Breaking News
Home / ইসলাম ধর্ম / একটি ভিত্তিহীন কিসসা

একটি ভিত্তিহীন কিসসা

()

ভিত্তিহীন কিসসা

জিবরীল আ.-কে নবীজীর জিজ্ঞাসা, আপনার বয়স ?… নবীজী বললেন, আমিই ঐ তারকা…!!

 

আমাদের দেশের কোনো কোনো অ্ক বক্তার মুখে শোনা যায়, ফাতেমা রা.-কে নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,

জিবরীল তোমার চাচা…। কেউ কেউ এভাবেও বলে, ফাতেমা রা. জিবরীলকে চাচা বললে জিবরীল আ. বলেন,

আমি তোমার চাচা নই, জ্যাঠা (অর্থাৎ তোমার র বড়)।

কেউ বলে, নবীজী জীবরীল আ.-কে জিজ্ঞেস করলেন, আপনি বড়, নাকি আমি?

জীবরীল আ. বললেন, আমি বড়। তখন নবীজী বললেন, হে জিবরীল! আপনার বয়স কত?

তখন জিবরীল আ. বলেন, আমি আমার বয়স বলতে পারব না। তবে চতুর্থ হিজাবে (মানুষের ভাষায়- আসমানে) আমি একটি তারকা দেখেছি,

 

যা প্রতি সত্তর হাজার বছরে একবার িত হয়। আমি বাহাত্তর হাজার বার ঐ তারকা উদিত হতে দেখেছি।

 

তখন নবীজী বললেন, হে জিবরীল! আমার রবের ইযযতের , আমিই (ছিলাম) ঐ তারকা (অর্থাৎ আপনার সৃষ্টির আগে আমার সৃষ্টি)।

 

এটি বানোয়াট ও ভিত্তিহীন একটি কিসসা। নির্ভরযোগ্য কোনো সূত্রে তা পাওয়া যায় না।

 

এদেশের কোনো কোনো বক্তা কিসসাটিকে আরো চটকদার আকারে পেশ জন্য এর সাথে ‘চাচা আর জ্যাঠা'র বিষয়টি যুক্ত করেছে।

অথচ আরবী ভাষায় ‘চাচা-জ্যাঠা'র বিষয় নেই; উভয়ের জন্য আরবী ভাষায় عَمّ শব্দটি ব্যবহৃত হয়।

 

আব্দুল্লাহ ইবনে সিদ্দীক আলগুমারী রাহ. ‘মুরশিদুল হা-ইর লিবায়ানি ওয়ায-ই হাদীসি জাবির' কিতাবে কিসসাটি উল্লেখ করার পর বলেন

 

وهذا كذب قبيح، قبح الله من وضعه وافتراه.

 

এটি একটি নিকৃষ্ট মিথ্যা (ও বানোয়াট )। যে এটি জাল করেছে আল্লাহ তাকে লাঞ্ছিত করুন। -মুরশিদুল হা-ইর লিবায়ানি ওয়ায-ই হাদীসি জাবির, পৃ. ৫

সুত্রঃ মাসিক আল কাউসার  বিভাগ

 

আরো পড়ুন বিয়ে-শাদীতে প্রচলিত ভুল সমূহ,
নারী শিক্ষা সম্পর্কে ইসলামী দৃষ্টিভঙ্গি ও যুগে যুগে নারী শিক্ষার স্বরূপ বিশ্লেষণ, কেমন নারী বিয়ে করবেন

 

About আবদুল্লাহ আফজাল

হাফিজ মাওঃ মুহাম্মাদ আব্দুল্লাহ আফজাল। ২০১২ সনে হিফজ সম্পন্ন করেন। উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন২০১৬ সনে। দাওরায়ে হাদিস (মাস্টার্স) সম্পন্ন করেন ২০২০ সনে। ঠিকানা: বালাগঞ্জ, সিলেট। মোবাইল নাম্বার: 9696521460 ইমেইল:hafijafjal601@gmail.com সকল আপডেট পেতে এবং ওয়েবসাইটে লিখা পাঠাতে ফেসবুক পেজ👉MD AFJALツ ফলো করুন।

Check Also

অধিক হারে ইস্তেগফারের ফজিলত

ইস্তেগফারের ফজিলত

হামদ ও সালাতের পর… রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যত ভালো কাজ শিক্ষা দিয়েছেন, তাতে …

Powered by

Hosted By ShareWebHost