Breaking News
Home / রোজা / শাওয়ালের ছয় রোজা এক বছর রোজা রাখার নামান্তর

শাওয়ালের ছয় রোজা এক বছর রোজা রাখার নামান্তর

(বিডি২৪ডটকম)

শাওয়াল মাসের ছয়টি রোজা সারা বছর রোজা রাখার নামান্তর

আরবী বর্ষ পঞ্জিকার দশম মাস হলো শাওয়াল।এ মাসের বিশেষ আমল সমূহের মধ্যে অন্যতম আমল হল,ছয়টি রোজা রাখা।

হাদিসে শাওয়াল মাসের বিশেষ বর্নিত হয়েছে।

যেমনঃ  আবু আইয়ুব রাঃ বর্ণনা করেন,রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন।

অর্থাৎ যে ব্যক্তি রমজানের রোজা রাখলো,এরপর রাখলো,সে ছয় রোজা পুরো বছর রোজা রাখার নামান্তর।(১)

আবু হুরায়রা রাঃ থেকে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন,অর্থাৎ যে ব্যক্তি রমজানের রোজা রাখলো,

এরপর শাওয়াল মাসের ছয়টি রোজা রাখলো,সে যেন সারা বছর রোজা রাখলো।(২)

শাওয়াল মাসের ছয় রোজা িত  অনেক হাদিস ছড়িয়ে ছিটিয়ে রয়েছে,হাদীসের কিতাবাদির পাতায় পাতায়।

যেগুলোর মুল বক্তব্য হলো,শাওয়াল মাসে কেউ যদি ছয়টি রোজা ,তবে আল্লাহ তাআলা সারা বছর রোজা রাখার সাওয়াব দান করবেন।

এই ছয়টি রোজা ধারাবাহিকভাবে রাখতে সক্ষম না হলে,অসুবিধা নেই।

যে কোন ছয়দিন রোজা রাখলেই আদায় হয়ে যাবে।তবে হলো শাওয়াল মাসের যেকোন ছয়দিন হতে হবে।

মহান আল্লাহ তাআলা আমাদেরকে আমল তাওফিক দান করুন।আমীন।

 তথ্যাবলীঃ (১)মুসলিম শরীফ হাদিস নাম্বার ১১৬৪ (২) মুসনাদে বাযযাার হাাাদিস   নম্বর  ৮৩৩৪

লেখকঃ  ক্বারী মাওঃমিযানুর সাইফ       ইমাম ও খতীবঃ   সোনাপুর রূপাপুর কেন্দ্রীয় জামে মসজিদ। ঃ  01743259179

আরো পড়ুন👉 শবে কদর হাজার মাসের শ্রেষ্ঠ এক রাত, টাকা দ্বারা সদকায়ে ফিতর আদায় করা যাবে,
আসুন! নামাযগুলো সুন্দর করে পড়ি,

 

 

About আবদুল্লাহ আফজাল

হাফিজ মাওঃ মুহাম্মাদ আব্দুল্লাহ আফজাল। ২০১২ সনে হিফজ সম্পন্ন করেন। উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন২০১৬ সনে। দাওরায়ে হাদিস (মাস্টার্স) সম্পন্ন করেন ২০২০ সনে। ঠিকানা: বালাগঞ্জ, সিলেট। মোবাইল নাম্বার: 9696521460 ইমেইল:hafijafjal601@gmail.com সকল আপডেট পেতে এবং ওয়েবসাইটে লিখা পাঠাতে ফেসবুক পেজ👉MD AFJALツ ফলো করুন।

Check Also

রোজা অবস্থায় কোন কোন কাজ করা মাকরূহ

(মুসলিমবিডি২৪ ডটকম) বিনা ওজরে কোন জিনিসের স্বাদ নেয়া বা কোন কিছু চিবানো মাকরূহ। কিন্তু প্রয়োজনে …

Powered by

Hosted By ShareWebHost