Breaking News
Home / আল হাদীস / প্রতিবেশীদের সাথে আচরণ এবং তাদের প্রতি কর্তব্য

প্রতিবেশীদের সাথে আচরণ এবং তাদের প্রতি কর্তব্য

(MuslimBD24.Com)

প্রতিবেশীদের হকের গুরুত্ব:

উম্মুল মু'মিনিন হযরত আয়শা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত: রাূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন।

জিব্রাইল আলাইহিস প্রতিনিয়তই আমাকে প্রতিবেশীর হক ে এমন তাগিদ দিচ্ছিলেন যে,

আমার ধারণা জন্মেছিল হয়তো এমন হুকুম  দিয়ে দিবেন যে

যেন আমি প্রতিবেশীকে আমার সম্পত্তি হতে ভাগ দেই।

সৎ প্রতিবেশী সৌভাগ্যের প্রতীক

হযরত নাফে' রাযিু আনহু নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেন

তিনি বলেছেন তিনটি জিনিস দের সৌভাগ্যের প্রতীক: ১. প্রশস্ত বাসস্থান ২. সৎ প্রতিবেশী ৩.উত্তম বাহন।

প্রতিবেশীরা ভালো মন্দের সাক্ষী

হযরত আব্দুল্লাহ ইবনে মাস রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত

এক ব্যক্তি নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট আরজ করলেন

হে রাসূল! আমি ভালো করছি না মন্দ করছি তা আমি কি করে জানব?

নবী করিম সাঃ বললেন: যখন তোমার প্রতিবেশীদের বলতে শুনবে যে তুমি ভালো করেছো,

তবে মনে করবে আসলেই তুমি ভালো করেছো।

আর যখন প্রতিবেশী বলবে তুমি মন্দ করছো তখন মনে করবে ঠিকই তুমি মন্দ করেছো।

প্রতিবেশীদেরকে কষ্ট দেয়া মারাত্মক গুনাহ 

হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তা'আলা আনহু হইতে বর্ণিত:

“একদা রাসুলুল্লাহ সাঃ বলেন আমি আল্লাহর কসম করে বলছি সে লোকটি কিছুতেই ঈমানদার নয়”

(এভাবে তিনবার বললেন)

জিজ্ঞাসা করা হলো হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম!

এমন হতভাগা লোকটি কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন,

যার অনিষ্ট হতে তাঁর প্রতিবেশী নিরাপদ থাকে না।

হযরত আবু হুরায়রা হইতে বর্ণিত:

একজন লোক রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে নিবেদন করলেন:

হে আল্লাহর রাসূল! অমুক মহিলা অধিক , রোজা, এবং দান খয়রাতের জন্য বিখ্যাত,

কিন্তু সে তার প্রতিবেশীদেরকে জিব্বা দ্বারা কষ্ট দেয়,রাসূলুল্লাহ সাঃ বললেন সে জাহান্নামী।

লোকটি আবার বলল আরেক মহিলা যে নফল নামাজ/ রোজা কম রাখে দান সদকা ও কম করে

কিন্তু সে তার প্রতিবেশীদের কে  মুখ দ্বারা কষ্ট দেয় না

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে জান্নাতী

প্রতিবেশীদেরকে হাদিয়া প্রদান করা:

হযরত আবু যার (রাযি:) হতে বর্ণিত রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন

যখন তুমি তরকারি াবে তখন তাতে কিছু অতিরিক্ত ঝোল দিবে,

যাতে তাথেকে কিছু অংশ তোমার প্রতিবেশীকে হাদিয়া দিতে পারো।

হযরত আবু হুরায়রা হতে বর্ণিত: একদা রাসুলুল্লাহ জিজ্ঞেস করলেন:

আল্লাহর রাসূল  আমার দুজন প্রতিবেশী আছে।

এর মধ্য হতে কাকে আমি হাদিয়া প্রদানের ব্যাপারে প্রাধান্য দিব?

রাসূলুল্লাহ বললেন দরজার দিক দিয়ে যে তোমার বেশি নিকটবর্তী তাকে দিবে।

 

 

 

 

About Muhammad abdal

আমি মুহাম্মদ আব্দুর রহমান আবদাল।দাওরায়ে হাদীস (মাস্টার্স) সম্পন্ন করেছি ২০২১ ইংরেজি সনে । লেখালেখি পছন্দ করি।তাই সময় পেলেই লেখতে বসি। নিজে যা জানি তা অন্যকে জানাতে পছন্দ করি,তাই মুসলিমবিডি ওয়েব সাইটে লেখা প্রকাশ করি। ফেসবুকে ফলো করুন👉 MD ABDALツ

Check Also

কেন মানুষের অন্তর কঠোর হয়

যেসব কারণে অন্তর শক্ত হয়

কলব মানুষকে নিয়ন্ত্রণ করে। সুস্থ কলব মানুষকে কল্যাণের পথদেখায়। আর অসুস্থ কলব মানুষকে কুপথে নিয়ে …

Powered by

Hosted By ShareWebHost