Breaking News
Home / হজ্ব / মিনার ৩টি জামরা

মিনার ৩টি জামরা

(বিডি২৪ডটকম)

মিনার ৩টি জামরা

মিনার তিনটি যামরা মূলত শয়তান নয়! অনেক নুষ ভুল ধারণা পোষণ করে যে, তিনটি হলো তিনটি

শয়তান কিংবা প্রত্যেক যামরার সাথে একটি করে শয়তান বাধা আছে। কেউ কেউ বলেন: প্রথমটি হচ্ছে বড়

শয়তান তার পরেরটা হচ্ছে মেজ শয়তান এবং তার পরেরটা হচ্ছে ছোট শয়তান! এরূপ ধারণা সঠিক নয়!

জামারাত আরবি যামরাতুন শব্দের বহুবচন। এর অর্থ হচ্ছে ছোট ছোট কংকর বা নূরী পাথর। যেহেতু এই সকল

স্থানে ছোট ছোট কংকর নিক্ষেপ করা হয় এজন্য এগুলোকে জামারাত বলা হয়। হযরত ইবরাহীম আলাইহিস

সালাম যখন আল্লাহর নির্দেশ ার্থে হযরত ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি জন্য নিয়ে

যাচ্ছিলেন তখন শয়তান তিনবার তাকে ফেরানোর চেষ্টা করেছিল আর তিনবারই হযরত ইবরাহীম আলাইহিস

সালাম তাকে সাতটি করে কংকর নিক্ষেপ করে প্রতিহত করেছিলেন। যে তিন স্থানে তাকে বাধা দেয়ার

চেষ্টা করেছিল সেই ৩ স্থান নিশানার মাধ্যমে নির্দিষ্ট করে রাখা হয়েছে। হযরত ইবরাহীম আলাইহিস সালাম

সরাসরি শয়তানকে কংকর মেরেছিলেন। আজ তার অনুসরণে ঐসকল স্থানে কংকর নিক্ষেপ করা হয়। আমাদের

কংকর নিক্ষেপের ্দেশ্য হলো মিল্লাতে হানিফ এর ইমাম হযরত ইবরাহীম আলাইহিস সালাম এর অনুসরণ এবং

তার কাজের হুবহু অনুকরণ। এর দ্বারা আল্লাহ ও বান্দার মাঝে ভালোবাসা সৃষ্টি হয় এবং শয়তান লাঞ্ছিত ও

অপদস্থ হয়। এছাড়াও এর বড় হিকমত হলো আল্লাহর স্বর তাজা করা। তার জিকির জিন্দা করা ও শয়তানকে

অপদস্ত করে তার বিরুধিতায় পুনর্জীবিত হওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তাওফিক করুন।

আরও পড়ুন:

হজ্বের ফযীলতঃ মোহাম্মদ খিজির আহমদ
বায়তুল্লাহ ও হজ্বের সূচনা
যিলহজ্বের প্রথম দশদিনের আমল আল্লাহর পছন্দ

About মুহাম্মদ আবদুল্লাহ

আমি মাওলানা মোঃ আব্দুল্লাহ। 15ই এপ্রিল 1994 ঈসায়ি রোজ শুক্রবার মৌলভীবাজার জেলার হামরকোনায়( দাউদপুর) জন্মগ্রহণ করি। শিক্ষা জীবনের শুরুটা প্রাথমিক বিদ্যালয় দিয়ে হলেও 4 বছরের মাথায় ইসলামিক শিক্ষা অর্জনের লক্ষ্যে নিজ উদ্যোগে মাদ্রাসায় ভর্তি হই! আলহামদুলিল্লাহ! সর্বশেষ 2017 ঈসায়ি কওমি মাদ্রাসার উচ্চতর ডিগ্রী মাস্টার্স (দাওরায়ে হাদিস) হযরত শাহ সুলতান রহ. মাদ্রাসা থেকে আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল ক্বওমিয়ার মাধ্যমে সম্পন্ন করি! নিজে যা কিছু জেনেছি তা লিখনীর মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দিতে এবং আমৃত্যু ইসলাম ও মানবতার সম্পর্কে জানতে ও জানাতে এই সাইটের সাথে সংযুক্ত হয়েছি! আল্লাহ আমাকে ও সবাইকে কবুল করুন।আমিন!!!

Check Also

মদীনা শরীফে মসজিদে নববী যিয়ারতের নিয়মাবলি

মুসলিমবিডি২৪ ডটকম  এ বিষয়ে সুন্নত তরীকগুলো নিম্নে বর্ণনা করা হল: মসজিদে নববী যিয়ারতের সাথে হজ্জ …

Powered by

Hosted By ShareWebHost