(মুসলিমবিডি২৪ডটকম)

আমাদের যত আকাবির দুনিয়ায় সফলতা অর্জন করেছেন।
তাদের সফলতার পিছনে যে শক্তি কাজ করেছে, তাহলো মা বাবার নেক দোয়া।
মা বাবার নেক দোয়া সাফল্যের বুনিয়াদ
সন্তানের জন্য নিজের কলিজা প্রসারিত করে দুআ করা উচিৎ।
বিনীতভাবে খুব রুনাজারি করে দোয়া করা উচিৎ।
যদি আপনার দোয়া কবুল হয় যায়, তাহলে আপনি বুঝতেই পারবেন না,
আপনার সন্তান দ্বারা আল্লাহ কত মানুষের উপকার করবেন।
তার উসিলায় কত মানুষ জাহান্নামের ভয়াবহ অগ্নি থেকে,
মুক্তি পেয়ে জান্নাতের সুশীতল ছায়ায় আশ্রয় পাবে।
কিয়ামতের ময়দানে আপনার মর্যাদা কত উন্নত হবে
রাসুলুল্লাহ সাঃ বলেছেন যোখন আলেম এবং আবেদ পুলসিরাতের উপর একসাথে মিলিত হবে,
তখন আবেদকে বলা হবে তুমি একা জান্নাতে প্রবেশ করো আর তোমার ইবাদতের স্বাদ গ্রহণ করো।
আর আলেম কে বলা হবে, তুমি এখানে থেমে যাও, যাদের জন্য ইচ্ছা সুপারিশ করো।
কারণ তুমি যার জন্য আজ সুপারিশ করবে তার জন্য আজ তোমার সুপারিশ কবুল করা হবে।
এই সময় ত মা বাবার জন্য কতটা গর্বের হবে
শায়খুল হাদীস জাকারিয়া রঃ, আশরাফ আলী থানবী রঃ তাদের কিতাব পরে
কত মানুষ উপকৃত হয়েছে, এখনো হচ্ছে, ভবিষ্যতে হবে।
তাদের ইলম দ্বারা কত মানুষ ফায়দা পেয়েছে একটু চিন্তা করুন।
বিচার দিবসে যখন বিরাট বড় দল তাদের দ্বারা উপকৃত হয় জান্নাতে প্রবেশ করতে দেখা যাবে,
তখন তাদের মা বাবার মর্যাদা কতখানি উচুঁ হবে একটু কল্পনা করুন।
সুতরাং নিজের সন্তানের জন্য বদ দোয়া না করে নেক দোয়া করুন, এতে উভয়ের দুনিয়া ও আখেরাতে অনেক কল্যাণ হবে।
তিন ব্যাক্তির দোয়া কখনো ফিরত আসে না
- কোরআনের হাফেজের দোয়া
- মা বাবার দোয়া
- ন্যায় পরায়ন বাদশার দোয়া
আল্লাহ রাব্বুল আলামীন আমাদেরকে তার উপর আমল করার তাওফীক দান করুন। আমীন।
MuslimBD24.Com Islamic blog site Bangladesh

