Breaking News
Home / মুহাররম ও আশুরা / হিজরী সন গণনার সূচনা

হিজরী সন গণনার সূচনা

(মুসলিমবিডি২৪ডটকম) হিজরী সন গণনার সূচনা

রাসূলুল্লাহ এর থেকে মুসলনদের হিজরী তারিখ গণনার সূচনা হয়।

ইতিপূর্বে নবুয়তের বছর বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিদায়ী হজ ইত্যাদি কে কেন্দ্র করে তারিখ গণনা করা হতো।

আরবের লোকেরা বিভিন্ন প্রসিদ্ধ কে কেন্দ্র করে সন গণনা করত। যেমন: বুছ যুদ্ধ, দাহেস যুদ্ধ, ফুজ্জার যুদ্ধ,আমুল- ফীল ইত্যাদি।

এজন্যই তখন তান্ত্রিকভাবে হিজরী সন নির্ধারণের প্রয়োজন পড়েনি।

হযরত উমর রাযিু তা'আলা আনহুর শাসন আমলে যখন সর্বত্র ইসলামের জয়-জয়কার অবস্থা বিরাজ করছিল,

তখন আরব ছাড়াও বিভিন্ন অনারব রাষ্ট্রে ইসলামী হুকুমাত প্রতিষ্ঠিত হতে থাকে।

অতঃপর একক, যৌথ ও রাষ্ট্রীয়ভাবে মোটকথা সর্বক্ষেত্রে যখন তারিখ বা সন গণনার প্রয়োজন দেখা দিল,

ঠিক তখন ের সাথে সন গণনা আরম্ভ হল। সুতরাং দ্বিতীয় খলীফা হযরত উমর রাযিআল্লাহু তা'আলা আনহু সাহাবায়ে কেরামকে নিয়ে পরামর্শ করলেন

এবং এই সিদ্ধান্ত গ্রহণ করলেন যে রাসুলের ের বছর থেকেই ‘হিজরী সন' গণনা করা হবে।

আর তখন থেকেই হিজরী সন গণনা শুরু করা হলো।

এমনকি সাহাবায়ে কেরাম এই কথার উপরও একমত হলেন যে, সন গণনা শুরু হবে মুহাররম মাস থেকে।

এরপর থেকেই মুহাররম মাসকে বছরের প্রথম মাস সন গণনা করা হয়।

আরো পড়ুন 👉👉  একটি এপ্স দিয়ে সকল সিমে ফেক্সীলোড দিন সাথে কমিশন, ইসলাম ধর্মের বিধান নিয়ে হাসা-হাসির উল্টো ফল

About Hafij Khijir

আমার নাম হাফিজ খিজির আহমদ। ঠিকানা. সিলেট, বাংলাদেশ। আমি কওমি মাদ্রাসার অধ্যায়নরত একজন ছাত্র। আমার ধর্ম ইসলাম । আর আমি এই ইসলাম সম্পর্কে জানতে শিখতে ও শিখাতে ভালোবাসি। আমি যা জানি তা জানাই, এবং যা জানিনা তা জানার চেষ্টা করি ও করতেছি।উদ্দেশ্য একটাই আল্লাহ এবং আল্লাহ তাআলার রাসুলের সন্তুষ্টি অর্জন ।

Check Also

মুহাররমের রোযার ফযীলত

মুহাররমের রোযার ফযীলত

(মুসলিমবিডি২৪ডটকম) মুহাররমের রোযার ফযীলত মুহাররম মাসে সব ধরনের ইবাদতের ফজিলত অনেক বেশি। হাদীস শরীফে এ …

Powered by

Hosted By ShareWebHost