Breaking News
Home / আল কোরান / কোরআন শরীফে সেজদা কয়টি ও কোন কোন পারায়

কোরআন শরীফে সেজদা কয়টি ও কোন কোন পারায়

(মুসলিমবিডি২৪ ডটকম)

 

কোরআন শরীফে সেজদা কয়টি ও কোন কোন পারায়
ছবি: তাহফীজ

প্রশ্ন: সেজদায়ে তেলাওয়াত কাকে বলে?

উত্তর: কোরআন শরীফে কিছু নির্দিষ্ট আয়াত রয়েছে যে গুলো তেলাওয়াত করলে বা শুনলে প্রতি আয়াতে সেজদা করতে হয়, তাকে সেজদায়ে তেলাওয়াত বলে।

প্রশ্ন: কোরআন শরীফে কত জায়গায় সেজদার আয়াত রয়েছে ও কোন কোন পারায়?

উত্তর: ১৪ জায়গায় ১৪টি সেজদার আয়াত রয়েছে।

(১) ৯ নং পারার ১৫ নং পৃষ্ঠায় সূরা আরাফে রয়েছে।

(২) ১৩ নং পারার ১১ নং পৃষ্ঠায় সূরা রাদে রয়েছে।

(৩) ১৪ নং পারার ১১ নং পৃষ্ঠায় সূরা নাহলে রয়েছে।

(৪) ১৫ নং পারার ১১ নং পৃষ্ঠায় সূরা বনী ইসরাইলে রয়েছে।

(৫) ১৬ নং পারার ৮ নং পৃষ্ঠায় সূরা রয়ামে রয়েছে।

(৬) ১৭ নং পারার ১৩ নং পৃষ্ঠায় সূরা ্বে রয়েছে।

(৭) ১৯ নং পারার ৪ নং পৃষ্ঠায় সূরা ফোরকানে রয়েছে।

(৮) ১৯ নং পারার ১৭ নং পৃষ্ঠায় সূরা ালে রয়েছে।

(৯) ২১ নং পারার ১৫ নং পৃষ্ঠায় সূরা সেজদায় রয়েছে।

(১০) ২৩ নং পারার ১৩ নং পৃষ্ঠায় সূরা ছোয়াদে রয়েছে।

(১১) ২৪ নং পারার ১৯ পৃষ্ঠায় সূরা হামীম সেজদায় রয়েছে।

(১২) ২৭ নং পারার ৭ নং পৃষ্ঠায় সূরা নাজমে রয়েছে।

(১৩) ৩০ নং পারার ৯ নং পৃষ্ঠায় সূরা ইনশিকাকে রয়েছে।

(১৪) ৩০ নং পারার ১৯ নং পৃষ্ঠায় সূরা আলাক্বে রয়েছে।

সেজদা তেলাওয়াত আদায়ের জন্য শর্ত কি

নামাজের জন্য যে সমস্ত শর্ত রয়েছে( যেমন অজু ও গোসল অর্থাৎ পবিত্রতা) , সেজদায়ে তেলাওয়াতে আদায়ের জন্যও এগুলি প্রযোজ্য।

কি কি কারণে তেলাওয়াতে সেজদা ফাসেদ হয়?

যে সকল কারণে নামাজ ফাসেদ হয় ঐ সমস্ত কারণে সেজদায়ে তেলাওয়াতও ফাসেদ হয়ে যায়।

একাধিকবার সেজদার আয়াত করলে কিভাবে সেজদা আদায় করতে হবে?

এক বৈঠকে একই আয়াত একাধিকবার পড়লে একটি সেজদা যথেষ্ট।

আবার একই আয়াত একাধিক বৈঠকে বা একই বৈঠকে একাধিক আয়াত পাঠ করলে পৃথক পৃথক সেজদা আদায় করতে হবে।

সেজদায়ে তেলাওয়াত আদায় করার নিয়ম কিভাবে?

পবিত্রতার সাথে দাঁড়িয়ে আল্লাহু আঁকবার বলে সোজা সেজদায় চলে যাবে এবং সেজদার তাসবীহ পাঠ করার পর পুনরায় আল্লাহু আঁকবার বলে সোজা দাঁড়িয়ে যাবে। ইহাই উত্তম নিয়ম।

(সূত্র: তালীমুল -৩৫,৩৬)

পাইকারি হাদিয়ায় আমাদের কাছে পাবেন।

তাহফিজ রেহাল নিজস্ব কারখানায় তৈরি

About Admin

আমার নাম: এইচ.এম.জামাদিউল ইসলাম ঠিকানা: সিলেট, বাংলাদেশ। আমি কোরাআনের খেদমতে আছি এবং MuslimBD24.Com সাইটের ডিজাইনার (Editor) প্রতিষ্ঠাতা পরিচালক ও সম্পাদক এর দায়িত্ব পালন করে যাচ্ছি। অনলাইন সম্পর্কে মোটামুটি জ্ঞান থাকায়, তাই সময় পেলে দ্বীন ইসলাম প্রচারের সার্থে দ্বীন ইসলাম নিয়ে কিছু লেখালেখি করি। যাতে করে অনলাইনেও ইসলামিক জ্ঞান সম্পর্কে জ্ঞানহীন মানুষ, ইসলামিক জ্ঞান সহজে অর্জন করতে পারে। একজন মানুষ জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত নিজের জীবনকে ইসলামের পথে চালাতে গেলে ইসলাম সম্পর্কে যে জ্ঞান অর্জন করার দরকার, ইনশা-আল্লাহ! এই ওয়েব সাইটে মোটামুটি সেই জ্ঞান অর্জন করতে পারবে। যদি সব সময় সাইটের সাথে থাকে। আর এই সাইটটি হল একটি ইসলামিক ওয়েব সাইট । এ সাইটে শুধু দ্বীন ইসলাম নিয়ে লেখালেখি হবে। আল্লাহ তায়ালার কাছে এই কামনা করি যে, আমরা সবাইকে বেশী বেশী করে ইসলামিক জ্ঞান শিখার ও শিখানোর তাওফিক দান করুন, আমিন। তাজবীদ বিষয়ে কিছু বুঝতে চাইলে যোগাযোগঃ 01741696909

Check Also

রাসূলের সা. প্রতি দোষারোপের জবাব

রাসূলের সা. প্রতি দোষারোপের জবাব

(মুসলিমবিডি২৪ডটকম) কাফেররা বিভিন্ন সময়ে রাসুলকে সা. বিভিন্ন দোষারোপ পুর্ণ নাম দ্বারা সম্বোধন করত। অপরদিকে আল্লাহ …

Powered by

Hosted By ShareWebHost