Breaking News
Home / নামাজ / নামাজ শুরু করার পর যে ছয়টি মাসআলা লক্ষণীয়

নামাজ শুরু করার পর যে ছয়টি মাসআলা লক্ষণীয়

(মুসলিমবিডি২৪ডটকম) 

নামাজের ভিতরে ছয় ফরজ

এক. তাকবীরে তাহরী বলা

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন تحريمها الكبير و تحليلها التسليم অর্থাৎ তাকবীরে তাহরীমা(াযের পরিপন্থী)  সকল হারাম করে দেয়,আর সালাম তা হালাল করে দেয়।

(তিরমিজি, ইবনে মাজাহ,মুসনাদে আহমাদ,দারীমী)

আরো পড়ুন👉সকল ফরজ নামাজ কিভাবে আদায় করবেন 

দুই. দাড়িয়ে নামাজ

আল্লাহ তা'য়ালা বলেন,قوموا لله قٰنتين অর্থ তোমরা  আল্লাহর জন্য  ধীরস্থিরভাবে  দাড়াও অর্থাৎ  ধীরস্থিরভাবে দাড়িয়ে নামাজ পড়ো।

(সূরা বাক্বারা াত নং ২৩৮)

তিন. কিরআত পড়া

আল্লাহ তায়ালা বলেন, فاقرءوا ما تيسر منه  অর্থ তার (কোরআনের)যা পাঠ করা স হয় তোমরা তা পাঠ কর।

(সূরা মুজ্জাম্মিল  আয়াত নং ২০)

আড়ো পড়ুন👉নামাজের মাসনূন ক্বেরাত সমূহ 

চার.রুকু করা

আল্লাহ তায়ালা বলেন  و اركعوا  তোমরা  রুকু কর।   (সূরা হজ্জ আয়াত নং ৭৭)

পাঁচ.  করা

আল্লাহ তায়ালা বলেন  و اسجدوا তওমরা সিজদাহ কর।  (সুরা হজ্জ  আয়াত নং ৭৭)

ছয়. শেষ করা

রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন  اذا رفع الرجل رأسه من آخر ااسجدة و قعد قدر التشهد فقد تمت صلاته

অর্থ. নামাজি ব্যক্তি  শেষ সিজদাহ থে  মাথা তোলার পর,যদি তাশাহুদ পরিমান বসে,তাহলে তার নামাজ পূর্ণ হয়ে যাবে।

আড়ো পড়ুন👉নামাজ পড়াকালীন রাকাত নিয়ে সংশয়ে পড়লে কি করবেন? 

About আবদুল্লাহ আফজাল

হাফিজ মাওঃ মুহাম্মাদ আব্দুল্লাহ আফজাল। ২০১২ সনে হিফজ সম্পন্ন করেন। উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন২০১৬ সনে। দাওরায়ে হাদিস (মাস্টার্স) সম্পন্ন করেন ২০২০ সনে। ঠিকানা: বালাগঞ্জ, সিলেট। মোবাইল নাম্বার: 9696521460 ইমেইল:hafijafjal601@gmail.com সকল আপডেট পেতে এবং ওয়েবসাইটে লিখা পাঠাতে ফেসবুক পেজ👉MD AFJALツ ফলো করুন।

Check Also

নফল নামাজের গুরুত্ব ও ফায়দা

নফল নামাজের গুরুত্ব ও ফায়দা

(মুসলিমবিডি২৪ডটকম) ফরজ নামাজের ব্যাপারে আল্লাহর কাছে পুঙ্খানুপুঙ্খ হিসাব দিতে হবে। এই হিসাবে পার হতে না …

Powered by

Hosted By ShareWebHost