Breaking News
Home / পর্দা/নারী / ষড়যন্ত্রের আবর্তে নারী সমাজ ও তাদের পর্দানীতি

ষড়যন্ত্রের আবর্তে নারী সমাজ ও তাদের পর্দানীতি

Muslimbd24.com

ষড়যন্ত্রের আবর্তে নারী সমাজ ও তাদের পর্দানীতি

ের জীবন ধারণের জন্য যে রকম ভাবে খাদ্য ও পানির প্রয়োজন, খাদ্য ও পানীয় ব্যতিরে যেমন নুষ বাচতে পারে না,

ঠিক তেমনি ভাবে “” ও জাতির জন্য এক অপরিহার্য বিষয়, অত্যাবশ্যকীয় বিধান।

খাদ্য পানীয়ের অভাবে জীবননাশের আশংকা যত, পর্দার অভাবে সমাজ ও জাতির নির্মল,

স্বচ্ছ-সুন্দর সাবলীল শান্তিপূর্ণ সচল প্রবাহ অবরুদ্ধ হওয়ার আশংকা তার চাইতেও বেশি।

কেননা যার খাদ্য বা পানির অভাব হয় সে শুধু নিজে মারা যায়, অথচ একজন পর্দাহীনা লজ্জাহীনা নারীর দরূন শুধু তার নিজেরই ধ্বংস কর্ম সাধিত হয়না,

বরং সাথে সাথে সে ধ্বংস করে সামাজিক , ১০/২০ টি জীবন, সমাজ জীবনকে করে তুলে কলুষিত,সমস্যা সংকুল ও দুর্বিষহ।

আর সে নিজেতো চরমভাবে ক্ষতিগ্রস্ত, লাঞ্ছিত ও ধ্বংসপ্রাপ্ত হয় অনেক আগেই।

এটাই পর্দাহীনতার খোদায়ী অভিশাপ ও ভয়াবহ পরিনতি।

পর্দাহীনতার পরিনতি

আজ পর্দার বিধান অনুসরণ না কারনেই পত্র পত্রিকা খুললেই দেখতে পাই নারী ধর্ষণ, খুন অপহরণ,

এসিড নিক্ষেপ ইত্যাদি চরম দুঃখজনক ও লোমহর্ষক সংবাদ।

এ পর্দাহীনতার কারনেই আজ আমাদের ঘরে ঘরে স্বামী-স্ত্রীতে হচ্ছে মনমালিন্য, ঘটছে -কলহ, চলছে বিবাদ-বিসংবাদ,

অবশেষে সোনার সংসার ভেঙে হচ্ছে খান খান। এ পর্দাহীনতার বিষফলেই সমাজে চলছে যেনা-,

লিপ্ত হচ্ছে যুবক-যুবতীরা অবৈধ কর্মকান্ডে, হারাচ্ছে নারী তার সবচাইতে মুল্যবান সম্পদ নারীত্ব, আর খোয়াচ্ছে কুমারী তার অমুল্য সতীত্ব।

About Hafij Khijir

আমার নাম হাফিজ খিজির আহমদ। ঠিকানা. সিলেট, বাংলাদেশ। আমি কওমি মাদ্রাসার অধ্যায়নরত একজন ছাত্র। আমার ধর্ম ইসলাম । আর আমি এই ইসলাম সম্পর্কে জানতে শিখতে ও শিখাতে ভালোবাসি। আমি যা জানি তা জানাই, এবং যা জানিনা তা জানার চেষ্টা করি ও করতেছি।উদ্দেশ্য একটাই আল্লাহ এবং আল্লাহ তাআলার রাসুলের সন্তুষ্টি অর্জন ।

Check Also

নারী শিক্ষা সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গি

নারী শিক্ষা সম্পর্কে ইসলামী দৃষ্টিভঙ্গি যুগে যুগে নারী শিক্ষার স্বরূপ বিশ্লেষণ

(মুসলিমবিডি২৪ডটকম) নিচের লিংকে ক্লিক করে পূর্ববর্তি অংশ পড়ুন,এর পর থেকেঃ  মহান আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি …

Powered by

Hosted By ShareWebHost