Breaking News
Home / ইসলাম ধর্ম / রক্তদান Donation of blood ব্লাড ব্যাংক Blood Bank

রক্তদান Donation of blood ব্লাড ব্যাংক Blood Bank

(বিডি২৪ডটকম) রক্তদান (Donation of blood) ব্লাড ব্যাংক (Blood Bank)

জিজ্ঞাসা

কোন কোন ে রক্ত করা জায়েয এবং কোন কোন কারণে রক্ত দান জায়েয নেই?

ধান

একজন আরেকজন সাধারণত দুই নিয়তে রক্ত দান করে, যথা: ১. নিজের রক্ত বিক্রি করে দেয়।

এটা সর্ম্মতিক্রমে । ২. নিজের রক্ত অন্য কাউকে দান করে। এই দান দুইভাবে হতে পারে। এক. বিনা প্রয়োজনে দান করা।

দুই. রোগীর রক্ষার জন্য দান করা হয়। বিনা প্রয়োজনে রক্তদান জায়েয নেই।

প্রয়োজনের খাতিরে রক্ত দান করলেও বিশেষ শর্ত সাপেক্ষে জায়েয হওয়া প্রতিয়মান হয়। আর কোন বিশেষ শর্ত সাপেক্ষ ছাড়া জায়েয প্রতিয়মান হয় না।

কেননা মানব দেহের কোন অংশ থেকে রক্ত বাহির হওয়ার পর ব্যবহার করা জায়েয নেই। দ্বিতীয়ত: রক্ত হচ্ছে না বস্তু।

প্রামান্য হাওয়ালা: ফাতাওয়ায়ে আলমগিরি

নিম্ন শর্তসাপেক্ষে রক্তদান জায়েয

১. রক্তদান না করলে যদি রোগীকে বাচানো সম্ভব না হয়।

২. রক্তদান ব্যতীত যদি বিকল্প কোন ব্যবস্থা না থাকে।

৩. রক্তদান করলে জীবন বাচানো সম্ভব হতে পারে এমন গ্যারান্টি যদি কোন অভিজ্ঞ ডাক্তার দিয়ে থাকে।

৪. প্রকৃত ভাবেই প্রয়োজন হতে

প্রামান্য হাওয়ালা: জাওয়াহিরুল ফিকাহ, জাদীদ ফিকহী মাসায়েল

About Hafij Khijir

আমার নাম হাফিজ খিজির আহমদ। ঠিকানা. সিলেট, বাংলাদেশ। আমি কওমি মাদ্রাসার অধ্যায়নরত একজন ছাত্র। আমার ধর্ম ইসলাম । আর আমি এই ইসলাম সম্পর্কে জানতে শিখতে ও শিখাতে ভালোবাসি। আমি যা জানি তা জানাই, এবং যা জানিনা তা জানার চেষ্টা করি ও করতেছি।উদ্দেশ্য একটাই আল্লাহ এবং আল্লাহ তাআলার রাসুলের সন্তুষ্টি অর্জন ।

Check Also

অধিক হারে ইস্তেগফারের ফজিলত

ইস্তেগফারের ফজিলত

হামদ ও সালাতের পর… রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যত ভালো কাজ শিক্ষা দিয়েছেন, তাতে …

Powered by

Hosted By ShareWebHost