Breaking News
Home / সীরাতুন্নবী (সাঃ) / কেমন ছিলেন প্রিয় নবী মুহাম্মদ সা

কেমন ছিলেন প্রিয় নবী মুহাম্মদ সা

(বিডি২৪ ডটকম)

কেমন ছিলেন প্রিয় নবী মুহাম্মদ সা

র প্রিয় নবী কামলি ওয়ালা,খাতামুন নাবীয়্যীন হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এই নিখিল বিশ্বে,অগনন সৃষ্টির ভীরে যার কোন উপমা নাই ; যার কোন তুলনা নেই।

কুদরতের অনুপম তুলিতে আকা সৃষ্টিকর্তার সৃষ্টির কৌশলের এক নিখুঁত নমুনা তিনি।

যা আকতে চায় ভক্ত রাজ্যের প্রতিটি প্রান নিজস্ব ভাবনার রং তুলিতে;ধরে রাখতে চায় স্মৃতির অম্লান পাতায়।

কিন্তু পারেনা। অবশ্য হাল ছেড়ে বসেও থাকেনা।

শত অপারগতা,অক্ষমতা আর ভঙ্গুরতা সত্বেও সে তার প্রিয়তম রাসুলের অনুপম সৌম্যকান্তির জোৎস্নায় অবগাহন করতে চায় প্রতিনিয়ত;

তুলে ধরতে চায় পৃথিবীর সকল মানুষের কাছে তার প্রিয় হাবিবকে।

তার দেহ সৌন্দর্যের মাঝে ও রয়েছে হেদায়েতের বিমল আলো।

পথহারা মানুষের পথের দিশা। আর সেই নূরোজ্জল মুখশ্রীর প্রতি একবার যে তাকিয়েছে গভীর একাগ্রতায়,সে আজিবন ভুলতে পারেনি অনুপম সেই সৌন্দর্যের স্বাদ।

আবার অনেকেই তো দৃষ্টিতেই খুজে পেয়েছে হেদায়েতের অনির্বাণ আলো।

হযরত আবদুল্লাহ ইবনে সালাম রা: ছিলেন বিশিষ্ট আলেম। তাওরাতের সকল জ্ঞান ছিল তার দর্পণে।

নবীজীর পবিত্র চেহারায় তিনি খুজে পেয়েছেন সত্যের আলো।

তিনি নিজেই বলেছেন,রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন ীনায় আসলেন,সবাই ছুটে এলো দেখার জন্য।

সকলের সাথে আমিও এলাম তাকে এক দেখার জন্য।

যখন গভীর দৃষ্টিতে থাকালাম তার পবিত্র চেহারার দিকে,তখন আমার স্পষ্ট মনে হল,এটা কোন মিথ্যাবাদীর চেহারা নয়।

এমন আরো অসংখ্য ঘটনা রয়েছে।

তার বদন থেকে খুশবু ছড়াতো প্রস্ফুটিত কুসুমের মতো। শরীর থেকে গড়িয়ে পড়া শ্বেত বিন্দু সুরভী বিলাতো মেশকের মতো।

বরং সেই সু আরোও তরতাজা।

তার ঠিকরে পরা রূপ-লাবণ্যে বিমোহিত সাহাবায়ে কেরাম মাঝে মধ্যে মাপতে চাইতো তার শরীরের অশরীরী পরিধি।

গভীর দৃষ্টিতে অপলক তাকিয়ে থাকতো আকাশের পূর্ণিমা চাদের দিকে,অতঃপর নবীজীর প্রতি।

তিনি চাদের চেয়েও সুন্দরতম।

তারা তৃপ্তির সুরে বলতেন,তিনি সৌন্দর্যে সকলের সেরা আলোকময়। তার তুলনা নেই। তিনি ন্রের মতো উজ্জ্বল।

তিনি হলেন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

লেখক: এইচ.কে.এম আফজাল আহমদ সোনাপুরী

About Admin

আমার নাম: এইচ.এম.জামাদিউল ইসলাম ঠিকানা: সিলেট, বাংলাদেশ। আমি কোরাআনের খেদমতে আছি এবং MuslimBD24.Com সাইটের ডিজাইনার (Editor) প্রতিষ্ঠাতা পরিচালক ও সম্পাদক এর দায়িত্ব পালন করে যাচ্ছি। অনলাইন সম্পর্কে মোটামুটি জ্ঞান থাকায়, তাই সময় পেলে দ্বীন ইসলাম প্রচারের সার্থে দ্বীন ইসলাম নিয়ে কিছু লেখালেখি করি। যাতে করে অনলাইনেও ইসলামিক জ্ঞান সম্পর্কে জ্ঞানহীন মানুষ, ইসলামিক জ্ঞান সহজে অর্জন করতে পারে। একজন মানুষ জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত নিজের জীবনকে ইসলামের পথে চালাতে গেলে ইসলাম সম্পর্কে যে জ্ঞান অর্জন করার দরকার, ইনশা-আল্লাহ! এই ওয়েব সাইটে মোটামুটি সেই জ্ঞান অর্জন করতে পারবে। যদি সব সময় সাইটের সাথে থাকে। আর এই সাইটটি হল একটি ইসলামিক ওয়েব সাইট । এ সাইটে শুধু দ্বীন ইসলাম নিয়ে লেখালেখি হবে। আল্লাহ তায়ালার কাছে এই কামনা করি যে, আমরা সবাইকে বেশী বেশী করে ইসলামিক জ্ঞান শিখার ও শিখানোর তাওফিক দান করুন, আমিন। তাজবীদ বিষয়ে কিছু বুঝতে চাইলে যোগাযোগঃ 01741696909

Check Also

শেষ নবী হযরত মোহাম্মদ সা: এর সংক্ষিপ্ত পরচিতি

শেষ নবী হযরত মোহাম্মদ সা: এর সংক্ষিপ্ত পরিচিতি

(মুসলিমবিডি২৪ ডটকম) প্রশ্ন:- আমরা কোন নবীর উম্মত? উত্তর:- শেষ নবী হযরত মোহাম্মদ (সা:) এর উম্মত। …

Powered by

Hosted By ShareWebHost