Breaking News
Home / নামাজ / জামাতের গুরুত্ব ও ফজিলত

জামাতের গুরুত্ব ও ফজিলত

(বিডি২৪ডটকম)জামাতের গুরুত্ব ও ফজিলত

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জামাতের সহিত নামাজ আদায় করা একাকী নামাজ পড়া হইতে সাতাইশ গুন বেশি উত্তম। (সহীহ বুখারী)

এক হাদীসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মানুষ যখন উত্তমরূপে ওযু করিয়া মসজিদের দিকে রওয়ানা হয়,

তখন প্রতি কদমে তাহার একটি করে নেকী বৃদ্ধি পায় এবং একটি করে গুনাহ মাফ হইয়া যায়।

যতক্ষণ নামাজের অপেক্ষায় থাকিবে, ততক্ষণ নামাজের সওয়াব পাইতে থাকিবে।

নামাজান্তে (জামাতের পর) সেই স্থানে অবস্থান করিলে ফেরেশতাগণ তাহার মাগফিরাতের এবং রহমতের জন্য দোয়া করিতে থাকেন।

জামা'আতের সম্পর্কে আরো বহু হাদিস বর্ণিত হয়েছে। সুতরাং কোনমতেই জামাত ছাড়া যাবে না।

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের এক হাদিসে বলেন, যাহার হাতে আমার জীবন সেই ! আমার হয় যে,

লোকদিগকে কাঠ সংগ্রহ করিতে বলি, তারপর নামাজের জন্য আজানের নির্দেশ দেই, অতঃপর একজনকে নামাজ পড়াইতে দিই।

যখন নামাজ শুরু হয়ে যায় তখন আমি ঐ লোকদের কাছে যাই যাহারা নামাজের জামাতে শরিক হয় নাই, অতঃপর আমি তাহাদের গৃহ আগুন দ্বারা জ্বালাইয়া দেই।

About Hafij Khijir

আমার নাম হাফিজ খিজির আহমদ। ঠিকানা. সিলেট, বাংলাদেশ। আমি কওমি মাদ্রাসার অধ্যায়নরত একজন ছাত্র। আমার ধর্ম ইসলাম । আর আমি এই ইসলাম সম্পর্কে জানতে শিখতে ও শিখাতে ভালোবাসি। আমি যা জানি তা জানাই, এবং যা জানিনা তা জানার চেষ্টা করি ও করতেছি।উদ্দেশ্য একটাই আল্লাহ এবং আল্লাহ তাআলার রাসুলের সন্তুষ্টি অর্জন ।

Check Also

অনাদায়ি নামাজের ফিদিয়া

অনাদায়ি নামাজের ফিদিয়া

(মুসলিমবিডি২৪ডটকম) ফিদিয়া  বলা হয় কোন কিছুর বদলকে, যার দ্বারা অন্য কোন শরয়ী দায়িত্ব থেকে অব্যাহতি …

Powered by

Hosted By ShareWebHost