Breaking News
Home / জরুরী মাসাইল / মায়ের নামে কসম করলে কসম হয় না

মায়ের নামে কসম করলে কসম হয় না

(২৪ডটকম) মায়ের নামে কসম করলে কসম হয় না

প্রশ্নঃ কোন ব্যক্তি ের পর অপছন্দ হওয়ায় তার মায়ের করে বলে,

আমি তাকে রাখব না। এভাবে তিনবার বলল। কিন্তু পরবর্তীতে সে আর তাকে তালাক দেয়নি। জা বিষয় হলো,

কসম ের কারণে বর্তমানে তার করণীয় কী?

উত্তরঃ  শরীয়তের দৃষ্টিতে আল্লাহ তাআলার নাম ছাড়া অন্য কারো নামে কসম করলে তা কসম হিসেবে গণ্য হয় না।

তাই আপনার মৃত মায়ের নামে কৃত কসমটি শুদ্ধ হয়নি, তাই তা ভঙ্গের প্রশ্নই আসে না।

তবে এ ধরনের কসমের জন্য তাওবা করতে

[প্রমানঃ ফতওয়ায়ে শামী ৩/৭০৫# ফতওয়ায়ে ফকীহুল মিল্লাত ৭/৩৫৬]

আরো পড়ুন 👇👇👇

কিয়ামতের আলামতঃ চাপাবাজি প্রতিযোগিতা, কিয়ামতের ক্ষুদ্রতম আলামতঃ আমানত অন্তর থেকে উঠে যাওয়া,

About Hafij Khijir

আমার নাম হাফিজ খিজির আহমদ। ঠিকানা. সিলেট, বাংলাদেশ। আমি কওমি মাদ্রাসার অধ্যায়নরত একজন ছাত্র। আমার ধর্ম ইসলাম । আর আমি এই ইসলাম সম্পর্কে জানতে শিখতে ও শিখাতে ভালোবাসি। আমি যা জানি তা জানাই, এবং যা জানিনা তা জানার চেষ্টা করি ও করতেছি।উদ্দেশ্য একটাই আল্লাহ এবং আল্লাহ তাআলার রাসুলের সন্তুষ্টি অর্জন ।

Check Also

কোর্ট ম্যারেজ বৈধ না অবৈধ

(Muslimbd24.Com) আদালতের মাধ্যমে বিবাহের প্রচলিত পদ্ধতি হল,  ছেলে – মেয়ে  উভয়ে রেজিস্টারএর কাছে নিকাহনামা তে …

Powered by

Hosted By ShareWebHost