Breaking News
Home / পর্দা / পুরুষদের জন্য যেসকল নারীদের সাথে পর্দা লাগে না

পুরুষদের জন্য যেসকল নারীদের সাথে পর্দা লাগে না

(২৪ডটকম)

পুরুষদের জন্য যেসকল নারীদের সাথে পর্দা লাগে না

মুসলিম ের জন্য যে সকল নারীর সাথে দেখা-সাক্ষাত করা বৈধ, অর্থাৎ যারা মাহরাম ও যাদেরকে করা , তাদের তালিকা নিম্নরূপ:

 

১. মা, দাদী, নানী, দাদী ও নানীর মা এবং তাদের ঊর্ধ্বতন মহিলাগণ।

 

 

২. মেয়ে, র মেয়ে, মেয়ের মেয়ে এবং তাদের অধস্তন কন্যা রা।

 

৩. বোন। (সহোদরা, বৈপিত্রেয় ও বৈমাত্রেয়-সকল বোন এর অন্তর্ভুক্ত)

 

৩.ভাইয়ের মেয়ে, ভাইয়ের মেয়ের মেয়ে ও তাদের অধস্তÍনরা। এবং বোনের মেয়ে, বোনের মেয়ের মেয়ে ও তাদের অধস্তÍনরা। (বৈপিত্রেয় ও বৈমাত্রেয় ভাই ও বোনের মেয়েও এর অন্তর্ভুক্ত)

 

৪. ফুফু। (বৈপিত্রেয় ও বৈমাত্রেয় ফুফুও এর অন্তর্ভুক্ত)

 

৫. খালা। (বৈপিত্রেয় ও বৈমাত্রেয় খালাও এর অন্তর্ভুক্ত)

 

৬. সৎ মা এবং দুধ পিতার স্ত্রী।

 

৭. আপন ছেলে ও দুধ র ছেলের স্ত্রী, নাতির স্ত্রী এবং অধস্তন সন্তানের স্ত্রীরা।

 

৮. দুধ মা, দুধ নানী, দুধ দাদী এবং তাদের ঊর্ধ্বতন মহিলাগণ।

 

৯. দুধ বোন, দুধ ভাইয়ের মেয়ে, দুধ বোনের মেয়ে।

 

১০. দুধ সম্পর্কের মেয়ে, মেয়ের মেয়ে এবং তাদের অধস্তন কন্যা সন্তানেরা।

 

১১. দুধ পিতার বোন।

 

১২. শাশুড়ি (স্ত্রীর আপন মা), দাদী শাশুড়ি, নানী শাশুড়ি এবং তাদের ঊর্ধ্বতন মহিলাগণ এবং স্ত্রীর দুধ মা, দুধ দাদী এবং দুধ নানী।

 

১৩. স্ত্রীর অন্য ঘরের মেয়ে, মেয়ের মেয়ে এবং তাদের অধস্তনরা।

 

উপরোক্ত মহিলা আত্মীয়াগণ ছাড়া অন্য মহিলা আত্মীয়া-অনাত্মীয়ার সাথে পর্দা করা জরুরি। যেমন চাচী, মামী, চাচাত, মামাত ও ফুফাত বোন ভাতিজার বৌ, ভাগিনার বৌ, ভাবী, শালিকা ইত্যাদি।

 

সূত্র: সূরা নিসা : ২৩; সহীহ বুখারী, ২৬৪৫; মুসতাদরাক হাকিম, হাদীস ৩২৪৩; কিতাবুল আছল ৪/৩৫৭-৩৬০; আহকামুল কুরআন, জাসসাস ২/১৩২, ১২৯; মাআরিফুল কুরআন ২/৩৫৮; আননুতাফ ফিল ফাতাওয়া ১৬৩; ফাতওয়া খানিয়া ১/৩৬০; বাদায়েউস সানায়ে ২/৫৩০; আলমুহীতুল বুরহানী ৪/১০৬; আলবাহরুর রায়েক ৩/৯২; ফাতাওয়া হিন্দিয়া ১/২৭৩; রদ্দুল মুহতার ৩/২৮

আরো পড়ুন👉ষড়যন্ত্রের আবর্তে নারী সমাজ ও তাদের পর্দানীতি,
ইসলামে পর্দার বিধান ও কাদের সংঙ্গে পর্দা করা ফরজ,

About আবদুল্লাহ আফজাল

হাফিজ মাওঃ মুহাম্মাদ আব্দুল্লাহ আফজাল। ২০১২ সনে হিফজ সম্পন্ন করেন। উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন২০১৬ সনে। দাওরায়ে হাদিস (মাস্টার্স) সম্পন্ন করেন ২০২০ সনে। ঠিকানা: বালাগঞ্জ, সিলেট। মোবাইল নাম্বার: 9696521460 ইমেইল:hafijafjal601@gmail.com সকল আপডেট পেতে এবং ওয়েবসাইটে লিখা পাঠাতে ফেসবুক পেজ👉MD AFJALツ ফলো করুন।

Check Also

নারী শিক্ষা সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গি

নারী শিক্ষা সম্পর্কে ইসলামী দৃষ্টিভঙ্গি যুগে যুগে নারী শিক্ষার স্বরূপ বিশ্লেষণ

(মুসলিমবিডি২৪ডটকম) নিচের লিংকে ক্লিক করে পূর্ববর্তি অংশ পড়ুন,এর পর থেকেঃ  মহান আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি …

Powered by

Hosted By ShareWebHost