Breaking News
Home / ইতিহাস / তোমার দর্শন তোমারই দান

তোমার দর্শন তোমারই দান

কাজী বাক্কার ইবনে কুতাবা (রাহ:) মিশরের বিখ্যাত একজন মুহাদ্দিস ও ফ্বকীহ ছিলেন।  যিনি ইমাম তাহাবীর (রহ:) এর উস্তাদও ছিলেন।

ইমাম তাহাবী (রহ:) স্বীয় কিতাবের কোন এক স্থানে তার সনদে বর্ণিত কয়েকটি হাদীসও উল্ল্যেখ করেছেন। সে যুগে মিশরের শাসনকর্তা ছিল আহম্মদ ইবনে তুলুন।

আহমাদ ইবনে তুলুন ইমাম বাক্কারের হাদীসের দরসে অংশগ্রহণ করতেন।  দরসের শুরুতে রাজার ীরা ঘোষণা করত: আপনারা উ নিজ স্থান হতে সরবেন না।

সকলেই যার যার স্থানে স্থির ভাবে বসে থাকুন।  অত:পর রাজা সাধারণ র্থীদের সারিতে বসে পড়তেন এবং হাদীসের দরসে অংশগ্রহণ করতেন।

দীর্ঘদিন রাজা ইমাম বাক্কারকে নির্দিষ্ট ভাতা ছাড়াও বাৎসরিক এক হাজার দীনার হাদিয়া পেশ করবেন।

াক্রমে একটি রাজনৈতিক ব্যাপারে তাদের মধ্যে মত বিভক্তি দেখা দিল।

ইবনে তুলুন চাচ্ছিলেন কাজী বাক্কারের সুপারিশ ও সমর্থনে তার প্রধানমন্ত্রীকে বরখাস্ত করে অন্য কাউকে তার স্থলাভিষিক্ত করতে।

কিন্তু কাজী সাহেব এটাকে অসংগত মনে করে সমর্থন দানে অস্বীকৃতি জানিয়েছেন। এ ব্যাপারটি নিয়ে তার ে যথেষ্ট টানাপোড়ন সৃষ্টি হল।

বিষয়টি এক পর্যায়ে এতদূর গড়াল যে, বাদশা কাজী সাহেব কে গ্রেপ্তার করলেন এবং তাকে ইতিপূর্বে হাদিয়া স্বরুপ দেওয়া সকল স্বর্ণ মুদ্রা ফেরত দিতে বললেন।

বাদশা কাজী সাহেবকে আঠার বছর যাবত এক হাজার দীনার করে দিয়ে আসছিলেন।

বিধায় এখন আঠার হাজার স্বর্ণ মুদ্রা তাৎক্ষণিক ফেরত দেওয়ায় ফরমান জারি করলেন।

ইবনে তুলুন ভেবেছিলেন যে, এ প্রস্তাব কাজী সাহেবকে যথেষ্ট স্তবদ্ধ ও জব্দ করে ফেলবে।

কিন্তু কাজী সাহেব নিশ্চিন্তে পয়গাম পাওয়ার সংগে সংগে নিজ কক্ষের ভেতরে গেলেন এবং আঠারটি থলে নিয়ে আসলেন,

যার প্রত্যেকটিতে এক হাজার দীনার করে ছিল!

ইবনে তুলুন থলে গুলো ভাল করে উল্টে পাল্টে দেখলেন যে, হুবহু সে থলেই যা তিনি কাজী সাহেবের নিকট প্রতি বছর াতেন।

তার মুখে আটা সীল মোহর পর্যন্ত অ অবস্থায় রয়েছে।

ইবনে তুলুন রীতিমত হতভম্ব হয়ে গেলেন যে, কাজী সাহেব একটি থলে খুলেই দেখেননি! যেভাবে দেওয়া হয়েছিল, ঠিক সেভাবেই হেফাযত করে রেখেছেন।

পরবর্তীতে জানা গেল যে, কাজী বাক্কার থলে গুলো এই ভেবে খোলেন নি যে,

আজ আমার সংগে বাদশার যে ভাল সম্পর্ক আছে তা সর্বদা অটুট নাও থাে পারে।

তখন ইচ্ছে করলে এ গুলো তাকে হস্তান্তর করা যাবে।

ইবনে তুলুন কাজী বাক্কারের (রহ:) দূরদর্শীতা, বিচক্ষণতা, আত্নপ্রত্যয়,চাংগা মনোবল ও পরনির্ভরশীলতা মুক্তির পরাকাষ্ঠা  প্রদর্শনে লজ্জায় বিগলিত হয়ে মাথা নোয়াতে বাধ্য হল।

আন-নুজুমুয – যাহেরা ৩/১৯

About Admin

আমার নাম: এইচ.এম.জামাদিউল ইসলাম ঠিকানা: সিলেট, বাংলাদেশ। আমি কোরাআনের খেদমতে আছি এবং MuslimBD24.Com সাইটের ডিজাইনার (Editor) প্রতিষ্ঠাতা পরিচালক ও সম্পাদক এর দায়িত্ব পালন করে যাচ্ছি। অনলাইন সম্পর্কে মোটামুটি জ্ঞান থাকায়, তাই সময় পেলে দ্বীন ইসলাম প্রচারের সার্থে দ্বীন ইসলাম নিয়ে কিছু লেখালেখি করি। যাতে করে অনলাইনেও ইসলামিক জ্ঞান সম্পর্কে জ্ঞানহীন মানুষ, ইসলামিক জ্ঞান সহজে অর্জন করতে পারে। একজন মানুষ জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত নিজের জীবনকে ইসলামের পথে চালাতে গেলে ইসলাম সম্পর্কে যে জ্ঞান অর্জন করার দরকার, ইনশা-আল্লাহ! এই ওয়েব সাইটে মোটামুটি সেই জ্ঞান অর্জন করতে পারবে। যদি সব সময় সাইটের সাথে থাকে। আর এই সাইটটি হল একটি ইসলামিক ওয়েব সাইট । এ সাইটে শুধু দ্বীন ইসলাম নিয়ে লেখালেখি হবে। আল্লাহ তায়ালার কাছে এই কামনা করি যে, আমরা সবাইকে বেশী বেশী করে ইসলামিক জ্ঞান শিখার ও শিখানোর তাওফিক দান করুন, আমিন। তাজবীদ বিষয়ে কিছু বুঝতে চাইলে যোগাযোগঃ 01741696909

Check Also

বিশ্ব ইজতেমা সর্বপ্রথম কখন কোথায় শুরু হয়

বিশ্ব ইজতেমা সর্বপ্রথম কখন কোথায় শুরু হয়

মুসলিমবিডি২৪ডট কম তাবলীগ প্রথম ইজতেমা ১৯৪১ সনে দিল্লির নিজামউদ্দিন মসজিদের ছোট্ট এলাকায় মেওয়াতের মাদ্রাসায় অনুষ্ঠিত …

Powered by

Hosted By ShareWebHost