(মুসলিমবিডি২৪ডটকম)
ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি বলেন অহংকারের অনেক অপকারিতা রয়েছে:-(এক) বড়ত্ব আল্লাহ
তাআলার গুন। আর এ গুন কেবল তারই শোভা পায়। মানুষ আল্লাহর মুখাপেক্ষী সুতরাং মানুষ নিজের দুর্বলতা
ও মুখাপেক্ষিতা সত্বেও এ বিষয়ে আল্লাহর সঙ্গে লড়াই বাঁধাতে গেলে তা বোকামি বৈ কিছু নয়। (দুই) অনেক
সময় অহংকার এর কারণে সত্যের বিরুদ্ধে অভিযান করতে হয়; যার কারণে দ্বীনের অনেক ক্ষতি হয়ে যায়।
আর অহংকারী আল্লাহর সৃষ্টি জীবকে অবজ্ঞার চোখে দেখে থাকে। আল্লাহ তাআলার নিকট এটা খুবই
অপছন্দনীয়। (তিন) অহংকার মানুষকে কোন প্রকার সদগুন অর্জন করতে দেয় না; ফলে অহংকারী নম্রতা
হারা হতে থাকে। অহংকারী হিংসা, ক্রোধ দমন করতে পারে না। অহংকারী ব্যক্তি নিজের আত্মগরিমার নেশায়
মত্ত থাকার কারণে কারো উপদেশ ও পরামর্শ গ্রহণ করতে চায় না। (চার) এসব বদস্বভাবের কারণে মানুষ
থাকে ঘৃণা করতে থাকে এবং সময় সুযোগে তার থেকে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করে। কাজেই অহংকার কে
সকল আত্মিক বেদীর মূল বলা হয়। লিখেছেন:- উম্মে আমাতুল্লাহ
আরও পড়ুন:-
অহংকার কাকে বলে? এবং তা থেকে বাচাঁর পদ্ধতি কি?
দম্ভ ও অহংকারের পরিণাম
তৃতীয় কাজ যেভাবে করবেন