Breaking News
Home / চিকিৎসার উত্তম পন্থা / দাঁতের ব্যথায় কার্যকরী ট্যাবলেট

দাঁতের ব্যথায় কার্যকরী ট্যাবলেট

(মুসলিম বিডি টুয়েন্টিফোর ডটকম)

দাঁতের ব্যথায় কার্যকরী ট্যাবলেট

সুপ্রিয় ক/পাঠিকা

আজ আমি আপনাদের নিকট এমন একটি বিষয় শেয়ার করছি যা প্রত্যের জন্য অত্যন্ত জরুরি।

আমি একটি কার্যকরী টেবলেট নিয়ে আলোচনা করব।

যে ট্যাবলেট সেবন করে আমি নিজেই উপকৃত হয়েছি।

তাই ভাবলাম আপনাদের নিকট শেয়ার করে দেই।

যাতে করে আপনারা উপকৃত হতে পারেন।

যারা দীর্ঘদিন ধরে দাঁতের ব্যথায় অনেক কষ্ট করছেন,

তার কোন সমাধান পাচ্ছেন না, তাদের জন্য আজকের এই পোস্ট।

আজ আমি আপনাদের নিকট যে টেবলেটের রি দিব সেটি হল,  ইটোরিকক্সিব  যার ইংরেজি হল  Etorix 

মার্কেটে এই ট্যাবলেটটি তিনভাবে পাওয়া যায়।

৬০ এমজি প্রতি ইউনিট প্রাইস সাত টাকা, ৯০ এমজি ইউনিট প্রাইস ১২ টাকা এবং ১২০ এমজি প্রতি ইউনিট প্রাইস ১৫ টাকা করে।

কোন কোন উপসর্গে এটি সেবন করবেন 

ইটোরিকক্সিব নিম্নোক্ত উপসর্গে নির্দেশিত-

অস্টিওআর্থ্রাইটিস

রিওমাটরয়েড আর্থ্রাইটিস

এঙ্কাইলোজিং স্পনডাইলাইটিস, এবং

একিউট গাউটিআথ্রাইটিস সহ বিভিন্ন রোগের বেদনাদায়ক এবং জ্বালাপোড়া উপসর্গে।

সার্জারী পরবর্তী দাঁতের ব্যথায় স্বল্প ের জন্য নির্দেশিত।

কারা এই ট্যাবলট সেবন করবেন 

প্রাপ্ত বয়স্ক ও ১৬ বছরের ঊর্ধ্বে-

অস্টিওআথ্রাইটিস: নির্দেশিত মাত্রা ৩০ মিগ্রা দিনে এক বার। পর্যাপ্ত পাওয়া না গেলে,

কিছু কিছু রোগীদের বেলায় মাত্রা বৃদ্ধি করে ৬০ মি.গ্রা. দিনে এক বার গ্রহণে কাঙ্খিত াফল পাওয়া যায়।

 

রিউমাটয়েড অস্টিওআথ্রাইটিস: নির্দেশিত মাত্রা ৯০ মিগ্রা দিনে এক বার।

 

এঙ্কাইলোটিজং স্পনডাইলাইটিস: নির্দেশিত মাত্রা ৯০ মিগ্রা দিনে এক বার।

 

একিউট গাউটিআথ্রাইটিস: নির্দেশিত মাত্রা ১২০ মিগ্রা দিনে এক বার।

 

সার্জারী পরবর্তী দাঁতের ব্যাথা: নির্দেশিত মাত্রা ৯০ মিগ্রা দিনে এক বার যা সবোর্চ্চ ৩ দিনের মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত ।

চিকিৎসকের পরামর্শ মোতাবেক ঔষধ সেবন করুন'

প্রতিনির্দেশনা

যে সমস্ত রোগী ইটোরিকক্সিবের প্রতি অতিসংবেদনশীল তাদের ক্ষেত্রে

পরিপাকতান্ত্রিক ক্ষত কিংবা রক্তক্ষরনের ইতিহাস থাকলে,

হাঁপানীর পূর্ব ইতিহাস থাকলে; একিউট রাইনাইটিস,

নাজাল পলিপ্‌স, এনজিওনিউরেটিক ইডিমা, আর্টিকারিয়া,

এসিটাইলসেলিসাইলিক এসিড বা ককস্-২ সহ যে কোন এনএসআইডি গ্রহণে এলার্জি পরিলক্ষিত হলে;

গর্ভাবস্থায় এবং স্তন্যকালে; যকৃত ও বৃক্কের অসমকার্যকারিতায়;

ও ১৬ বছরের নীচের কৈশোর; অন্ত্রের ইনফ্লাম্যাটরি ডিজিসে; কনজেসটিভ হার্ট ফেইলিওর; অতিরিক্ত উচ্চরক্তচাপ যাদের সার্বক্ষনিক ১৪০/৯০ এমএম পারদ থাকে এবং নিয়ন্ত্রন করতে সমস্যা হয়; প্রতিষ্ঠিত ইসকিমিক হার্ট ডিজিস, পেরিফেরাল আর্টারিয়াল ডিজিস, এবং সেরিব্রোভাসকুলার ডিজিসে ইটোরিকক্সিব প্রতিনির্দেশিত।

 

 

About আবদুল্লাহ আফজাল

হাফিজ মাওঃ মুহাম্মাদ আব্দুল্লাহ আফজাল। ২০১২ সনে হিফজ সম্পন্ন করেন। উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন২০১৬ সনে। দাওরায়ে হাদিস (মাস্টার্স) সম্পন্ন করেন ২০২০ সনে। ঠিকানা: বালাগঞ্জ, সিলেট। মোবাইল নাম্বার: 9696521460 ইমেইল:hafijafjal601@gmail.com সকল আপডেট পেতে এবং ওয়েবসাইটে লিখা পাঠাতে ফেসবুক পেজ👉MD AFJALツ ফলো করুন।

Check Also

সুস্থ থাকতে দৈনিক কতটুকু হাটা জরুরি

সুস্থ থাকার জন্য দৈনিক কতটুকু হাটা জরুরি

(মুসলিমবিডি২৪ডটকম) হাঁটা এমন একটি ব্যায়াম যা সব বয়সের জন্যই চলে। এর উপকারিতাও অনেক। নিয়মিত হেঁটেই …

Powered by

Hosted By ShareWebHost