Breaking News
Home / মাতা/পিতা / মাতা পিতার অবাধ্যতা

মাতা পিতার অবাধ্যতা

(বিডি২৪ডটকম)

পিতা মাতার অবাধ্যতা
Edit by afjol

সমস্থ প্রশংসা পাকের জন্য যিনি আমাদেরকে সর্বোত্তম অবয়বে সৃষ্টি করেছেন ৷

 

দুরুদ ও সালাম বর্ষিত হোক উম্মী নবী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সা: ও তার সাহাবা গনের উপর ৷

 

 প্রিয় ক/পাঠিকা

 

আজকে আমাদের আলোচ্য বিষয় পিতা মাতার অবাধ্যতা ে ৷

 

বন্ধুগন, আজকে আমাদের সমাজে পিতা-মাতার অবাধ্যতার ব্যাধিটি ব্যাপক রুপ নিতে চলেছে ৷

 

নিজের বন্ধু বান্ধবদের সাথে কত মিষ্টি র সম্পর্ক আর নিজের পিতা মাতার সাথে কাজের লোকের মত আচরণ করা হয় ৷

 

অথচ আল্লাহ তায়ালা পিতা-মাতার আদব, সম্মান এবং তাদের সাথে সদ্ব্যহার করাকে নিজ ইবাদতের সাথে একত্রিত করে ফরজ করেছেন

 

যেমন সুরা লোকমানের 14নং আয়াতে আল্লাহ পাক বলেন

 

(أن اشكرلى ولوالديك)

 

অর্থাৎ ,আমার শোকর কর এবং পিতা-মাতারও ৷

সুরা বনী ইসরাঈলের 23 নাম্বার আয়াতে আল্লাহ পাক বলেন,তোমার পালনকর্তা আদেশ করেছেন যে,

 

তাঁকে ছাড়া অন্য কারও ইবাদত করোনা ৷ এবং পিতা মাতার সাথে সদ্ব্যহার কর ৷

 

হাদিসে এসেছে

  قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : ” إِنَّ اللَّهَ حَرَّمَ عَلَيْكُمْ عُقُوقَ الْأُمَّهَاتِِ “(رواه البخاري ٢٤٠٨ و مسلم ٥٩٣)

 

রাসুলুল্লাহ সা:ইরশাদ করেন,আল্লাহ তা'য়ালা তোমাদের জন্য মায়েদের অবাধ্যতা করাকে করেছেন (বুখারি 2408 , মুসলিম 593)

 

আর আল্লাহ পাকের আদেশ অমান্য করা যে কত বড় অপরাধ তা সকলেরই জানা ৷

 

বায়হাকি শরিফের এক হাদিসে এসেছে, হযরত আবু বকরা রাযি:থেকে বর্ণিত রাসুলুল্লাহ সা:ইরশাদ করেন,

 

সমস্থ গুনাহই আল্লাহ তা'য়ালা ইচ্ছা করলে করে দিবেন তবে পিতা-মাতার অবাধ্যতার গুনাহ তিনি মাফ করবেন না ৷

 

অন্য এরেক হাদিসে এসেছে হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাযি:থেকে বর্ণিত রাসুলুল্লাহ সা: ইরশাদ ফরমান,

 

অনুগ্রহ করে খোটাদানকারী, পিতা-মাতার অবাধ্যতা কারী, ও মদ্যপানে আসক্ত ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না (সুনানে নাসায়ী ও সুনানে দারেমী)

 

সুবহানাল্লাহ, আমাদের জীবণ ,মরণ যেই জান্নাতের জন্য,এত দুঃখ, কষ্ট যেই উদ্যানের জন্য মা-বাবার অবাধ্যতা করলে সেটাই পাওয়া যাবেনা! এর থেকে বড় ধমকি আর কি হতে পারে?

 

সুনানে ইবনে মাজাহ এর এক হাদিসে এসেছে হযরত আবু উমামা রাযি:থেকে বর্ণিত এক ব্যক্তি রাসুল সা:কে জিজ্ঞাসা করল,

 

হে আল্লাহর রাসুল,সন্তানের উপর পিতা-মাতার কি হক্ব রয়েছে? তিনি বললেন তারাই তোমার জান্নাত এবং জাহান্নাম ৷

অর্থাৎ তুমি যদি তাদের সাথে উত্তম ব্যবহার কর তাহলে তুমি জান্নাতে যেতে পারবে,

 

আর যদি তাদের সাথে খারাপ ব্যবহার কর তাহলে তুমাকে জাহান্নামে প্রবেশ করতে হবে ৷

 

হে আমার যুবক ভাইয়েরা তুমি আর কত তোমার ধ্বংশের দিকে হাঁটবে?

 

আর কত জাহান্নামের পথে অগ্রসর হবে?এবার একটু থাম!পিছনের দিকে ফিরে তাকাও!মা-বাবার অবাধ্যতা ছাড় ৷

 

আসো!আজ থেকে প্রতিজ্ঞা করি আর কোনদিন র অবাধ্যতা করব না ৷

 

আল্লাহ পাক তোমাকে জাহন্নাম থেকে মুক্তি দান করবেন ও জান্নাত দান করবেন ইনশাআল্লাহ ৷

 

মহান রব তোমাকে, আমাকে, সবাইকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দান করুন ৷ আমীন!!

 

وآخر دعوانا ان الحمد لله رب العلمين

আরো পড়ুনঃ পিতা মাতার সেবা করা উচ্চস্তরের ইবাদত, পিতার খেদমত করার আশ্চর্য পরিনাম, পিতা-মাতার হক ১৪টি,

About আবদুল্লাহ আফজাল

হাফিজ মাওঃ মুহাম্মাদ আব্দুল্লাহ আফজাল। ২০১২ সনে হিফজ সম্পন্ন করেন। উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন২০১৬ সনে। দাওরায়ে হাদিস (মাস্টার্স) সম্পন্ন করেন ২০২০ সনে। ঠিকানা: বালাগঞ্জ, সিলেট। মোবাইল নাম্বার: 9696521460 ইমেইল:hafijafjal601@gmail.com সকল আপডেট পেতে এবং ওয়েবসাইটে লিখা পাঠাতে ফেসবুক পেজ👉MD AFJALツ ফলো করুন।

Check Also

পিতা মাতার সেবা প্রদান সর্বোচ্চ ইবাদত

পিতা মাতার সেবা করা উচ্চস্তরের ইবাদত

(মুসলিমবিডি২৪ডটকম) ‘পিতা-মাতার খেদমত করা' উচ্চ স্তরের ইবাদত   আল্লাহ তাআলা বলেন , ﻭَﻭَﺻَّﻴْﻨَﺎ ﺍﻟْﺈِﻧْﺴَﺎﻥَ ﺑِﻮَﺍﻟِﺪَﻳْﻪِ …

Powered by

Hosted By ShareWebHost