Breaking News
Home / আল্লাহর ওলীগণ / হযরত কাসেম বিন মুহাম্মদ রহ্ এর জীবন ও কর্ম

হযরত কাসেম বিন মুহাম্মদ রহ্ এর জীবন ও কর্ম

()

কাসেম বিন মোহাম্মদ রঃ এর জীবন ও কর্ম

হজরত ইমাম কাসেম বিন মুহাম্মদ ইবনে আবুবকর সিদ্দিকী রাহ.- জীবন ও কর্ম

 

হজরত আবুবকর সিদ্দিকী রাহ.-এর দৌহিত্র, সেই ের প্রসিদ্ধ আলেমে দ্বীন ও বিশ্ীদের মধ্যমণি,

মক্কার সাত ফকীহদের মধ্যে অন্যতম, বিখ্যাত তাবেয়ী হজরত কাসেম বিন মুহাম্মদ ইবনে আবুবকর সিদ্দিকী রাহ.।

 

 

আরবের মদিনা শহরে ৬৭ হিজরী,৬৪৫ সালের বৃহস্পতিবার জন্মগ্ৰহণ করেন।

পিতা -মাতা-

পিতা হজরত মুহাম্মদ ইবনে আবুবকর সিদ্দিকী রাহ.।মাতা ইয়াজ দজর শাহরিয়ার কন্যা।ইয়াজ দজর ছিলেন ইরাকের সম্রাট,শাহবানুর ভগ্নি।

 

শিক্ষা

 

তিনি পিতার সমীপে তালিম নেন। তিনি পিতৃভগ্নি হজরত আয়েশা সিদ্দিকা রা.-এর স্নেহে লালিত হন।

ইলমে জাহিরি হাসিল করেন। তাঁর থেকে অনেক হাদীস উদ্বৃত হয়েছে।

তিনি কুরআন, হাদীস,ফিকাহ শাস্ত্রে অগাধ পান্ডিত্য অর্জন করেন। তিনি প্রভাবিত হন হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রা.-থেকে।

 

চরিত্র মাধুর্য 

তিনি উঁচু পর্যায়ের তাবেয়ী ছিলেন। প্রসিদ্ধ সাত ফকীহদের মধ্যে তিনি অন্যতম।

সেই যুগের খ্যাতনামা আলেমে দ্বীন ও বিশ্বাসীদের মধ্যমণি। তিনি সাহাবাদের এক বিরাট দলের সাক্ষাৎ ে ধন্য হন। অনেক তাবেয়ী তাঁর থেকে হাদীস বর্ণনা করেছেন।

ইয়াহইয়া ইবনে সাইদ রাহ. বলেন,” আমি ইমাম কাসেম বিন মুহাম্মদ রাহ.-এর মতো ব্যক্তিত্ম্পন্ন আর কাউকে দেখিনি।”

ইমাম মালেক বিন আনাস রাহ. বলেন,” ইমাম কাসেম এই ের সাত ফকীহদের একজন”.।

ইমাম ইবনে ইসহাক রাহ. হতে বর্ণিত,” এক ব্যক্তি ইমাম কাসেম বিন মুহাম্মদ রাহ.-কে

জিজ্ঞেস করলেন, আপনি বড়ো আলেম, নাকি সালেম ইবনে আব্দুল্লাহ ইবনে উমর বড়ো আলেম?

উত্তরে তিনি বলেন – সালেম পূর্ণবান মানুষ। তাঁর ইচ্ছা ছিল হজরত সালমান ফারসী রা.-কে বড়ো আলেম বলতে,

কিন্তু তিনি এই জন্য বলেননি যে,যাতে তাঁর কথা মিথ্যা না হয়। কেননা,এতে স্ংশয় বিদ্যমান।

এটাও বলেননি যে, আমি বড়ো আলেম,যাতে আত্ম অহমিকা সৃষ্টি হয় “।

তাঁর দ্বারা প্রভাবিত হন, হজরত আবুল জিনাদ আব্দুল্লাহ ইবনে ঢাকওয়ান রাহ.।

পত্নী

হজরত আসমা বিনতে আবদুর রহমান ইবনে আবুবকর সিদ্দিকী রাহ.।

পুত্র -হজরত আবদুর রহমান ইবনে কাসেম রাহ. ।কন্যা-হজরত ফারওয়া

-এর স্বামী হজরত আলী রা.-এর পুত্র মুহাম্মদ আল বাকির। তিনি হজরত ইমাম জাফর সাদিক রাহ.-এর মাতা।

সিদ্দিকী নিসবত

তিনি হজরত সালমান ফারসী রা.-এর থেকে সিদ্দিকী নিসবত লাভ করেন।

উল্লেখ্য, তিনি হজরত আবুবকর সিদ্দিকী রা.- দৌহিত্র।

চতুর্থ শাহী ইমাম হজরত জয়নুল আবেদীন রাহ.-এর সোহবত লাভে ধন্য হন।

নকশবন্দিয়া সুফি ধারায় তাঁকে গোল্ডেন চেইনের একটি লিংক হিসেবে সাব্যস্ত করা হয়।

যেখানে তিনি তাঁর নাতি জাফর সাদিক রাহ. দ্বারা স্থলাভিষিক্ত হন।

ওফাত

 

৭২৫ সাল,১০৬ হিজরির ২৪ জামাদিউল আউয়াল আল কুদাইদে ওফাত হয়।

কবর 

মক্কা ও মদীনার মধ্যবর্তী মুশাল্লাল পাহাড়ে তাঁকে সমাহিত করা হয়।

 

কৃতজ্ঞতা স্বীকার -মুজাদ্দিদে আলফেসানী হয়ে সালমানিয়া সিলসিলা।


লেখক -মুহাম্মদ নাসেরউদ্দিন আব্বাসী 

পশ্চিমবঙ্গ হুগলি ভারত

(কবি, লেখক, গবেষক, সংগঠক)

প্রপৌত্র -হজরত পীর গোলাম সালমানী আব্বাসী ফুরফুরাবী রাহ.

About আবদুল্লাহ আফজাল

হাফিজ মাওঃ মুহাম্মাদ আব্দুল্লাহ আফজাল। ২০১২ সনে হিফজ সম্পন্ন করেন। উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন২০১৬ সনে। দাওরায়ে হাদিস (মাস্টার্স) সম্পন্ন করেন ২০২০ সনে। ঠিকানা: বালাগঞ্জ, সিলেট। মোবাইল নাম্বার: 9696521460 ইমেইল:hafijafjal601@gmail.com সকল আপডেট পেতে এবং ওয়েবসাইটে লিখা পাঠাতে ফেসবুক পেজ👉MD AFJALツ ফলো করুন।

Check Also

অহংকারের অপকারিতা

অহংকারের অপকারিতা

(মুসলিমবিডি২৪ডটকম) ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি বলেন অহংকারের অনেক অপকারিতা রয়েছে:-(এক) বড়ত্ব আল্লাহ তাআলার গুন। আর …

Powered by

Hosted By ShareWebHost