Breaking News
Home / বিশ্লেষণ ও গবেষণামূলক / শিক্ষকের বীরত্ব

শিক্ষকের বীরত্ব

()শিক্ষকের বীরত্ব

ের উৎকৃষ্ট গুণাবলীর মধ্যে একটি গুণ হলো বিরত্ব। অর্থাৎ সত্য প্রকাশের পর নিজের ভুল স্বীকার করে নেওয়াটা তাদের বিরত্ব।

এমন গুণ প্রত্যেক মুসলমানের এই অর্জন করা উচিত। কিন্তু বিশেষভাবে ওস্তাদের জন্য জরুরি হলো,

সঠিক কথাটি অবগত হতে পারলে টালবাহানা ও বিভিন্নভাবে উল্টো ব্যাখ্যা করে অসত্যকে সত্য ও ভুল কে সঠিক বানানোর চেষ্টা করবেন না।

বরং সঠিক কথা স্বীকার করে নিয়ে সাহসিকতা ও বীরত্বের দৃষ্টান্ত উপস্থাপন করবেন।

সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তা'আলা আনহু তাদের মধ্যে যারা সাল্লাল্লাহু আলাই সাল্লাম এর স্তরের সরাসরি ছাত্র।

যারা পুরো উম্মতের শিক্ষক ছিলেন তাদের এ অভ্যাস ও গুণ ছিল। অতএব আমরা কেন এমন গুণ অর্জনের পিছপা হব?

গানের পারস্পরিক আচরণ ও নীতি

প্রতিষ্ঠান শুধু বিল্ডিংটার নয়, বরং শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠে ব্যক্তিদের দ্বারা, বস্তুত আপনি ও আপনার শিক্ষক ছাত্রবৃন্দ ই যেন মাদ্রাসা।

অতএব তাদের পারস্পরিক আচরণ ও শিক্ষা প্রতিষ্ঠানকে সুনাম করবে। এবং উন্নতির দিকে অগ্রসর করবে।

শিক্ষকবৃন্দের মধ্যে পরস্পর মিল থাকতে যখন, তখন সকলের  পরিকল্পনাটির প্রতিষ্ঠান উন্নতির দিকে এগিয়ে যাবে

About আবদুল্লাহ আফজাল

হাফিজ মাওঃ মুহাম্মাদ আব্দুল্লাহ আফজাল। ২০১২ সনে হিফজ সম্পন্ন করেন। উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন২০১৬ সনে। দাওরায়ে হাদিস (মাস্টার্স) সম্পন্ন করেন ২০২০ সনে। ঠিকানা: বালাগঞ্জ, সিলেট। মোবাইল নাম্বার: 9696521460 ইমেইল:hafijafjal601@gmail.com সকল আপডেট পেতে এবং ওয়েবসাইটে লিখা পাঠাতে ফেসবুক পেজ👉MD AFJALツ ফলো করুন।

Check Also

ইমো একাউন্ট হ্যাক থেকে বাঁচার উপায়

ইমু একাউন্ট হ্যাক থেকে বাচার উপায় How to avoid imo account hack

(মুসলিমবিডি২৪ডটকম) ইমু, ইমু একাউন্ট হ্যাক থেকে বাচার নতুন সেটিংস   বাংলাদেশে ইমুর জনপ্রিয়তা নতুন করে …

Powered by

Hosted By ShareWebHost