Breaking News
Home / সীরাতুন্নবী (সাঃ) / কেমন হবে উম্মতে মুহাম্মদী সা

কেমন হবে উম্মতে মুহাম্মদী সা

(মুসলিমবিডি২৪ ডটকম)

কেমন হবে উম্মতে মুহাম্মদী সা

আবু নাঈম আবু হুরায়রা রা থেকে এক দীর্ঘ রেওয়ায়েত করেন যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন;

হযরত মুসা আঃ এর উপর তাওরাত নাযীল হলে তিনি তাতে উম্মতে মুহাম্মদীর সর্বাধিক মর্যাদার কথা উল্লেখ দেখে বললেন হে রব!

তাওরাতে এক উম্মতের কথা উল্লেখ দেখতে পাচ্ছি, যারা সকলের শেষে দুনিয়ায় আসবে এবং প্রতিযোগিতায় সকলের অগ্রগামী হবে।

আপনি তাদেরকে আমার উম্মতের অন্তর্ভুক্ত করে দিন।আল্লাহ তাআলা বলেন তারা আহমদের উম্মত।

মুসা আঃ বললেন হে রব!তাওরাতে এক উম্মতের কথা উল্লেখ আছে যারা তোমাকে ডাকবে আর আপনি তাদের দোয়া করবেন।

আপনি তাদেরকে আমার উম্মতের অন্তর্ভুক্ত করে দিন।

আল্লাহ তাআলা বলেন তারা আহমদের উম্মত

মুসা আঃ বললেন হে রব!

তাওরাতে এমন লোকের কথা উল্লেখ আছে যারা আসমানী কিতাব ()তাদের বুকে সংরক্ষণ করে রাখবে,এবং তারা সেটি মুখে মুখে তিলাওয়াত করবে।

আপনি তাদেরকে আমার উম্মতের অন্তর্ভুক্ত করে দিন।আল্লাহ তাআলা বলেন তারা আহমদের উম্মত।

মুসা আঃ বললেন হে রব!

তাওরাতে এমন উম্মতের খবর দেওয়া হয়েছে,যাদের জন্য গণিমতের মাল হালাল করে দিয়েছেন।(যা অন্য নবীর উম্মতের জন্য বৈধ ছিল না)

তাদেরকে আমার উম্মতের অন্তর্ভুক্ত করে দিন।আল্লাহ তাআলা বলেন এরাও আহমদের উম্মত।

মুসা আঃ বললেন হে রব!

সেখানে এমন লোকের কথা উল্লেখ আছে,যারা নিজ আত্মীয় স্বজনদের দান খয়রাত করবে।

এবং তাদেরকে সে ে পুরস্কার প্রদান করা হবে।আপনি তাদেরকে আমার উম্মতের অন্তর্ভুক্ত করে দিন।

আল্লাহ তাআলা বলেন তারাও আহমদের উম্মত।

মুসা আঃ বললেন হে পরওয়ারদেগার!

তাওরাতে এমন লোকের কথা উল্লেখ পাই,যারা একটি সৎ কাজ করার ইচ্ছা প্রকাশ করলে আর তা সমাধা না করলেও একটি সাওয়াব পাবে।

আর সমাধা করলে দশটি নেকি লাভ করবে।মুসা আঃ বললেন তাদেরকে আমার উম্মতের অন্তর্ভুক্ত করে দিন।আল্লাহ তাআলা বলেন তারা আহমদের উম্মত।

মুসা আঃ বললেন হে রব!তাওরাতে এমন লোকের কথা উল্লেখ দেখতে পাচ্ছি,যারা একটি পাপ কাজ করার ইচ্ছা প্রকাশ করলে তা সমাধা না করলে কোন পাপ লিখা হয় না,

পক্ষান্তরে সমাধা করলে একটি পাপ লিখা হয়।মুসা আঃ বললেন তাদেরকে আমার উম্মতের অন্তর্ভুক্ত করে দিন।আল্লাহ তাআলা বলেন তারাও আহমদের উম্মত।

মুসা আঃ বললেন হে আল্লাহ!তাওরাতে এমন লোকের কথা উল্লেখ আছে,যাদেরকে পূর্ববর্তী ও পরবর্তী সব বিষয়ে জ্ঞান দান করা হবে।

এবং যারা দুনিয়া থেকে পথভ্রষ্টতাকে মিঠিয়ে দিবে।

এবং দাজ্জালকে হত্যা করবে।তিনি বলেন তাদেরকে আমার উম্মতের অন্তর্ভুক্ত করে দিন।আল্লাহ তাআলা বলেন তারাও আহমদের উম্মত।

অতঃপর মুসা আঃ বললেন হে রব!

