব আর না দোস্ত-দোস্ত বলে ডাকা। কোনোটার ই বৈধতা নেই।

 

এ বিষয়ে আল্লাহ পাক বলেছেন: ের সাথে কোমল ও আকর্ষনীয় ভঙ্গিতে কথা বলো না…

 

ফলে সেই ব্যক্তি কুনা করে…যার অন্তরে ব্যাধি রয়েছে।

তোমরা সঙ্গত কথাবার্তা বলবে

 

তোমরা গৃহাভ্যন্তরে অবস্থান করবে।

 

মূর্খতা যুগের অনুরূপ নিজেদেরকে প্রদর্শন

করবে না।

 

(সূরা আহযাব সূরা নং ৩৩: দেখে নিন ৩২ ও ৩৩ নং আয়াত)

 

চ্যাটিং এ মূলত কথা হয়…

ভাইয়া বা আপু কেমন আছো? কি করো?? খাবার খেয়েছো??? পরিবারের সবাই কেমন আছে????  আপনি খুব ভালো…. এইভাবে।

 

উপরোক্ত আলোচনা থেকে বুঝা গেলো এমন আলাপ করা যা স্পষ্ট হারাম

প্রাসঙ্গিক আলোচনাঃ  ছেলেরা ছেলেদের ইনবক্সে দ্বীনের ি কথা বলতে পারবে বা দ্বীনের দাওয়াত দিতে পারবে।

 

ও মেয়েরা মেয়েদের ইনবক্সে দ্বীনি দাওয়াতি কথা বলতে পারবে বা দ্বীনের দাওয়াত দিতে পারবে।

 

তবে হ্যাঁ যদি একান্ত প্রয়োজন হয়….

 

(বিশেষ কোন প্রয়োজনে) যদি ফেতনা হওয়ার সম্ভাবনা না থাকে….তাহলে কথা বলা জায়েয।

 

পরপুরুষের সাথে কথা বলার সময় আকর্ষণীয় ভঙ্গীতে কথা না বলে যথাসম্ভব জরুরী কথা সংক্ষেপে তাড়াতাড়ি শেষ করা।

 

আশা করি বোনেরা বুঝছেন….

 

আল্লাহ্ আমাদের বুঝার তৌফিক দান করুন।

আরো পড়ুন 👉ফেসবুকে কিংবা ইউটিউবে আপনার ফলোয়ার কম থাকায় হীনমন্যতায় ভুগছেন, ইন্টারনেট ব্যবহারে সন্তানের প্রতি এক মায়ের উপদেশ, সন্তানের বিবাহে অভিভাবকের অবহেলা

About আবদুল্লাহ আফজাল

হাফিজ মাওঃ মুহাম্মাদ আব্দুল্লাহ আফজাল। ২০১২ সনে হিফজ সম্পন্ন করেন। উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন২০১৬ সনে। দাওরায়ে হাদিস (মাস্টার্স) সম্পন্ন করেন ২০২০ সনে। ঠিকানা: বালাগঞ্জ, সিলেট। মোবাইল নাম্বার: 9696521460 ইমেইল:hafijafjal601@gmail.com সকল আপডেট পেতে এবং ওয়েবসাইটে লিখা পাঠাতে ফেসবুক পেজ👉MD AFJALツ ফলো করুন।

Check Also

কোর্ট ম্যারেজ বৈধ না অবৈধ

(Muslimbd24.Com) আদালতের মাধ্যমে বিবাহের প্রচলিত পদ্ধতি হল,  ছেলে – মেয়ে  উভয়ে রেজিস্টারএর কাছে নিকাহনামা তে …

Powered by

Hosted By ShareWebHost