Breaking News
Home / ইসলামিক নিউজ / আল্লামা আহমদ শফি বনাম উলামায়ে কেরামের বিরুদ্ধে মামলা

আল্লামা আহমদ শফি বনাম উলামায়ে কেরামের বিরুদ্ধে মামলা

()

আল্লামা আহমদ শফী বনাম উলামায়ে কেরামের বিরুদ্ধে মামলা

১০৩ বছর বয়ী আল্লামা আহমদ শফী র: এর মৃত্যু ছিল স্বাভাবিক।আল্লাহ উনাকে জান্নাতের মেহমান করুন আমীন।

সরকারের ইন্ধনে আল্লামা মামুনুল হক সহ ৩৬ জন আলেমের নামে আল্লামা আহমদ শফী র: কে হত্যার অভিযোগে মামলা করা হয়েছে।যা ঘৃণ্য ছাড়া আর কিছুই না।

যদি সত্যিই হত্যা করা হয়ে থাকে,তাহলে কেন তাৎক্ষণিক মামলা হল না,তদন্ত হলনা?

নাস্তিক্যবাদের ইন্ধনে,মিথ্যা মামলা দিয়ে তদন্তের নামে ময়না তদন্ত জন্য একজন শতবর্ষী আলেমেদ্বীনের কবর থেকে লাশ উত্তোলনের পায়তারা চলছে,

এমন ঘৃণ্য হিম্মত দেখাতে গেলে এদেশের ধর্মপ্রাণ বসে থাকবে না।প্রয়োজনে বুকের তাজা রক্ত বিলিয়ে দিবে।ইনশাআল্লাহ।

অতীতে আমরা দেখেছি,আল্লামা সাঈদীর নামে মিথ্যে তোহমত দিয়ে,মামলা দিয়ে দীর্ঘ ১০ বছরেরও বেশী সময় উনাকে জেলে নির্মম ভাবেই বন্দী করে রাখা হয়েছে।যা সম্পূর্ণ অন্যায়।

আজ যেই আলেমরা বাহিরে আছে,তাদের নামেও মিথ্যা মামলা দিয়ে, তাদেরকে জেলে বন্দী করে,

এদেশের প্রতিটি শহর কে মূর্তির শহর বানাতে চায়,চায় নাস্তিক্যবাদের প্রসারতা।এই কোন দিন ্তবায়ন না।ইনশাআল্লাহ।

অবৈধ ভাবে ক্ষমতায় থাকুন,স্বৈরাচারের প্রাসাদ গড়ুন,যা ইচ্ছে তাই করুন।

কিন্তু এভাবে একের পর এক আলেমদের নামে মিথ্যে মামলা দিয়ে জেলে রেখে শেষ ইচ্ছে পূরুন করতে পারবেন না।ইনশাআল্লাহ।

ভুলে যাবেন না,আল্লাহ ন্যায় বিচারক।ের হাড়ি পূর্ণ্য হলে, হাটে হাড়ি ভেঙ্গে যাবে।তখন পালানোর পথও খুঝে পাবেন না।ইনশাআল্লাহ।

আলেমদেরকে অপদস্থ করতে গিয়ে নিজেদের বিপদ ডেকে আনবেন না।

আলেমদের আহবানে সাড়া দিয়ে ভাস্কর্য মূর্তির পথ পরিহার করুন।এতেই আপনাদের মঙ্গল হবে।

এই ক্যাটাগরিতে আরো পড়ুন 👇

আল্লামা শফীসহ দেশের শীর্ষ আলেমদের আহ্বান সরকারের প্রতি ,আলেমদের কথার বিরোধীতা করলে কবরে কি কি শাস্তি হতে পারে,
উলামায়ে কেরামদেরকে গালমন্দ করা দাড়ি টুপি নিয়ে উপহাস করা শরীয়ত কি বলে,

About আবদুল্লাহ আফজাল

হাফিজ মাওঃ মুহাম্মাদ আব্দুল্লাহ আফজাল। ২০১২ সনে হিফজ সম্পন্ন করেন। উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন২০১৬ সনে। দাওরায়ে হাদিস (মাস্টার্স) সম্পন্ন করেন ২০২০ সনে। ঠিকানা: বালাগঞ্জ, সিলেট। মোবাইল নাম্বার: 9696521460 ইমেইল:hafijafjal601@gmail.com সকল আপডেট পেতে এবং ওয়েবসাইটে লিখা পাঠাতে ফেসবুক পেজ👉MD AFJALツ ফলো করুন।

Check Also

তোহ্ফায়ে সুন্নাহ্

এস্তেঞ্জার আদব ও সুন্নতসমূহ   ১. এস্তেঞ্জাখানায় প্রবেশের পূর্বে বিসমিল্লাহ বলে মাথা ঢেকে নেয়া। (মুসান্নাফে …

Powered by

Hosted By ShareWebHost