Breaking News
Home / ইসলাম ধর্ম / ইন্টারনেট ব্যবহারে সন্তানের প্রতি এক মায়ের উপদেশ

ইন্টারনেট ব্যবহারে সন্তানের প্রতি এক মায়ের উপদেশ

()

ইন্টারনেট ব্যবহারকারী সন্তানের প্রতি এক বিচক্ষণ মায়ের উপদেশ

#ইন্টারনেট_বিধি🌍 মা যা বললেন তার সন্তান

ইন্টারনেট এর যুগে সন্তানের প্রতি এক সচেতন মায়ের মূল্যবান উপদেশ

যা স্বর্ণাক্ষরে লিখে রাখার মত,ঐ মা বলেন:

📝প্রিয় বৎস!

নিঃসন্দেহে গুগল, ফেসবুক হোয়াটসঅ্যাপ সহ সামাজিক যোগাযোগের সব মাধ্যম ই হল গভীর সমুদ্র,

এতে চরিত্র নষ্ট হয়,বিবেক লোপ পায় তরুণ পৌঢ় সবার,

এর ঢেউ এর ধাক্কায় কুমারী মেয়ের লজ্জা উধাও হয়ে যায়,

অসংখ্য মানুষ এর খপ্পরে পড়ে ধ্বংস হয়ে যাচ্ছে।সুতরাং নেটওয়ার্ক ব্যবহারে সতর্ক থাকবে,

এর মত্ততা পরিহার করবে, এক্ষেত্রে মৌমাছির ভূমিকা পালন করবে,

নেটের ী পেইজে অবশ্যই নযর দিবে

যাতে তুমি উপকৃত হবে এবং অন্যদেরও উপকৃত হতে সচেষ্ট থাকবে।

📝প্রিয় বৎস!

তুমি কখনও মাছির মত ভালমন্দ সবখানেই বে না,

কারণ মাছি যত্র তত্র বসে এবং নিজের অজান্তেই নানাবিধ রোগ বালাই ছড়ায়।

ইন্টারনেট একটা বিগ-বাজার

এখানে রকমারি পণ্যের পসরা সাজিয়ে বসেছেন বিশ্বের কোটি কোটি মানুষ,

কেউ কিন্তু নিজের পণ্য সামগ্রী ফ্রি-সেল করতে ইচ্ছুক নন ,

সবাই কোন না কোন ভাবে বিনিময়ে আশাবাদী,

কেউ চায় চরিত্র নষ্ট করতে, কেউ চায় ভ্রান্ত মতবাদ প্রচার করতে,

আবার কেউ চায় নাম যশ ও খ্যাতি অর্জন করতে!

!হ্যাঁ একদল সমাজ সংস্কারক ও রয়েছেন এদের মধ্যে,

সুতরাং যাঁচাই বাছাই ছাড়া এখানে পণ্য ক্রয় উচিৎ নয়।

📄প্রিয় সন্তান!

ফেসবুকে প্রেম করবে না, কারণ প্রেমের প্রস্তাবের সিংহভাগ ,ফাঁদ ও দূরভিসন্ধি মূলক প্রতারণা।

ফেসবুকে লাইক শেয়ার এবং মন্তব্য জুড়ে দেয়ার আগে ভালো ভাবে চিন্তা করে দেখবে

এটা আল্লাহর সন্তুষ্টি অর্জনে সহায়তা করবে কি না!

নেট জগতের এবং অন্যের অধিকার হরণ চরম ধৃষ্টতা, বস্তুর প্রতি আসক্তি ত্যাগ করবে,

নেটের সংশ্লিষ্টতা তোমার জন্য পাপ পূণ্য দুটোর ই পথ নির্দেশ দিবে,

অবশ্যই ভালো টা গ্রহণ করবে,এই পণ্যের ক্রেতারা সাধারণত কারো ও পরামর্শ নেয় না।

যাকে সশরীরে দেখ নি এমন লোকের সংগে বন্ধুত্ব করবে না,

কার ও লেখা পড়ে লেখক সর্ম্পকে চূড়ান্ত সিদ্ধান্ত নিওনা, কারণ অধিকাংশ ই ছদ্মবেশী, এদের প্রদর্শিত ছবি ও জাল,

