Breaking News
Home / দোয়া/প্রার্থনা / ইচ্ছা অনুযায়ী ঘুম ভাঙার পরীক্ষিত আমল

ইচ্ছা অনুযায়ী ঘুম ভাঙার পরীক্ষিত আমল

(২৪ডটকম)

নিম্নের আয়াত পড়িয়া ঘুইলে যে সময়ে ইচ্ছা করিবে ভাঙ্গিয়া যাইবে ইনশা 👇👇👇

بسم الله الرحمن الرحيم

واذ جعلنا البيت مثابه للناس وامنا، واتخذوا من مقام ابراهيم مصلى

وعاهدنا الى ابراهيم واسماعيل ان طهرا بيتي

للطائفين والعاكفين والركع السجود

উচ্চারন: ওয়া ইয জাআ'লনাল বাইতা মাছা-বাতাল্লিন্নাসি ওয়া আমনা,

ওয়াত্বাখিজু মিম্মাক্বা-মি ইবর-হী-মা মুসাল্লা-,

ওয়া আ'হিদনা—— ইলা— ইবর-হী-মা ওয়া ইসমা-ঈ-লা

আন ত্বহ্হিরা বাইতিয়া লিত্ব—য়িফিনা ওয়াল আ-কিফি-না  ওয়ার রুক্কায়ি'স সুজু—দ।

(আল কোরআন,সুরা বাকারা। আয়াত: ১২৫ )

(বি:দ্র:) উচ্চারণের ক্ষেত্রে আয়াতের মধ্যখানে

তুলূলক লম্বা টান দিয়ে বুঝানো হয়েছে তিন আলিফ বা ততোধিক লম্বা করা,

আর খাটো টান দিয়ে বুঝানো হয়েছে এক আলিফ লম্বা করা।

নোট : ইহা অনেক পরীক্ষিত আমল,অনেই এই আমল করে আশানুরূপ ফল বলে জানিয়েছেন।

আমি নিজেও অনেকবার এ আমল করে ফল পেয়েছি

সো আপাও করে দেখতে পারেন ধন্যবাদ। 

সুত্র: আ'মালে ক্বোরআনী, হযরত (রহ:) প্রনীত

About Muhammad abdal

আমি মুহাম্মদ আব্দুর রহমান আবদাল।দাওরায়ে হাদীস (মাস্টার্স) সম্পন্ন করেছি ২০২১ ইংরেজি সনে । লেখালেখি পছন্দ করি।তাই সময় পেলেই লেখতে বসি। নিজে যা জানি তা অন্যকে জানাতে পছন্দ করি,তাই মুসলিমবিডি ওয়েব সাইটে লেখা প্রকাশ করি। ফেসবুকে ফলো করুন👉 MD ABDALツ

Check Also

সহীহভাবে নামায আদায় না করার শাস্তি

সহীহভাবে নামায আদায় না করার শাস্তি

(মুসলিম বিডি২৪.কম) بسم الله الرحمن الرحيم সহীহভাবে নামায না পড়ার শাস্তি নিম্নে দেয়া হলো ঈমানের …

Powered by

Hosted By ShareWebHost