Breaking News
Home / ইসলাম ধর্ম / ইসলাম / জিলহজ মাসের প্রথম দশ দিনের ফজিলত

জিলহজ মাসের প্রথম দশ দিনের ফজিলত

(২৪ডটকম)

জিলহজ মাসের প্রথম দশ দিনের ফজিলত

জিলহজ সের দশ দিনের ফজিলত

লিখেছেন: হাফিজ মাওলানা লোকমান আহমদ

উম্মতে মুহাম্মদীর বৈশিষ্ট্য হিসেবে এবং তাদের মান-মর্যাদা অন্যান্য উম্মতের উপর বৃদ্ধি করার লক্ষ্যে আল্লাহতায়ালা উম্মতে মুহাম্মদীকে মর্যাদাপূর্ণ কিছু

দি ও রজনী দিয়েছেন।
যাতে করলে অন্যান্য দিবস ও রজনীর তুলনায় অনেক বেশি সাওয়াব অর্জন হয়।

যেমন শবে বরাত, , জিলহজের প্রথম দশদিন ইত্যাদি।
🌺জিলহজের প্রথম দশদিনের ফজিলত সম্পর্কে

আল্লাহ তা'আলা বলেন والفجروليال والشفع والوتر
(১) ওয়াক্তের কসম।
(২) দশ রজনীর কসম।

(৩) জোর বেজোড় এর কসম।
وليال عشر আল্লাহতালা উক্ত আয়াতের জিলহজের দশ রাত্রির শপথ করেছেন।

والوتروالشفع
উক্ত আয়াতে
সকল মুফাসসিরদের ঐক্যমতে আল্লাহ তাআলা

شفع দ্বারা দশম তারিখ আর وتر দ্বারা নবম তারিখের কথা বলেছেন।

عشروليال উক্ত আয়াতের মধ্যে আল্লাহ তায়ালা জিলহজের দশ রজনির শপথ করার কারণে বুঝা যায় আল্লাহ তাআলার কাছে উক্ত দশ রজনি

অনেক দামি। কারণ যার কাছে যে জিনিস যত দামি সে ওই জিনিস দিয়েই শপথ করে
আর والشفع والوترএই আয়াতে আল্লাহ তা'আলা

বিশেষভাবে জিলহজের নবম ও দশম তারিখের ফজিলত এর কথা বলেছেন।

🌺রাসূল সা. বলেছেন:হযরত ইবনে আব্ রা. থেকে বর্ণিত রাসূল সা. ইরশাদ করেন: জিলহজ্ব মাসের ১০ দিনের নেক আমল আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয়।

🌺জিলহজ মাসের প্রথম দশ দিন রোজা রাখা ও রাতে ইবাদতের ফজিলত সম্পর্কে রাসূল সা. বলেন: জিলহজের প্রথম দশদিনের রোজা এক বৎসরের

রোজা সমপরিমাণ আর প্রত্যেক রাতের ইবাদত শবে কদরের ইবাদত তুল্য।

🌺আরাফার দিন অর্থাৎ নবম তারিখের রোজা সম্পর্কে রাসূল সা. বলেন আমি আল্লাহর দরবারে আশা রাখি যে আরাফার দিন রোজা রাখলে তিনি

পূর্ববর্তী এবং পরবর্তী বছরের পাপসমূহ মাফ করে দিবেন।

🌺জিলহজের দশম তারিখের আমল সম্পর্কে রাসূল সা. বলেছেন জিলহজ্ব মাসের দশ তথা ঈদুল আযহার দিনে

আল্লাহর নিকট সর্বাধিক প্রিয় আমল হলো কুরবানি করা। কুরবানির পশু কেয়ামতের দিন তার শিং,পশম,ও খুর নিয়ে হাজির হবে। আর কুরবানির

রক্ত মাটিতে পরার আগেই তা আল্লাহর দরবারে পৌঁছে যায় সুতরাং তোমরা মনের আনন্দে কুরবানি করো।

উল্লেখিত আয়াত এবং হাদিস এর দিকে লক্ষ্য করলে বুঝা যায় যে, আল্লাহ তা'আলা জিলহজের প্রথম দশদিনকে কী মর্যাদা দিয়েছেন।

সুতরাং আসুন আমরা জিলহজ মাসের মর্যাদা রক্ষা করে আল্লাহর নৈকট্য অর্জন করার চেষ্টা করি আল্লাহ তায়ালা আমাদেরকে তাওফীক করুন আমীন।।

আরও পড়ুন:

কুরবানীর পশুর গলায় মালা পরানো একটি বিলুপ্ত হয়ে যাওয়া সুন্নাত
ঈদের নামাজ পড়ার নিয়ম ও তার হুকুম
কুসংস্কারে আচ্ছাদিত কোরবানি

 

About মুহাম্মদ আবদুল্লাহ

আমি মাওলানা মোঃ আব্দুল্লাহ। 15ই এপ্রিল 1994 ঈসায়ি রোজ শুক্রবার মৌলভীবাজার জেলার হামরকোনায়( দাউদপুর) জন্মগ্রহণ করি। শিক্ষা জীবনের শুরুটা প্রাথমিক বিদ্যালয় দিয়ে হলেও 4 বছরের মাথায় ইসলামিক শিক্ষা অর্জনের লক্ষ্যে নিজ উদ্যোগে মাদ্রাসায় ভর্তি হই! আলহামদুলিল্লাহ! সর্বশেষ 2017 ঈসায়ি কওমি মাদ্রাসার উচ্চতর ডিগ্রী মাস্টার্স (দাওরায়ে হাদিস) হযরত শাহ সুলতান রহ. মাদ্রাসা থেকে আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল ক্বওমিয়ার মাধ্যমে সম্পন্ন করি! নিজে যা কিছু জেনেছি তা লিখনীর মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দিতে এবং আমৃত্যু ইসলাম ও মানবতার সম্পর্কে জানতে ও জানাতে এই সাইটের সাথে সংযুক্ত হয়েছি! আল্লাহ আমাকে ও সবাইকে কবুল করুন।আমিন!!!

Check Also

নৈপুণ্যের অনুসন্ধান কেন?

নৈপুণ্যের অনুসন্ধান কেন?

(মুসলিম বিডি২৪.কম) بسم الله الرحمن الرحيم সমস্ত প্রশংসা আল্লাহ তায়া'লার জন্য অনুষ্ঠানে বক্তৃতা করার জন্য  …

Powered by

Hosted By ShareWebHost