Breaking News
Home / বিশ্লেষণ ও গবেষণামূলক / হিফজ বিভাগের ছাত্রদের সবক দ্রুত মুখস্থ করার সহজ পদ্ধতি

হিফজ বিভাগের ছাত্রদের সবক দ্রুত মুখস্থ করার সহজ পদ্ধতি

(২৪ডটকম)

হিফজ বিভাগের ছাত্রদের জন্য দ্রুত সবক মুখস্থ করার সহজ পদ্ধতি

সবক মুখস্ত করার ৩ টি রয়েছে।এখানে পদ্ধতির ৬ টি ধাপ আলোচনা করব ইনশা

১ম ধাপ

যতটুকু মুখস্ত করবে সেটুকু সর্বনিম্ন ১৫-২০ বার দিনের বেলা নাজারা করতে বলুন।

২য় ধাপ

সন্ধ্যা পর ওইটুকু আরও ২ বার নাজারা করবে।অতঃপর প্রথম াতকে শব্দে শব্দে ভেংগে পড়বে (যেমন দুই পারার পহেলা পৃষ্ঠা

سيقول السفهاء .سيقول السفهاء.سيقول  السفهاء)

এভাবে বারর বার পড়ার পর দ্বিতীয় শব্দ(من الناس .من الناس .من الناس)

বার বার পড়ার পর যখন দুই শব্দ ক্লিয়ার তখন দু'নো শব্দ একসাথে

(سيقول السفهاء من الناس. سيقول السفهاء من الناس. سيقول السفهاء من الناس. )

বার বার পড়ার পর যখন দুনো শব্দ ক্লিয়ার হয়ে যাবে তখন পরের শব্দ (ما والهم. ما والهم. ما والهم)

বার বার পড়ার পর ক্লিয়ার হয়ে গেলে পুরো তিন শব্দ একসাথে

(سيقول السفهاء من الناس ما والهم. سيقول السفهاء من الناس ما والهم. )

বার বার পড়ে ক্লিয়ার হওয়ার পর চতুর্থ শব্দ এরকম করে করে পুরো আয়াত হওয়ার পর পুরো আয়াত আবার একসাথে বার বার পড়তে হবে।

পুরো আয়াত ক্লিয়ার হয়ে গেলে দ্বীতিয় আয়াত আবার আগের নিয়মে ভেংগে ভেংগে পড়তে হবে।

এভাবে দ্বীতিয় আয়াত হয়ে গেলে।

আবার দুনো আয়াত একসাথে বার বার পড়তে হবে।

বার বার পড়ার পর ক্লিয়ার হয়ে গেলে তৃতীয় আয়াত আবার ভেংগে ভেংগে পড়তে হবে।ক্লিয়ারহয়ে গেলে।

আবার তিন আয়াত একসাথে পড়তে হবে।৩ আয়াত ক্লিয়ার হয়ে গেলে চতুর্থ আয়াত

এভাবেই পুরো পৃষ্টা পড়তে হবে।

এরপর পুরো পৃষ্টা একসাথে বার বার পড়ে পুরোপুরি ক্লিয়ার করতে হবে।

৩য় ধাপ

শোয়ার পুর্বে দু রাকাত নফল নামাযে সবক পৃষ্টাটি তারতিলের সহিত মনযোগ দিয়ে পড়ে নিবে।

সবক শোনানোর পর ২ রাকাত ও মাগরিবের ২ রাকাত সুন্নাত আরও ২ বার সবকের পৃষ্ঠা তেলাওয়াত করে নিবে।

৪র্থ ধাপ

বিছানা করার পর বিছানায় বসে বসে মনযোগ দিয়ে মনে মনে পৃষ্টাটি একবার পড়ে শুইবে।

কোথাও বাধলে সাথে সাথে কোর'আন শরিফ খুলে সেই জায়গাটি দেখে তারপর তেলাওয়াত করে শুইয়ে পড়বে।

৫ম ধাপ

ঘুম থেকে জাগার পর চোখ মুচড় দিয়ে বিছানায় বসে বসে মনে মনে আবার পড়ে নেবে।

৬ষ্ঠ ধাপ

এরপর ক্লাসে বসে কয়েকবার পড়ে ক্লিয়ার করে উচ্চসরে পুর্ন তারতিলের সহিত উস্তাদের নিকট শুনাবে।

এভাবে সবক মুখস্ত করতে সর্বোচ্চ ২থেকে আড়াই ঘন্টা লাগবে।

এটিই আমার বা আমার শায়েখদের কাছে সর্বোত্তম পদ্ধতি।

ইনশাআল্লাহ এভাবে সবক মুখস্ত করার পর সাত সবক আমুখতা বা তেলাওয়াত ছাড়াও কমপক্ষে ২ মাস পর্যন্ত পুর্ন ইয়াদ থাকবে।

বি.দ্র. ধারবাহিক প্রতিটি ধাপ পেতে প্রতিদিন ভিজিট করুন এই ওয়েবসাইটে।

About আবদুল্লাহ আফজাল

হাফিজ মাওঃ মুহাম্মাদ আব্দুল্লাহ আফজাল। ২০১২ সনে হিফজ সম্পন্ন করেন। উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন২০১৬ সনে। দাওরায়ে হাদিস (মাস্টার্স) সম্পন্ন করেন ২০২০ সনে। ঠিকানা: বালাগঞ্জ, সিলেট। মোবাইল নাম্বার: 9696521460 ইমেইল:hafijafjal601@gmail.com সকল আপডেট পেতে এবং ওয়েবসাইটে লিখা পাঠাতে ফেসবুক পেজ👉MD AFJALツ ফলো করুন।

Check Also

হাদিয়া ও ঘুষের মধ্যে পার্থক্য কী?

(Muslimbd24.com) হাদিয়া ও ঘুষ এক নয়, হাদিয়া ও ঘুষের মধ্যে পার্থক্য বিরাট। হাদিয়া বা উপহার …

Powered by

Hosted By ShareWebHost