Breaking News
Home / দোয়া/প্রার্থনা / তওবা করার শর্ত কী?

তওবা করার শর্ত কী?

(২৪.কম)

তওবা করার শর্ত কী?

بسم الله الرحمن الرحيم

্যু ঘনিয়ে আসার সময় তওবা করলে তওবা কবুল হবে কি?

তওবা কবুলের জন্য তিনটি শর্ত পূরণ করতে হবে (১) একত্র আল্লাে সন্তুষ্ট করার উদ্দেশ্যেই তওবা হতে হবে।

(২) কৃত ের জন্য অনুতপ্ত হতে হবে। (৩) পুনরায় সে গুনাহে জড়িত না হওয়ার দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে।

আর যদি পাপটি বান্দার সাথে যুক্ত হয় তাহলে তা বান্দার নিকট ক্ষমা চেয়ে নিতে হবে। যেমন : সম্পদ হলে ফেরত দিতে হবে,

সামর্থ্য না হলে ক্ষমা নিতে হবে ‍ইত্যাদি (নববী, রিয়াযুছ ছালেহীন, ‘তওবা' অনুচ্ছেদ) তওবার জন্য পাঠ করতে হবে رَبِّ اغْفِرْ لِي، وَتُبْ عَلَيَّ إِنَّكَ أَنْتَ التَّوَّابُ الْغَفُورُ (মিশকাত, হা/২৩৫২)।

অথবা ‘আস্তাগফিরুল্লা-হাল্লাযী লা ইলাহা ইল্লা হুওয়াল হাইয়ুল ক্বাইয়ুম ওয়া আতূবু ইলাইহহি'

(তিরমিযী, হা/৩৫৭৭; আবূ দাঊদ, হা/১৫১৭; মিশকাত, হা/২৩৫৩)। মৃত্যু ঘনিয়ে আসার সময় তওবা করলেও তা কবুল হবে।

আব্দুল্লাহ ইবনু উমার (রাযিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন,

নিশ্চয় বান্দাহর তওবা কবুল করেন বান্দাহর রূহ কণ্ঠনালীতে আসা পর্যন্ত' (তিরমিযী হা/৩৫৩৭; ইবনু মাজাহ হা/৪২৫৩; মিশকাত, হা/২৩৪৩)।

তবে এমন ব্যক্তির তওবা কবুল হবে না যে মন্দ করতেই থাকে এবং মৃত্যুর প্রাক্কালে তওবা করে (আন-নিসা, ৪/১৮)।

আল্লাহ আমাদের দুনিয়ায় সকল মুসলমানদের আমলের তৌফিক করেন ,,,, আমিন

আরো পড়ুন

শাওয়ালের ছয় রোজা এক বছর রোজা রাখার নামান্তরমুসলমানদের প্রতি ভ্রাতৃত্ব ও সৌহার্দ্য বোধগোপন গুনাহের অভ্যাস মানুষকে ধ্বংস করে দেয়

About Mijanur Rahman Shaif

মাওঃ মিজানুর রহমান সাইফ সাহেব। একজন লেখক | সাংবাদিক | গবেষক তিনি দ্বীনের আলো মুসলিম উম্মাহর কল্যানে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে মুসলিমবিডি টুয়েন্টি ফোর ডটকমকে মাধ্যম হিসেবে ব্যবহার করে যাচ্ছেন।

Check Also

সহীহভাবে নামায আদায় না করার শাস্তি

সহীহভাবে নামায আদায় না করার শাস্তি

(মুসলিম বিডি২৪.কম) بسم الله الرحمن الرحيم সহীহভাবে নামায না পড়ার শাস্তি নিম্নে দেয়া হলো ঈমানের …

Powered by

Hosted By ShareWebHost