Breaking News
Home / মুহাররম ও আশুরা / মুহাররম মাসে সংঘটিত হওয়া কিছু গুরুত্বপূর্ণ ঘটনা পর্ব ১

মুহাররম মাসে সংঘটিত হওয়া কিছু গুরুত্বপূর্ণ ঘটনা পর্ব ১

(বিডি২৪ডটকম) মুহাররম মাসে সংঘটিত হওয়া কিছু গুরুত্বপূর্ণ ঘটনা পর্ব ১

মুহাররম মাসের কিছু ত্বপূর্ণ ঘটনা

(১) সপ্তম হিজরীর মুহাররম মাসে খায়বার যুদ্ধ সংঘটিত হয়েছিল। তখন মুসলমানদের প্রতিপক্ষ ছিল ইয়াহুদীরা। আল্লাহ তায়ালার সাহায্যে মুসলমানদের বিজয় লাভ হয়।

(২) চৌদ্দ হিজরীর মুহাররম মাসে ক্বাদিসিয়্যার যুদ্ধ সংঘটিত হয়েছিল। তিনদিন পর্যন্ত তুমুল লড়াই হয়।

চতুর্থ দিন মুসলমানদের সেনাপ্রধান ছিলেন রাসুল সাল্লাল্লাহু সাল্লাম এর সা'দ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তা'আলা আনহু।

ঐদিন তার নেতৃত্বে মুসলমানগণ বিজয় লাভ করেন।

(৩) আঠারো হিজরীর মুহাররম মাসে রাসূলের সাহাবী আমীনুল হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু শাহাদাতবরণ করেন।

তিনি সিরিয়া এবং ইরা ের প্রচার প্রসারের জন্য খুব মেহনত করেছেন।

আঠারো হিজরীর মুহাররম মাসে তাদের এলাকাতে প্লেগ ছড়িয়ে পড়ে। তাতে আক্রান্ত হয়ে বহু মুসলমান শহীদ হন এবং তিনিও শহীদ হন।

আবু উবাইদা ইবনুল জাররাহ রাযিঃ এর ওসীয়ত অনুযায়ী তাকে উরদুনের তথা জর্দান শহরে দাফন করা হয়।

(৪) আঠারো হিজরীর মুহাররম মাসে ইয়াজিদ বিন আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তা'আলা আনহু ইন্তেকাল করেন।

তিনি দামেস্ক শহরের গভর্নর ছিলেন। তার ইন্তেকালের পর তারই ভাই আমিরে মুয়াবিয়া বিন আবি সুফিয়ান রাযিয়াল্লাহু আনহুকে আমীরুল মু'মিনীন হযরত উমর রাযিআল্লাহু তা'আলা আনহু ঐ শহরের গভর্নর নিযুক্ত করেন।

পরবর্তীতে আমীরুল মু'মিনীন হযরত ওসমান গনি রাযিআল্লাহু তাঁর আমানতদারী,

বুদ্ধিমত্তা ও যোগ্যতা দেখে তাকে লেবানন, জর্ডান ও ের গভর্নর হিসেবে নিযুক্ত করেন।

(৫) একুশ হিজরীর মুহাররম মাসে আল্লাহর রাসূলের আরেক সাহাবী হযরত আমর ইবনুল আস রাযিআল্লাহু তা'আলা আনহু মিশর বিজয় লাভ করেন।

তার এই ও যোগ্যতা দেখে আমীরুল মু'মিনীন হযরত উমর রাযিআল্লাহু তা'আলা আনহু তাকে মিশরের গভর্নর হিসেবে নিয়োগ দেন।

আরো পড়ুন 

হযরত শাহ ইসমাইল শহিদ রহ. এর ঘটনা, ইবরাহিম ইবনে আদহাম রহঃ এর ঘটনা

About Hafij Khijir

আমার নাম হাফিজ খিজির আহমদ। ঠিকানা. সিলেট, বাংলাদেশ। আমি কওমি মাদ্রাসার অধ্যায়নরত একজন ছাত্র। আমার ধর্ম ইসলাম । আর আমি এই ইসলাম সম্পর্কে জানতে শিখতে ও শিখাতে ভালোবাসি। আমি যা জানি তা জানাই, এবং যা জানিনা তা জানার চেষ্টা করি ও করতেছি।উদ্দেশ্য একটাই আল্লাহ এবং আল্লাহ তাআলার রাসুলের সন্তুষ্টি অর্জন ।

Check Also

মুহাররমের রোযার ফযীলত

মুহাররমের রোযার ফযীলত

(মুসলিমবিডি২৪ডটকম) মুহাররমের রোযার ফযীলত মুহাররম মাসে সব ধরনের ইবাদতের ফজিলত অনেক বেশি। হাদীস শরীফে এ …

Powered by

Hosted By ShareWebHost