Breaking News
Home / দোয়া/প্রার্থনা / জান্নাত লাভ করার জন্য ১০টি জিকির

জান্নাত লাভ করার জন্য ১০টি জিকির

(মুলিম বিডি২৪.কম)

জান্নাত লাভ করার জন্য ১০টি জিকির

بسم الله الرحمن الرحيم

ের ১০টি জিকির

সবার আগে াজ কায়েম করুন!নামাজ বেহেস্তের চাবি।

জিকির -১
প্রতিদিন ১০০ বার সুবহান ্ পাঠ করলে ১০০০ সাওয়াব লিখা হয় এবং ১০০০ গুনাহ মাফ করা হয়।

জিকির -২
‘আলহামদুলিল্লাহ' মীযানের পাল্লাকে ভারী করে দেয় এবং সর্বোত্তম দোআ'

জিকির -৩
‘লা ইলাহা ইল্লাল্লাহ' সর্বোত্তম যিকর।

জিকির -৪
‘সুবহান আল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবর' এই কালিমাগুলি নিকট.

অধিক প্রিয় এবং নবী (সঃ) বলেনঃ পৃথিবীর সমস্ত জিনিসের চইতে আমার নিকট অধিক প্রিয়।

জিকির -৫
যে ব্যক্তি ‘সুবহানাল্লাহি ওয়া বিহামদিহী' প্রতিদিন ১০০ বার পাঠ করবে সমুদ্রের ফেনা পরিমান (সগীরা) গুনাহ থাকলে ও তাকে মাফ করে দেওয়া

জিকির -৬
নবী (সঃ) বলেনঃ ‘সুবহানাল্লাহি ওয়াবি হামদিহী সুবহানাল্লিল আযীম' এই কালীমাগুলি জিহ্বায় উচ্চারনে সহজ ,

মীযানের পাল্লায় ভারী ,দয়াময় আল্লাহর নিকট প্রিয়।

জিকির -৭
যে ব্যক্তি ‘সুবহানাল্লাহিল আযীমি ওয়াবি হামদিহী' পাঠ করবে প্রতিবারে তার জন্য জান্নাতে একটি করে (জান্নাতী) খেজুর গাছ রোপন করা হবে।

জিকির -৮
নবী (সঃ) বলেনঃ ‘লা হাওলা ওয়ালা কুয়্যাতা ইল্লা বিল্লাহ' হচ্ছে জান্নাতের গুপ্তধন সমুহের মধ্যে একটি গুপ্তধন।

জিকির -৯
নবী (সঃ) বলেনঃ ‘সুবহান আল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবর ওয়ালা হাওলা ওয়ালা কুয়্যাতা ইল্লা বিল্লাহ'

এই কালীমাগুলি হচ্ছে “অবশিষ্ট নেকআ'মল সমুহ”

জিকির -১০
নবী (সঃ) বলেনঃ যে ব্যক্তি আমার প্রতি একবার পাঠ করবে আল্লাহ তাআ'লা তার প্রতি দশ বার রহমত বরষন করবেন-

“আল্লাহুম্মা সাল্লি 'আলা মুহাম্মাদিঁওয়া 'আলা আলি মুহাম্মাদিন্ কামা সাল্লায়তা 'আলা ইব্রাহীমা ওয়া 'আলা 'আলি ইব্রাহীমা ইন্নাকা হামীদুম মাজিদ।

আল্লাহুম্মা বারিক 'আলা মুহাম্মাদিঁওয়া 'আলা আলি মুহাম্মাদিন্ কামা বারাকতা 'আলা ইব্রাহীমা ওয়া 'আলা 'আলি ইব্রাহীমা ইন্নাকা হামীদুম মাজিদ।

এবং তিনি (সঃ) আরো বলেনঃ যে ব্যক্তি আমার প্রতি সকালে দশবার এবং বিকেলে দশবার দুরুদ পাঠ করবে সে ব্যক্তি ের দিন আমার শাফায়াত পাবে ।

আপনার সন্তানকে মাদ্রাসায় দিলে যে লাভ হবে,ধৈর্য্যশীলদের জন্য আল্লাহর পুরুষ্কার,শুকরের চর্বি দিয়ে প্রস্তুতকৃত জিনিসের ই কোড,

About Mijanur Rahman Shaif

মাওঃ মিজানুর রহমান সাইফ সাহেব। একজন লেখক | সাংবাদিক | গবেষক তিনি দ্বীনের আলো মুসলিম উম্মাহর কল্যানে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে মুসলিমবিডি টুয়েন্টি ফোর ডটকমকে মাধ্যম হিসেবে ব্যবহার করে যাচ্ছেন।

Check Also

সহীহভাবে নামায আদায় না করার শাস্তি

সহীহভাবে নামায আদায় না করার শাস্তি

(মুসলিম বিডি২৪.কম) بسم الله الرحمن الرحيم সহীহভাবে নামায না পড়ার শাস্তি নিম্নে দেয়া হলো ঈমানের …

Powered by

Hosted By ShareWebHost