Breaking News
Home / জরুরী মাসাইল / সুদের টাকা মসজিদ মাদরাসা কিংবা গরীবদের দান করতে পারবে কি

সুদের টাকা মসজিদ মাদরাসা কিংবা গরীবদের দান করতে পারবে কি

(মুসলিমবিডি২৪ডটকম) সুদের টাকা মসজিদ মাদরাসা কিংবা গরীবদের দান করতে পারবে কি

প্রশ্নঃ কোন লোক সুদের টাকা নিজে না নিয়ে মসজিদ, মাদরাসা বা কবরস্থানের জন্য দান করতে পারবে কি না

এবং আত্মীয়-স্বজনের ভিতর কেউ গরীব থাকলে তাকে দিতে পারবে কি না?

উত্তরঃ সুদের টাকা, অনুরূপভাবে সম্পূর্ণ ভাবে উপার্জিত টাকা নিজের ে বা দ্বীনি কোন কাজে

ব্যয় করা জায়েয হবে না। সুদ ার ঠিকানা জানা থাকলে, অথবা সুদ দাতাকে পাওয়া গেলে,

সুদের টাকা তাকে অথবা তার ওয়ারিশদেরকে ফেরৎ দিয়ে দিবে।

তবে একান্তই সুদ দাতাকে পাওয়া না গেলে বা ফেরৎ দেয়া সম্ভব না হলে,

টাকার মুল মালিককে সাওয়াব পৌছানোর নিয়তে তা গরীবদের কে দান করে দিবে। নিজের সাওয়াবের জন্য দান করা জায়েয হবে না।

উক্ত সুদী টাকার মালিক না পাওয়ার ক্ষেত্রে গরীব মিসকীন বা জনহিতকর কাজে, যেমন- মসজিদ মাদরাসার পেশাব পায়খানা,

নিম্নমানের কাজে ব্যয় করা যাবে। অনুরূপভাবে টিউবওয়েল ানো ও রাস্তাঘাট নির্মাণ ইত্যাদি কাজেও ব্যবহার করা যাবে।

[প্রমানঃ কিফায়াতুল মুফতী, ৭/৭০  # ফাতওয়ায়ে মাহমুদিয়া, ৫/১৩৬]

(কপি: ফাতওয়ায়ে রাহমানিয়া ২/২২২) 

আরো পড়ুন 👇👇👇

বাস্তব ঘটনা সুদ ও ঘুষখোরের কবরের আজাব, অন্যের হক্ব নষ্ট করা মারাত্মক গুনাহ

About Hafij Khijir

আমার নাম হাফিজ খিজির আহমদ। ঠিকানা. সিলেট, বাংলাদেশ। আমি কওমি মাদ্রাসার অধ্যায়নরত একজন ছাত্র। আমার ধর্ম ইসলাম । আর আমি এই ইসলাম সম্পর্কে জানতে শিখতে ও শিখাতে ভালোবাসি। আমি যা জানি তা জানাই, এবং যা জানিনা তা জানার চেষ্টা করি ও করতেছি।উদ্দেশ্য একটাই আল্লাহ এবং আল্লাহ তাআলার রাসুলের সন্তুষ্টি অর্জন ।

Check Also

কোর্ট ম্যারেজ বৈধ না অবৈধ

(Muslimbd24.Com) আদালতের মাধ্যমে বিবাহের প্রচলিত পদ্ধতি হল,  ছেলে – মেয়ে  উভয়ে রেজিস্টারএর কাছে নিকাহনামা তে …

Powered by

Hosted By ShareWebHost