Breaking News
Home / মাতা/পিতা / পিতা মাতার সেবা করা উচ্চস্তরের ইবাদত

পিতা মাতার সেবা করা উচ্চস্তরের ইবাদত

(বিডি২৪ডটকম)

পিতা মাতার সেবা প্রদান সর্বোচ্চ ইবাদত

র খেদমত করা' উচ্চ ্তরের

 

আল্লাহ তাআলা বলেন

, ﻭَﻭَﺻَّﻴْﻨَﺎ

ﺍﻟْﺈِﻧْﺴَﺎﻥَ ﺑِﻮَﺍﻟِﺪَﻳْﻪِ ﺣَﻤَﻠَﺘْﻪُ ﺃُﻣُّﻪُ ﻭَﻫْﻨﺎً ﻋَﻠَﻰ ﻭَﻫْﻦٍ ﻭَّﻓِﺼَﺎﻟُﻪُ ﻓِﻲْ

ﻋَﺎﻣَﻴْﻦِ ﺃَﻥِ ﺍﺷْﻜُﺮْ ﻟِﻲْ ﻭَﻟِﻮَﺍﻟِﺪَﻳْﻚَ ﺇِﻟَﻲَّ ﺍﻟْﻤَﺼِﻴْﺮُ .

 

‘আর

আমি মানুষ তার পিতা-মাতার

সাথে সদ্ব্যবহারের নির্দেশ

দিয়েছি। তার মাতা তাকে কষ্টের

পর কষ্ট স্বীকার করে গর্ভে ধারণ

করেছে। তার দুধ ছাড়ানো হয়

দু'বছরে। নির্দেশ দিয়েছি যে,

আমার প্রতি ও তোমার পিতা-

মাতার প্রতি কৃতজ্ঞ হও। অবশেষে

আমারই নিকট ফিরে আসতে '

(লোক্বমান ১৪) ।

 

আবু হুরায়রা (রাঃ) বর্ণনা করেছেন,

 

ﺟَﺎﺀَ ﺭَﺟُﻞٌ ﺇِﻟَﻰ ﺭَﺳُﻮْﻝِ ﺍﻟﻠﻪِ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻓَﻘَﺎﻝَ ﻳَﺎ

ﺭَﺳُﻮﻝَ ﺍﻟﻠَّﻪِ ﻣَﻦْ ﺃَﺣَﻖُّ ﺑِﺤُﺴْﻦِ ﺻَﺤَﺎﺑَﺘِﻰ ﻗَﺎﻝَ ﺃُﻣُّﻚَ. ﻗَﺎﻝَ ﺛُﻢَّ

ﻣَﻦْ ﻗَﺎﻝَ ﺃُﻣُّﻚَ. ﻗَﺎﻝَ ﺛُﻢَّ ﻣَﻦْ ﻗَﺎﻝَ ﺃُﻣُّﻚَ . ﻗَﺎﻝَ ﺛُﻢَّ ﻣَﻦْ ﻗَﺎﻝَ ﺛُﻢَّ

ﺃَﺑُﻮﻙَ.

 

‘একদিন একজন লোক রাসূলুল্লাহ

সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া

সাল্লাম এর দরবারে হাযির হয়ে

আরয করল, হে আল্লাহর রাসূল- আমার কাছে সবচেয়ে

উত্তম ব্যবহার পাওয়ার অধিকারী

কে? তিনি বললেন, তোমার মা।

লোকটি জিজ্ঞেস করল, তারপর

কে? তিনি বললেন, তোমার মা। সে

লোকটি আবারও প্রশ্ন করলো,

তারপর কে? তিনি বললেন, তোমার

মা। লোকটি আবারও জিজ্ঞেস

করল, তারপর কে? তিনি বললেন,

তারপর তোমার পিতা' (বুখারী

হা/৫৯৭১; মিশকাত হা/৪৯১১) ।

 

নবীজী আরও বলেন

 

, ﺭَﻏِﻢَ ﺃَﻧْﻒُ ﺛُﻢَّ ﺭَﻏِﻢَ ﺃَﻧْﻒ

ُ ﺛُﻢَّ

ﺭَﻏِﻢَ ﺃَﻧْﻒُ . ﻗِﻴﻞَ ﻣَﻦْ ﻳَﺎ ﺭَﺳُﻮﻝَ ﺍﻟﻠﻪِ ﻗَﺎﻝَ ﻣَﻦْ ﺃَﺩْﺭَﻙَ ﺃَﺑَﻮَﻳْﻪِ ﻋِﻨْﺪَ

ﺍﻟْﻜِﺒَﺮِ ﺃَﺣَﺪَﻫُﻤَﺎ ﺃَﻭْ ﻛِﻠَﻴْﻬِﻤَﺎ ﻓَﻠَﻢْ ﻳَﺪْﺧُﻞِ ﺍﻟْﺠَﻨَّﺔَ . ‘

 

ঐ লোক

হতভাগ্য! ঐ লোক হতভাগ্য! ঐ লোক

হতভাগ্য! জিজ্ঞেস করা হ'ল, হে

আল্লাহর রাসূল ! কার শানে

একথা বললেন? নবী করীম

বললেন, যে লোক পিতা-মাতার

একজন কিম্বা দু'জনকে তাদের বৃদ্ধ

বয়সে পেল অথচ ে দাখিল

হল না, সে হতভাগ্য'

(মুসলিম ২৫৫১) ।

অর্থাৎ তাদের সাথে সে ভাল ব্যবহার করলে সে জান্নাতে যেত। সে জান্নাত

পেয়েও জান্নাতে গেল না, সে বড়

হতভাগ্য।

 

আমরা পিতা-মাতার

সঙ্গে সন্তোষজনক ব্যবহারের

মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের

চেষ্টা করব ইনশাআল্লাহ্

আরো পড়ুন 👉কিয়ামতের আলামত পিতাকে দূরে টেলে দিয়ে বন্ধুদের কাছে আনা, পিতা-মাতার হক ১৪টি, মুসলিম হয়েও যারা জান্নাতে প্রবেশ করতে পারবেন না

About আবদুল্লাহ আফজাল

হাফিজ মাওঃ মুহাম্মাদ আব্দুল্লাহ আফজাল। ২০১২ সনে হিফজ সম্পন্ন করেন। উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন২০১৬ সনে। দাওরায়ে হাদিস (মাস্টার্স) সম্পন্ন করেন ২০২০ সনে। ঠিকানা: বালাগঞ্জ, সিলেট। মোবাইল নাম্বার: 9696521460 ইমেইল:hafijafjal601@gmail.com সকল আপডেট পেতে এবং ওয়েবসাইটে লিখা পাঠাতে ফেসবুক পেজ👉MD AFJALツ ফলো করুন।

Check Also

পিতার খেদমত করার আশ্চর্য পরিনাম

পিতার খেদমত করার আশ্চর্য পরিনাম

(মুসলিমবিডি২৪ডটকম) পিতার খেদমত করার আশ্চর্য পরিনাম হযরত তাউস রহঃ বলেন, একটি লোকের চারটি পুত্র ছিল। …

Powered by

Hosted By ShareWebHost