Breaking News
Home / বিশ্লেষণ ও গবেষণামূলক / ফেসবুকে কিংবা ইউটিউবে আপনার ফলোয়ার কম থাকায় হীনমন্যতায় ভুগছেন

ফেসবুকে কিংবা ইউটিউবে আপনার ফলোয়ার কম থাকায় হীনমন্যতায় ভুগছেন

(মুলিমবিডি২৪ডটকম)

ফেসবুক কিংবা ইউটিউবে ফলোয়ার কম থাকায় হীনমন্যতায় ভুগছেন

ফেসবুকে ঢুকে দেখলেন কারও ফলোয়ার সংখ্যা বিশ লাখ৷ কারও ইউটিউব চ্যানেল ভিজিট করতে গিয়ে দেখলেন,

একেকটা ভিডিও-এর য়ার সংখ্যা ১০ মিলিয়ন। আবার কারও স্ট্যাটাস পড়তে গিয়ে দেখলেন, এক মিনিটেই সেখানে লাইক পড়ছে কয়েক হাজার।

এসব দেখে আপনি কি কখনও কষ্ট পান? হীনম্মন্যতায় ভোগেন?

মনে মনে কি ভাবেন—“নাহ! আমার দ্বারা কিচ্ছু হোলো না। আমি একটা নিষ্কর্মা পাবলিক।”হতাশ ন না৷

হয়তো এফবিতে আপনার লাখ-খানিক ফলোয়ার নেই৷ ইউটিউবে আপনার কোনো চ্যানেল নেই।

আপনার স্ট্যাটাসেও হয়তো দশটার লাইক পড়ে না।

কিন্তু াস করুন, আপনিও হতে পারেন আল্লাহর বন্ধুদের একজন।

আপনিও হতে পারেন, সৌভাগ্যবান মুমিনদের একজন।

হাদীসে কুদসিতে আল্লাহ আযযা ওয়া জাল্লা বলেন

“আমার বন্ধুদের মধ্যে আমার নিকট সবচেয়ে সৌভাগ্যবান সেই মুমিন—যার পার্থিব অবস্থা নগণ্য, সালাতের পরিমাণ অধিক,

যে উত্তমরূপে স্বীয় রবের দাসত্বকারী, মানুষের নিকট সুপ্ত—যার ফলে লোকেরা তাকে খুব একটা গুরুত্ব দেয় না,

যার মৃত্যু হয় দ্রুত, উত্তরাধিকার সম্পদ থাকে অল্প ও (মৃত্যুর পর) কান্নাকাটি করার লোক থাকে কম।” (রাসূলের চোখে দুনিয়া, হাদীস নং : ৫৬)

ওসব দুনিয়াবি খ্যাতি দেখে কখনও কষ্ট পাবেন না। ওগুলো ক্ষণস্থায়ী।এই দুনিয়াতেই যার পরিসমাপ্তি ঘটবে।

কিন্তু আপনি যদি ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিল করতে পারেন, তো দুনিয়া ও আখিরাতে সেটি কাজে দেবে।

দুনিয়াতে আপনি সেলিব্রেটি না হলেও, আখিরাতে আপনি সেলিব্রেটিদের একজন হবেন।

এই ক্যাটাগরিতে আরো পড়ুন 👇

ইন্টারনেট ব্যবহারে সন্তানের প্রতি এক মায়ের উপদেশ, গুগল এডসেন্স থেকে উপার্জিত টাকা কি জায়েয, ভদ্র মেয়ে চিনার উপায়,

হে বর্তমান যুগের আধুনিকা বোন তোমাকেই বলছি, দৃষ্টি সংযত রাখার ১০ টি উপায়,

About আবদুল্লাহ আফজাল

হাফিজ মাওঃ মুহাম্মাদ আব্দুল্লাহ আফজাল। ২০১২ সনে হিফজ সম্পন্ন করেন। উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন২০১৬ সনে। দাওরায়ে হাদিস (মাস্টার্স) সম্পন্ন করেন ২০২০ সনে। ঠিকানা: বালাগঞ্জ, সিলেট। মোবাইল নাম্বার: 9696521460 ইমেইল:hafijafjal601@gmail.com সকল আপডেট পেতে এবং ওয়েবসাইটে লিখা পাঠাতে ফেসবুক পেজ👉MD AFJALツ ফলো করুন।

Check Also

হাদিয়া ও ঘুষের মধ্যে পার্থক্য কী?

(Muslimbd24.com) হাদিয়া ও ঘুষ এক নয়, হাদিয়া ও ঘুষের মধ্যে পার্থক্য বিরাট। হাদিয়া বা উপহার …

Powered by

Hosted By ShareWebHost