Breaking News
Home / বিশ্লেষণ ও গবেষণামূলক / ওহাবী নামের অর্থ ও ওহাবী বলার ইতিহাস

ওহাবী নামের অর্থ ও ওহাবী বলার ইতিহাস

()ওহাবী নামের অর্থ ও ওহাবী বলার ইতিহাস

ের অর্থ

মানুষ আজ ওয়াহাবি বলতে ঐ সমস্ত লোক বোঝায় যারা সমাজে প্রচলিত অভ্যাস ধ্যান-ধারণা ও বিদআতের বিরুদ্ধে চলে।

যদিও এ সমস্ত ধ্যান-ধারণা নিকৃষ্ট এবং ও সহিহ হাদিসের পরিপন্থী।আর বিশেষ করে যখন তাওহীদের দিকে দাওয়াত দেওয়া হয়

এবং অন্যদের ছেড়ে র কাছে দোয়া করতে বলা হয় তখন তো কথাই নেই।কিছু লোকেরা আমাদেরকে বলে তোমরা ওয়াহাবি।

এটা হচ্ছে মানুষকে দেয়া নিকৃষ্ট উপাধি, যে সম্বন্ধে আল্লাহ নিষেধ করেছেন।তোমরা একে অপরকে মন্দ নামে ডেকো না।

অতীতে ইমাম শাফেয়ী রহঃ কে রাফেজী বলে আখ্যায়িত করা হলে, তিনি তার এক কবিতার মাধ্যমে উত্তর দেন,

যার সারমর্ম হলঃ যদি সাঃ এবং তার বংশীয়দের র নাম রাফেজী হয় তাহলে মানুষ ও জিন সকলে সাক্ষী থেকো, আমিও রাফেজী।

যখন তিনি দরস শেষ করলেন তখন কিছু সংখ্যক যুবকদের সাথে বের হলাম যারা তার ইলম ও নম্রতায় বিমুগ্ধ হয়ে পড়েছিল। তাদের একজন বলেই বসলোঃ ইনি সত্যিই শায়েখ।

তাওহীদের শত্রুরা তাওহীদবাদীদের ওয়াহাবি নামে আখ্যায়িত করে। এরা ইঙ্গিত করে মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাবের প্রতি।

যদি তারা সত্যবাদীই হত, তাহলে তার নামের (মুহাম্মদ) সাথে সম্পর্ক করে বলতো মুহাম্মদী।কিন্তু আল্লাহ চাইলেন তার নাম ওয়াহাব বা

দানওয়ালা এর সাথে সম্পর্কিত হোক।তা থেকে হলো ওহাবী।যদি সুফি বলতে বোঝায় যারা সুফি বা পশমী কাপড় পড়ে তাদের সাথে সম্পর্ক,

তাহলে ওয়াহাবি মানে আল্লাহর এক নাম ওয়াহাব এর সাথে সম্পর্ক বোঝায় যিনি মানুষকে একত্ববাদ দান করেন।

About Hafij Khijir

আমার নাম হাফিজ খিজির আহমদ। ঠিকানা. সিলেট, বাংলাদেশ। আমি কওমি মাদ্রাসার অধ্যায়নরত একজন ছাত্র। আমার ধর্ম ইসলাম । আর আমি এই ইসলাম সম্পর্কে জানতে শিখতে ও শিখাতে ভালোবাসি। আমি যা জানি তা জানাই, এবং যা জানিনা তা জানার চেষ্টা করি ও করতেছি।উদ্দেশ্য একটাই আল্লাহ এবং আল্লাহ তাআলার রাসুলের সন্তুষ্টি অর্জন ।

Check Also

শিক্ষকের মর্যাদা ও কর্তব্য

শিক্ষকের মর্যাদা ও কর্তব্য

(মুসলিমবিডি২৪ডটকম) এ পৃথিবীতে শিক্ষকতার আসনটি সবচেয়ে বেশি মর্যাদাশীল। এর চেয়ে অধিকতর সম্মানজনক কোন পদ আছে …

Powered by

Hosted By ShareWebHost