Breaking News
Home / ইসলাম ধর্ম / ফজরের নামাজের পর কখন ঘুমানো নিষেধ এবং কখন নিষেধ নয়

ফজরের নামাজের পর কখন ঘুমানো নিষেধ এবং কখন নিষেধ নয়

(মুলিমবিডি২৪ডটকম)

কখন ঘুমানো নিষিদ্ধ

প্রশ্নঃ   ফজরের ের পর কখন ঘুমানো নিষেধ এবং কখন নিষেধ নয়?

.

উত্তর(এক)

এক. ইসলাম ফজরের নামাজের পর থেকে সূর্যোদয় পর্যন্ত না ঘুমিয়ে জিকির, তেলাওয়াত কিংবা দুনিয়াবি অন্য ভালো কাজ করার প্রতি উৎসাহিত করেছে।

যেমন, হাদিস শরিফে এসেছে, রাসুলুল্লাহ ﷺ বলেছেন,

مَنْ صَلَّى الْغَدَاةَ فِي جَمَاعَةٍ ثُمَّ قَعَدَ يَذْكُرُ اللَّهَ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ ثُمَّ صَلَّى رَكْعَتَيْنِ كَانَتْ لَهُ كَأَجْرِ حَجَّةٍ وَعُمْرَةٍ

যে ব্যক্তি জামাআতের সাথে ফজরের নামাজ আদায় করে সূর্যোদয় পর্যন্ত সেখানে বসে র যিকর করবে

এবং এরপর দু'রাকআত সালাত আদায় করবে, তার জন্য একটি হজ্জ ও উমরা পালনের সওয়াব হবে।

 

একারণে সালাফে সালেহীনের মধ্য থেকে অনেকেই ফজরের পরে ঘুমানোকে মাকরুহ মনে করতেন

 

তাঁরা মনে করতেন, ভোরবেলা ঘুমালে ওই বরকত থেকে বঞ্চিত হতে হয়, যে বরকতের রাসুলুল্লাহ ﷺ করেছেন।

সখর গামেদি রাযি. সূত্রে বর্ণিত, রাসুল ﷺ এ দোয়া করেছেন,

اللَّهُمَّ بَارِكْ لأُمَّتِي فِي بُكُورِهَا

‘হে আল্লাহ, আমার উম্মতের জন্য দিনের শুরু বরকতময় করুন।'

বর্ণনাকারী বলেন, এ জন্যই রাসুল ﷺ কোনো যুদ্ধ অভিযানে বাহিনী পাঠানোর সময় দিনের শুরুতে পাঠাতেন।

আর সখর রাযি. ছিলেন একজন ব্যবসায়ী। তিনিও তাঁর ব্যবসায়ী কার্যক্রম ভোরবেলা শুরু করতেন। এতে তাঁর ব্যবসায় অনেক উন্নতি হয় এবং তিনি সীমাহীন প্রাচুর্য লাভ করেন। (আবু দাউদ ২৬০৬)

.উত্তর (দুই)

দুই. তবে কোনো ব্যক্তি যদি ঘুমোতে চায় তাহলে সূর্য পরিপূর্ণভাবে উঠে যাওয়ার ঘুমোতে পারে। ইবনুল কাইয়িম রহ. বলেন,

المكروه عندهم – أي الفقهاء -: النوم بين صلاة الصبح وطلوع الشمس؛ فإنه وقت غنيمة

ফকিহদের নিকট মাক হচ্ছে, ফজরের নামাজ এবং সূর্য উঠার মধ্যবর্তী সময়। কেননা, সময়টি মূল্যবান। (মাদারিজুস সালিকীন ২/৩২৪)

والله اعلم بالصواب

উত্তর দিয়েছেন শায়েখ উমায়ের কোব্বাদী

আরো পড়ুন  👇

 প্রশ্নঃ ওয়াইফাই এর অপব্যবহার করলে গুনাহ কার হবে, স্ত্রী মারা গেলে মহরের টাকা কে পাবে, বিবাহ ও দাম্পত্য জীবন, আদর্শ পরিবার গঠনে স্বামী ও স্ত্রীর দায়িত্ব ও কর্তব্য

About আবদুল্লাহ আফজাল

হাফিজ মাওঃ মুহাম্মাদ আব্দুল্লাহ আফজাল। ২০১২ সনে হিফজ সম্পন্ন করেন। উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন২০১৬ সনে। দাওরায়ে হাদিস (মাস্টার্স) সম্পন্ন করেন ২০২০ সনে। ঠিকানা: বালাগঞ্জ, সিলেট। মোবাইল নাম্বার: 9696521460 ইমেইল:hafijafjal601@gmail.com সকল আপডেট পেতে এবং ওয়েবসাইটে লিখা পাঠাতে ফেসবুক পেজ👉MD AFJALツ ফলো করুন।

Check Also

অধিক হারে ইস্তেগফারের ফজিলত

ইস্তেগফারের ফজিলত

হামদ ও সালাতের পর… রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যত ভালো কাজ শিক্ষা দিয়েছেন, তাতে …

Powered by

Hosted By ShareWebHost