Breaking News
Home / ইসলাম ধর্ম / ইসলাম / ইসলাম নারীদের কেমন চোখে দেখে ?

ইসলাম নারীদের কেমন চোখে দেখে ?

(মুসলিমবিডি২৪.কম)

ইসলাম নারীদের কেমন চোখে দেখে ?

بسم الله الرحمن الرحيم

ইসলামে

১)একটা নারীর যখন জন্ম হয়. ইসলাম বলে-
যার ঘরে প্রথমে কন্যা হয় সেইঘর বরকতময়।

২)নারী যখন যুবতী হয়.ইসলাম ঘোষনা দেয় যে তার মেয়ে সঠিকভাবে লালন পালন করে ভালপাত্র দেখে বিয়ে দেয় তার জন্য
জান্নাত হয়ে যায়।

৩) নারী যখন িত.ইসলাম বলে -সেই পুরুষই সর্বোত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম।

৪) নারী যখন সংসারী.ইসলাম বলে স্ত্রীর দিকে দয়ার দৃষ্টিতে তাকানো সওয়াবের কাজ।

এমনকি স্ত্রীকে আদর করে মূখে এক লোকমা
খাবার তুলে দেয়াও।

৫) নারী যখন গর্ভবতী.ইসলাম বলে -গর্ভা্থায় যে নারী মারা যায় সে ের মর্যাদাপায়।

৬) নারী যখন মা.ইসলাম বলে- মায়ের পদ তলে সন্তানের বেহেশত

লিখেছেন এম.আফজাল…..

ডাইরেক্টর,মুসলিমবিডি২৪ডটকম

আরো পড়ুন

আপনার মৃত্যু আসার আগে চিন্তা করুন,বিয়ে থেকে বিরত থাকা কি ইসলাম সমর্থন করে,জান্নাত পাওয়ার সহজ ৪ টি আমল,ইসলামের দৃষ্টিতে গনতন্ত্র সমাজতন্ত্র ও জাতীয়তাবাদ

About Mijanur Rahman Shaif

মাওঃ মিজানুর রহমান সাইফ সাহেব। একজন লেখক | সাংবাদিক | গবেষক তিনি দ্বীনের আলো মুসলিম উম্মাহর কল্যানে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে মুসলিমবিডি টুয়েন্টি ফোর ডটকমকে মাধ্যম হিসেবে ব্যবহার করে যাচ্ছেন।

Check Also

নৈপুণ্যের অনুসন্ধান কেন?

নৈপুণ্যের অনুসন্ধান কেন?

(মুসলিম বিডি২৪.কম) بسم الله الرحمن الرحيم সমস্ত প্রশংসা আল্লাহ তায়া'লার জন্য অনুষ্ঠানে বক্তৃতা করার জন্য  …

Powered by

Hosted By ShareWebHost