Breaking News
Home / ইসলাম ধর্ম / মোবাইল ছাত্রদের জন্য একটি ক্ষতিকারক ভাইরাস

মোবাইল ছাত্রদের জন্য একটি ক্ষতিকারক ভাইরাস

()

মোবাইল ছাত্রদের জন্য একটি ক্ষতিকারক ভাইরাস

দের জন্য মোবাইল একটি ক্ষতিকারক ভাইরাস। যে ভাইরাসের কোনো ভ্যাকসিন এখনো তৈরি হয়নি। এই নশ্বর পৃথিবীতে

সবকিছুই ধ্বংসশীল। সময়ের বাঁ বাঁকে মহান আল্লাহর দেওয়া ক্ষুদ্র জ্ঞান দিয়ে মানুষ কত কিছুই না আবিষ্কার করেছে।তন্মধ্যে

জাদুকরি আবিষ্কার হলো মোবাইল। এই আবিষ্কারটি কোনো ব্যক্তির জন্য অত্যন্ত প্রয়োজনীয় আবার কারো জন্য রং-তামাশা, ফ্যাশন-

স্টাইল। আবার কারো জন্য বিধ্বংসী একটি ভাইরাস। প্রত্যেক মানুষ তার জীবন সাজাতে এবং সুখময় করতে গ্রহণ করে

শিক্ষা। পিতা-মাতা তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে তাদের সন্তানের সুন্দর লেখাপড়া, সু-উচ্চ শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে কতইনা ত্যাগ-

তিতিক্ষা শিকার করেন। কিন্ত শিক্ষার সকল স্বপ্নকে চুরমার করে দেয় মোবাইল নামক ভাইরাস। মোবাইল ফোন একটি ছাত্রকে

পথহারা অথর্ব বানিয়ে দেয়। শিক্ষার উজ্জ্বল আলো থেকে বঞ্চিত করে নিয়ে যায় মূর্খতার ঘোর অন্ধকারে। মোবাইল ফোন একটি

ছাত্রকে আক্রান্ত করে ধ্বংস করে দেয় তার মূল্যবান জীবনটি। নি দেয় তার জীবনের আশার প্রদীপ। ডুবিয়ে দেয় তার জীবনের

অভিলাষ। যেই মেধাবী  ভালো ছাত্র রেজাল্ট-াফলের জন্য সারারাত লেখাপড়ায় ব্যস্ত থাকতো; সেই ছেলেটির হাতে যখন মোবাইল

এসে পড়ে তখন সে সারা রাত কাটায় মোবাইলে কথা বলে; চ্যাটিং করে। যে ছাত্রটি অতি মনোযোগ সহকারে ক্লাসে বসতো; এখন সে

ক্লাসে বসে টেবিলে রেখে। ক্লাসে শুধু ঘুম ছাড়া তার অন্য কোনো কাজ থাকে না। একদিন দুদিন এমন করতে করতে পরিশেষে

লেখাপড়া ছাড়তে বাধ্য হয়। উইপোকা যেমন ধীরে ধীরে কাঠ খেয়ে ফেলে তেমনি মোবাইল একটি মেধাবী ছাত্রকে কুড়ে কুড়ে খায়।

এভাবেই একদিন শেষ করে দেয় জীবনের তরি। পরিশেষে মোবাইল পাগল ছাত্রটি হয়ে যায় একটি  জীবন্ত লাশ। যেহেতু এই ভাইরাসের

কোনো ভ্যাকসিন তৈরি হয়নি। তাই এই ভাইরাসে আক্রান্ত হওয়ার সমুহসম্ভাবনা থেকে বেচে থাকতে হবে। ইসলামি কথা সহিত্যিক,

দরদি রাহবার মাওলানা আবু তাহের মিসবাহ দা. বা. বলেন: আমি কোনো ছাত্রের হাতে মোবাইল দেওয়ার চেয়ে কোনো ছাত্র ‍যদি

আমাকে বলে আপনার শরিরের এক ব্যাগ রক্ত দিয়ে দিন; আমি রক্ত দিয়ে দিব তবুও মোবাইল দেবো না। দরদি এই রাহবারকে আল্লাহ

দীর্ঘজীবি করুন। এবং ছাত্রসমাজকে মোবাইল নামক ক্ষতিকারক ভাইরাস থেকে করুন।

লিখেছেন: উম্মে আমাতুল্লাহ

আরও পড়ুন:-

মোবাইলে আযান অথবা তেলাওয়াতের রিংটোন সেট করার হুকুম কী
মোবাইলের স্ক্রীনে কুরআন দৃশ্যমান থাকলে উহার বিধান
টেলিফোন বা মোবাইলে বিবাহ সহীহ হওয়ার পদ্ধতি
মোবাইল বা টেলিফোন কিংবা চিঠির মাধ্যমে বিবাহ শাদীর হুকুম
নামাযে মোবাইল ফোন বন্ধ করার বিধান

About মুহাম্মদ আবদুল্লাহ

আমি মাওলানা মোঃ আব্দুল্লাহ। 15ই এপ্রিল 1994 ঈসায়ি রোজ শুক্রবার মৌলভীবাজার জেলার হামরকোনায়( দাউদপুর) জন্মগ্রহণ করি। শিক্ষা জীবনের শুরুটা প্রাথমিক বিদ্যালয় দিয়ে হলেও 4 বছরের মাথায় ইসলামিক শিক্ষা অর্জনের লক্ষ্যে নিজ উদ্যোগে মাদ্রাসায় ভর্তি হই! আলহামদুলিল্লাহ! সর্বশেষ 2017 ঈসায়ি কওমি মাদ্রাসার উচ্চতর ডিগ্রী মাস্টার্স (দাওরায়ে হাদিস) হযরত শাহ সুলতান রহ. মাদ্রাসা থেকে আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল ক্বওমিয়ার মাধ্যমে সম্পন্ন করি! নিজে যা কিছু জেনেছি তা লিখনীর মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দিতে এবং আমৃত্যু ইসলাম ও মানবতার সম্পর্কে জানতে ও জানাতে এই সাইটের সাথে সংযুক্ত হয়েছি! আল্লাহ আমাকে ও সবাইকে কবুল করুন।আমিন!!!

Check Also

অধিক হারে ইস্তেগফারের ফজিলত

ইস্তেগফারের ফজিলত

হামদ ও সালাতের পর… রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যত ভালো কাজ শিক্ষা দিয়েছেন, তাতে …

Powered by

Hosted By ShareWebHost