Breaking News
Home / ইসলাম ধর্ম / দম্ভ ও অহংকারের পরিণাম

দম্ভ ও অহংকারের পরিণাম

(মুসলিমবিডি২৪ডটকম) দম্ভ ও অহংকারের পরিণাম

দম্ভ ও ের মন্দ পরিণতি

বিনয় যেমন অত্যন্ত প্রশংসনীয় গুন তেমনি তার বিপরীতে দম্ভ ও অহংকার হলো অতি ঘৃণিত দোষ, যার পরিণতি খুবই ভয়াবহ। ইরশাদ হয়েছে,

ولا تمش فى الارض مرحا، إنك لن تخرق الارض ولن تبلغ الجبال طولا.

(অর্থ) আর তুমি ভূমিতে দম্ভভরে চলনা। তুমিতো ভূমি বিদীর্ণ করতে পারবে না। আর পাহাড়ের উচ্চতায় পৌছতে পারবে না।

আরো ইরশাদ হয়েছে,

كذالك يطبع الله على كل قلب متكبر جبار.

(অর্থ) এভাবেই প্রত্যেক অহংকারী ও দাপুটে ব্যক্তির অন্তরে মোহর এটে দেন।

আরো ইরশাদ হয়েছে,

فادخلوا ابواب جهنم خلدين فيها، فلبئس مثوى المتكبرين.

(অর্থ) সুতরাং তোমরা জাহান্ের দরজাগুলো দিয়ে প্রবেশ করো, তো অহংকারীদের ঠিকানা রূপে জাহান্নাম কতই না মন্দ!

হযরত আব্দুল্লাহ ইবনে মাস রাযিঃ হতে বর্ণিত ইরশাদ করেছেন,

لا يدخل الجنة من كان في قلبه مثقال ذرة من كبر.

(অর্থ) যার অন্তরে সামান্য পরিমাণ অহংকার রয়েছে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না।

হযরত আবু হুরায়রা রাঃ বর্ণিত ে কুদসীতে আল্লাহ তায়ালা বলেন,

الكبرياء ردائى والعظمة إزارى، فمن نازعني واحدا منهما قذفته في النار.

(অর্থ) বড়ত্ব হলো আমার , আর মর্যাদা হলো আমার ‘ইযার', তো যে ব্যক্তি এ দুটির কোন একটি নিয়ে আমার সঙ্গে টানাটানি করবে আমি তাকে জাহান্নামে ছুড়ে ফেলবো।

আরো পড়ুন👉👉  অন্তরের দশটি রোগের বর্ণনা,
গোপন গুনাহের অভ্যাস মানুষকে ধ্বংস করে দেয়

About Hafij Khijir

আমার নাম হাফিজ খিজির আহমদ। ঠিকানা. সিলেট, বাংলাদেশ। আমি কওমি মাদ্রাসার অধ্যায়নরত একজন ছাত্র। আমার ধর্ম ইসলাম । আর আমি এই ইসলাম সম্পর্কে জানতে শিখতে ও শিখাতে ভালোবাসি। আমি যা জানি তা জানাই, এবং যা জানিনা তা জানার চেষ্টা করি ও করতেছি।উদ্দেশ্য একটাই আল্লাহ এবং আল্লাহ তাআলার রাসুলের সন্তুষ্টি অর্জন ।

Check Also

অধিক হারে ইস্তেগফারের ফজিলত

ইস্তেগফারের ফজিলত

হামদ ও সালাতের পর… রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যত ভালো কাজ শিক্ষা দিয়েছেন, তাতে …

Powered by

Hosted By ShareWebHost