Breaking News
Home / ইসলাম ধর্ম / গীবত ব্যভিচার থেকেও খারাপ

গীবত ব্যভিচার থেকেও খারাপ

 

গীবত ব্যভিচার থেকেও জঘন্যতম অপরাধ

বিসমিল্লাহির রাহমানির রাহিম

সমস্ত প্রশংসা রাব্বুল আলামিনের যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন।

দুরুদ বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর,

এবং তার সাহাবী ও পরিবারবর্গের উপর।

সুপ্রিয় পাঠক/পাঠিকা

আসসালামুআলাইকুম

আজ আমি আপনাদের সম্মুখে,

গীবতের ভয়াবহতা সম্পর্কে সামান্য আলোচনা করব।

 

তাআলা যদি তৌফিক করেন।

 

গীবত সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,

 

“গীবত ব্যভিচার থেকেও কঠোরতম”

গীবত কাকে বলে

অন্যের অনুপস্থিতিতে তার এমন দোষ চর্চা করা যা শুনিলে সে কষ্ট পাবে তাকেই গীবত বলে।

 

এই সংজ্ঞা আজকের সমাজে এর প্রবণতা থেকে

বৃদ্ধ সকল শ্রেণীর লোকের মধ্যেই বিরাজমান।

 

আজ আমরা গীবতের মত জঘন্যতম একটি অপরাধকে অপরাধ-ই মনে করি না।

 

অথচ হাদিসে এটিকে যী থেকেও কঠোরতম বলা হয়েছে।

 

আমরা সকলেই জানি ব্যভিচারের শাস্তি কোরআনে নির্ধারিত রয়েছে।

 

শাস্তি হিসেবে উল্লেখ করা হয়েছে, বিবাহিত ব্যভিচারে

লিপ্ত হলে রজম করে মেরে ফেলা।

 

অবিবাহিত নারী ব্যভিচারে লিপ্ত হলে জজর।

 

তাহলে গীবতের শাস্তি কি 

 

গীবতের শাস্তি কুরআনে আপন মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করা হয়েছে।

 

হাদিসে গীবতের শাস্তি হিসেবে উল্লেখ করা হয়েছে গীবতকারী ব্যক্তির,

গীবতের ভয়াবহতাঃনঙ্গে আসলাফ আফজাল

সকল নেকী যার গীবত করা হয়েছে তার আমলনামায় দিয়ে দেওয়া হয়।

গীবতের মন্দ পরিণতি মুহা:ইলিয়াস বিন শহিদুল্লাহ

অতএব আমি বলব যদি গীবত করতেই হয় তাহলে আপন মা-বাবার গীবত করুন।

গীবতের স্তর চারটি

এতে আপনার জীবনের সমস্ত নেকি আপনার মা-বাবা পেয়ে যাবেন।

যাদের সমালোচনা গীবত নয়

এবং তারা পরকালীন জীবনে শান্তিতে বসবাস করবেন।

গীবতের পাপ থেকে মুক্ত হওয়ার পদ্ধতি

About আবদুল্লাহ আফজাল

হাফিজ মাওঃ মুহাম্মাদ আব্দুল্লাহ আফজাল। ২০১২ সনে হিফজ সম্পন্ন করেন। উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন২০১৬ সনে। দাওরায়ে হাদিস (মাস্টার্স) সম্পন্ন করেন ২০২০ সনে। ঠিকানা: বালাগঞ্জ, সিলেট। মোবাইল নাম্বার: 9696521460 ইমেইল:hafijafjal601@gmail.com সকল আপডেট পেতে এবং ওয়েবসাইটে লিখা পাঠাতে ফেসবুক পেজ👉MD AFJALツ ফলো করুন।

Check Also

অধিক হারে ইস্তেগফারের ফজিলত

ইস্তেগফারের ফজিলত

হামদ ও সালাতের পর… রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যত ভালো কাজ শিক্ষা দিয়েছেন, তাতে …

Powered by

Hosted By ShareWebHost