আর যারা অন্যের ছবি, ছোট বাচ্চাদের ছবি নিজের আইডিতে ব্যবহার করে তাদের থেকে ও সতর্ক থাকবে,এরা ছদ্মবেশী ,পরগাছা ও কাপুরুষ,

এদের কথা মধু মেশানো, বেশ ভুষা অন্যকে আকৃষ্ট করার মতো পরিপাটি,সত্যের আবরণে মিথ্যার জাল বিস্তার কারী,

এদের অনেকেই দীন প্রচারে দক্ষ মনে হলেও আসলেই আস্ত বেওকুফ,

নেটের জগতের সুন্দরী ও হয়তো শতভাগ কুশ্রী , সাহসী শ্লোগান দাতা ও ভীরু কাপুরুষ তবে অবশ্যই ব্যতিক্রম আছে,

আশা করি তুমি সেই ব্যতিক্রমের অন্তর্ভুক্তদের একজন।

কখনো ছদ্ম নাম ব্যবহার করবে না,এরা কখনো আত্নবিশ্বাসী হয়না, সুতরাং যারা আত্নবিশ্বাসী নয়,

তাদের প্রতি আস্থা রেখে ধোঁকায় পড়বে না।

কারো মনে আঘাত দিও না, তুমি তোমার চরিত্রের প্রতিনিধিত্ব করছ,অন্যের চরিত্রের নয়,

এ কথা মনে রাখবে। সাদা বোতলে যে রং এর পানীয় রাখবে পাত্রটি ঐ রং ধারণ করবে।

📄প্রিয় বৎস!

ইন্টারনেটের সবচেয়ে ভয়াবহ দিক হলো নিষিদ্ধ পর্ণ ছবি দেখা,

অশ্লীলতাও পদস্খলন, এসবের বিভীষিকা থেকে যদি নিজেকে রক্ষা করতে পার

এবং দীন প্রচারে নেটকে ে লাগাতে পার,

তবে তুমি নিজে এবং সমাজ উপকৃত হবে,আর যদি পর্ণ ছবির আসক্তি তোমাকে গ্রাস করতে চায়,

তবে হিংস্রতর জন্তু দেখে মানুষ যেভাবে পালায় তুমি ও তাই কর,

নচেৎ অনন্ত কাল জাহান্নামের আগুনে পুড়তে থাকবে।

⚠জেনে রেখো শয়তানের প্রবেশ পথ দুটো, কর্মহীন অবসর

এবং রিপুর তাড়নায় সাড়া দিয়ে উপায়ে যৌন ক্ষুধা নিবারণ ,

আর এ দু'টো ই ইন্টারনেটের মূল স্তম্ভ, অবশ্যই নেট ব্যবহার করবে,

তবে সতর্কতা অবলম্বন করবে নেট যেন তোমাকে ব্যবহার না করে।

👏আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত গ্রহণের তাওফীক করুন,

এবং এর উপর অটল থাকার শক্তি দিন.আমীন।

এই ক্যাটাগরিতে আরো পড়ুন 👇

ফেসবুক কিংবা ইউটিউবে ফলোয়ার কম থাকায় হীনমন্যতায় ভুগছেন, কাশ্মীর কি হতে যাচ্ছে বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট,
ভদ্র মেয়ে চিনার উপায়, গন্তব্য কোথায় হে মুসলমান?

About আবদুল্লাহ আফজাল

হাফিজ মাওঃ মুহাম্মাদ আব্দুল্লাহ আফজাল। ২০১২ সনে হিফজ সম্পন্ন করেন। উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন২০১৬ সনে। দাওরায়ে হাদিস (মাস্টার্স) সম্পন্ন করেন ২০২০ সনে। ঠিকানা: বালাগঞ্জ, সিলেট। মোবাইল নাম্বার: 9696521460 ইমেইল:hafijafjal601@gmail.com সকল আপডেট পেতে এবং ওয়েবসাইটে লিখা পাঠাতে ফেসবুক পেজ👉MD AFJALツ ফলো করুন।

Check Also

অধিক হারে ইস্তেগফারের ফজিলত

ইস্তেগফারের ফজিলত

হামদ ও সালাতের পর… রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যত ভালো কাজ শিক্ষা দিয়েছেন, তাতে …

Powered by

Hosted By ShareWebHost