Breaking News
Home / ইতিহাস / হে সূর্য্য থেমে যাও আজ আমরা ফিলিস্তিন বিজয় করব

হে সূর্য্য থেমে যাও আজ আমরা ফিলিস্তিন বিজয় করব

()

আমরা ফিলিস্তিন বিজয় করব

ইউশা ইবন নূন বললেন- হে ূর্য! আমি ইউশা বিন নূন, নবী! আমি আল্লাহর আদেশে আদিষ্ট আর তুমিও আল্লাহর আদেশে আদিষ্ট।

 

আল্লাহর কাছে দুআ করছি- আল্লাহ আপনি আজ সূর্য থামিয়ে দিন।

হে সূর্য, আমরা ফি-লি-স্তি-ন বিজয়ে এসছি। ফি-লি-স্তি-ন বিজয় না হওয়া পর্যন্ত সূর্য তুমি অস্ত যেও না।

আজ তুমি যদি অস্ত যাও তাহলে ফি-লি-স্তি-ন বিজয় ও অস্তমিত হয়ে যাবে।

 

সে সময়ের শরীয়াহ অনুযায়ী শনিবার যুদ্ধ করা ছিল। শুক্রবারের বরকতময় সময়ে ইউশা ইবন নূন দেখছেন-

তারা পবিত্র ভূমি জয়ের দিকে কিন্তু আজ যুদ্ধ বন্ধ হয়ে গেলে আমাদের পবিত্র ভূমি জয় নাও হতেও পারে। যুদ্ধজয়ের আর অল্প কিছু সময় বাকী,

এদিকে সূর্য অস্তের দিকে ঢলে পরছে। মাগরিবের সময়ের পর-পরই পরেরদিন কাউন্ট হয়। আর মাগরিব হয়ে গেলেই যুদ্ধ নিষিদ্ধ।

 

ফি-লি-স্তি-ন: আমাদের আবেগ কিন্তু সেই আবেগকে জয়ের জন্যেও শরিয়াতের প্রতি কি দৃপ্ত কঠিন ছিলেন ইউশা বিন নূন।

আমাদের জয় জরুরী কিন্তু তা শরীয়াতকে উপেক্ষা করে না। তাই তিনি আল্লাহর কাছে

শরীয়াত ভংগের জন্য অনুমতি না চেয়ে বরং সূর্যকেই বললেন-তুমি হবার আগ পর্যন্ত স্থির হয়ে যাও! সুবহানআল্লাহ!

 

আল্লাহ তাঁর দুআ কবুল করেছিলেন। পৃথিবীর ইতিহাসে এই একদিনের জন্য সূর্য থেমে গিয়েছিল। 

 

এখান থেকে আসলে আমাদের অনেক কিছু শেখার আছে, যারা নিতে চাই। জীবনে / যে কোন পরিস্থিতিতেই

আমরা শরীআতের অভ্যন্তরে থেকেই আল্লাহর কাছে আমাদের বিজয় চেয়ে নিতে পারি

যদি আমরা কেবল ও কেবল তাকে বিজয় দেবার একমাত্র মালিক বলে াস করি।

 

আমাদের প্রতিনিধিরা জনগণের ম্যান্ডেট নিয়ে নাকি ক্ষমতায় আসেন!

আর ইউশা বিন নূন কে দেখুন যিনি আল্লাহর ম্যান্ডেট নিয়ে আসেন- সূর্যের দিকে তাকিয়ে কি পরম তাকওয়ার বিশ্বাসের সাথে বললেন-

আমি আল্লাহর নবী ইউশা বিন নূন, আমরা আজ আল-আকসা বিজয়ে এসেছি। আল্লাহর আদেশে তুমি আজ স্থির হও।

 

আর কিছু দরকার আছে? আল্লাহর ম্যান্ডেট নিয়ে শরীয়াতের উপর দৃঢ় থেকে যারা আল্লাহর রাহে যুদ্ধ করেন তার চেয়ে বড় তাকওয়াবান আর কে?

 

তাকওয়া-ই আমাদের বিজয়, শরীয়াতের সীমারেখাই আমাদের হাতিয়ার, আল্লাহ-ই আমাদের বিজয়দাতা!

 

আল্লাহর হুকুমে সূর্যকে আটকানোর ক্ষমতা যাদের হাতে তাদেরকে তোমরা কি দিয়ে অবরোধের ভয় দেখাও?

আরো পড়ুনঃ  বিপদের সময় মুসলমানদের দু'আয় গুরুত্বপূর্ণ ‘পাওয়ার' রয়েছে: ট্রাম্প, ঈসা আঃ এর ঘরের সন্ধান পাওয়া গেছে,
মাজলুমের দোয়া বৃথা যায় না,

About আবদুল্লাহ আফজাল

হাফিজ মাওঃ মুহাম্মাদ আব্দুল্লাহ আফজাল। ২০১২ সনে হিফজ সম্পন্ন করেন। উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন২০১৬ সনে। দাওরায়ে হাদিস (মাস্টার্স) সম্পন্ন করেন ২০২০ সনে। ঠিকানা: বালাগঞ্জ, সিলেট। মোবাইল নাম্বার: 9696521460 ইমেইল:hafijafjal601@gmail.com সকল আপডেট পেতে এবং ওয়েবসাইটে লিখা পাঠাতে ফেসবুক পেজ👉MD AFJALツ ফলো করুন।

Check Also

হযরত নূহ আঃ এর নৌকা কেমন ছিল

হযরত নূহ আঃ এর নৌকা কেমন ছিল

(মুসলিমবিডি২৪ডটকম) আল্লামা ইবনে কাসির রহ. লিখেছেন, আল্লাহ তাআলার হুকুম হয়েছে যে, নৌকা নির্মাণের জন্য গাছ …

Powered by

Hosted By ShareWebHost