Breaking News
Home / হজ্ব / মাকামে ইবরাহীমের ফযীলত

মাকামে ইবরাহীমের ফযীলত

(২৪ডটকম) মাকামে ইবরাহীমের ফযীলত

যে পাথরকে মাকামে ইবরাহীম বলা হয়, তাতে হযরত ইবরাহীম আলাইহিস ের পবিত্র পদচিহ্ন রয়েছে।

একটি হাদীসের মতে তা জান্নাতের ইয়াকুত পাথর ছিলো। ের জন্য এটাই যথেষ্ট যে,

মাকামে ইবরাহীমের ফযীলত

শরীফে ইহাকে আল্লাহ তাআলা তাঁর কুদরতের সুস্পষ্ট নিদর্শন বলে উল্লেখ করেছেন

এবং এটিকে মুছাল্লা বা াজের স্থানরূপে গ্রহণ করার আদেশ করেছেন। ইরশাদ হয়েছে,

واتخذوا من مقام ابراهيم مصلى

তোমরা মাকামে ইবরাহীমকে নামাজের স্থানরূপে গ্রহণ করো।

যে কোন তাওয়াফের শেষে দু'রাকাত নামাজ হচ্ছে ওয়াজিব এবং তা মাকামে ইবরাহীমের নিকটে পড়া সুন্নত,

তবে সেটা তাওয়াফকারীদের কষ্ট দিয়ে নয়, বরং মাকামে ইবরাহীম বরাবর পিছনে এসে পড়লেও ফযীলত হাসিল হবে ইনশাআল্লাহ।

এমনকি সেখানে পড়া সম্ভব না হলে মাতাফের যে কোন স্থানে, এমনকি হারামের যে কোন স্থানে পড়া যায়।

আরো পড়ুন 👇👇👇

বায়তুল্লাহ ও হজ্বের সূচনা, যিলহজ্বের প্রথম দশদিনের আমল আল্লাহর পছন্দ, শবে কদর হাজার মাসের শ্রেষ্ঠ এক রাত

About Hafij Khijir

আমার নাম হাফিজ খিজির আহমদ। ঠিকানা. সিলেট, বাংলাদেশ। আমি কওমি মাদ্রাসার অধ্যায়নরত একজন ছাত্র। আমার ধর্ম ইসলাম । আর আমি এই ইসলাম সম্পর্কে জানতে শিখতে ও শিখাতে ভালোবাসি। আমি যা জানি তা জানাই, এবং যা জানিনা তা জানার চেষ্টা করি ও করতেছি।উদ্দেশ্য একটাই আল্লাহ এবং আল্লাহ তাআলার রাসুলের সন্তুষ্টি অর্জন ।

Check Also

মদীনা শরীফে মসজিদে নববী যিয়ারতের নিয়মাবলি

মুসলিমবিডি২৪ ডটকম  এ বিষয়ে সুন্নত তরীকগুলো নিম্নে বর্ণনা করা হল: মসজিদে নববী যিয়ারতের সাথে হজ্জ …

Powered by

Hosted By ShareWebHost