আমাকেও আহমদের উম্মতের অন্তর্ভুক্ত করে দিন।তখন আল্লাহ তাআলা মুসা আঃকেও দুটি সতন্ত্র বৈশিষ্ট্য দান করে বলেন,

হে মুসা আঃ! আমি তোমাকে আমার পয়গাম ও কালামের জন্য বেছে নিয়েছি।অতএব আমি তোমাকে যা দিয়েছি তা গ্রহণ কর।

এবং আমার কৃতজ্ঞ বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও।একথা শোনার পর মুসা আঃ বললেন আমি এতে রাজি আছি।

ইবেন হাতেম হতেও এক দীর্ঘ রেওয়ায়েত পাওয়া যায়।

যার সারসংক্ষেপ হল।আল্লাহ তাআলা সমস্ত নবীগনের নিকট এ মর্মে ওহী ান যে,আমি দুনিয়ায় একজন উম্মী নবী পাঠাবো,

সে মক্কায় জন্মগ্রহণ করবে,মদিনায় করবে।এবং তার রাজত্ব সিরিয়া পর্যন্ত বিস্তৃত হবে।

বাজারে ঘুরাফেরা করবে না।এবং অশোভন অমার্জিত কথা বলবে না।

সে এমন গম্ভীর হবে যে,প্রদীপের পাশ দিয়ে চলে গেলেও তার শিখা নড়বে না।

বাশেঁর উপর দিয়ে হাটলেও তার র শব্দ শোনা যাবে না।

সততা তার ভূষন,সত্যবাদীতা তার মজ্জা,ক্ষমা তার ,ন্যায়বিচার তার স্বভাব, তার দ্বীন(ধর্ম)এবং আহমদ তার নাম হবে।

আমি তার উম্মতকে সর্বশ্রেষ্ঠ উম্মত হিসেবে গন্য করব। তারা কে সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজ হতে বাধা দিবে।

তাদেরকে মোবারকবাদ। তারা মসজিদ,মজলিস,ও নিদ্রাস্থলে আমার পবিত্রতা ঘোষণা করবে।

(سبحان الله و بحمده)

লেখক: এইচ.কে.এম আফজাল আহমদ সোনাপুরী

About Admin

আমার নাম: এইচ.এম.জামাদিউল ইসলাম ঠিকানা: সিলেট, বাংলাদেশ। আমি কোরাআনের খেদমতে আছি এবং MuslimBD24.Com সাইটের ডিজাইনার (Editor) প্রতিষ্ঠাতা পরিচালক ও সম্পাদক এর দায়িত্ব পালন করে যাচ্ছি। অনলাইন সম্পর্কে মোটামুটি জ্ঞান থাকায়, তাই সময় পেলে দ্বীন ইসলাম প্রচারের সার্থে দ্বীন ইসলাম নিয়ে কিছু লেখালেখি করি। যাতে করে অনলাইনেও ইসলামিক জ্ঞান সম্পর্কে জ্ঞানহীন মানুষ, ইসলামিক জ্ঞান সহজে অর্জন করতে পারে। একজন মানুষ জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত নিজের জীবনকে ইসলামের পথে চালাতে গেলে ইসলাম সম্পর্কে যে জ্ঞান অর্জন করার দরকার, ইনশা-আল্লাহ! এই ওয়েব সাইটে মোটামুটি সেই জ্ঞান অর্জন করতে পারবে। যদি সব সময় সাইটের সাথে থাকে। আর এই সাইটটি হল একটি ইসলামিক ওয়েব সাইট । এ সাইটে শুধু দ্বীন ইসলাম নিয়ে লেখালেখি হবে। আল্লাহ তায়ালার কাছে এই কামনা করি যে, আমরা সবাইকে বেশী বেশী করে ইসলামিক জ্ঞান শিখার ও শিখানোর তাওফিক দান করুন, আমিন। তাজবীদ বিষয়ে কিছু বুঝতে চাইলে যোগাযোগঃ 01741696909

Check Also

শেষ নবী হযরত মোহাম্মদ সা: এর সংক্ষিপ্ত পরচিতি

শেষ নবী হযরত মোহাম্মদ সা: এর সংক্ষিপ্ত পরিচিতি

(মুসলিমবিডি২৪ ডটকম) প্রশ্ন:- আমরা কোন নবীর উম্মত? উত্তর:- শেষ নবী হযরত মোহাম্মদ (সা:) এর উম্মত। …

Powered by

Hosted By ShareWebHost