Breaking News
Home / ইবাদত / যিলহজ্বের প্রথম দশদিনের আমল আল্লাহর পছন্দ

যিলহজ্বের প্রথম দশদিনের আমল আল্লাহর পছন্দ

(মুসলিমবিডি২৪ডটকম) যিলহজ্বের প্রথম দশদিনের আমল আল্লাহর পছন্দ

র পছন্দনীয় দশদিন

ইবনে আব্বাস রাযিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেনঃ

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন,

আল্লাহ তাআলার নিকট দিন সমুহের মধ্যে যিলহজ্ব মাসের দশ দিনের অধিক প্রিয়।

গণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসুলুল্লাহ! আল্লাহর রাস্তায় জিহাদ করাও কি

ঐরূপ উত্তম আমল নয়? তিনি বলেন, না, আল্লাহর রাস্তায় জিহাদ করাও নয়।

অবশ্য যে ব্যক্তি স্বীয় জানমালসহ আল্লাহর রাস্তায় বের হওয়ার পর আর প্রত্যাবর্তন করে না,

তার ব্যাপারটি স্বতন্ত্র। [আবু দা:২৪৩০]

হযরত ইবনে উমর রাযিয়াল্লাহু আনহুমা নবী করীম সাঃ থেকে বর্ণনা করেন,

ইরশাদ করেছেন, আল্লাহর নিকট দিন সমুহের মধ্যে যিলহজ্ব মাসের

প্রথম দশদিনের আমল সর্বশ্রেষ্ট ও সবচেয়ে প্রিয়। অতএব তোমরা এই দিনগুলোতে বেশি বেশি তাহলীল, তাকবীর ও তাহমীদ কর। [ মুসনাদুস সাহাব: ৫২৮ ]

আরো পড়ুন 👇👇👇

জান্নাত পাওয়ার সহজ ৪ টি আমল, ইস্তেগফারের উপকারিতা, শবে কদর হাজার মাসের শ্রেষ্ঠ এক রাত

About Hafij Khijir

আমার নাম হাফিজ খিজির আহমদ। ঠিকানা. সিলেট, বাংলাদেশ। আমি কওমি মাদ্রাসার অধ্যায়নরত একজন ছাত্র। আমার ধর্ম ইসলাম । আর আমি এই ইসলাম সম্পর্কে জানতে শিখতে ও শিখাতে ভালোবাসি। আমি যা জানি তা জানাই, এবং যা জানিনা তা জানার চেষ্টা করি ও করতেছি।উদ্দেশ্য একটাই আল্লাহ এবং আল্লাহ তাআলার রাসুলের সন্তুষ্টি অর্জন ।

Check Also

জিকিরের ফজিলত

জিকিরের ফজিলত

(মুসলিমবিডি২৪ডটকম) জিকিরের ফজিলত অসংখ্য। তন্মধ্যে এটাও কম ফজিলত নয় যে, বান্দা যদি আল্লাহকে স্বরণ করে, …

Powered by

Hosted By ShareWebHost