Breaking News
Home / কিয়ামত / কেমন হবে বিচার দিবস

কেমন হবে বিচার দিবস

(মুলিমবিডি২৪ডটকম)

কেমন হবে বিচার দিবস

 

১। “সেদিন সকলে এ্রিত হবে।”

[সূরা আনআম-২২]

 

২। “র জমিন হবে রুটির ন্যায়।”

___[মিশকাত-৫২৯৮]

 

৩। “মানুষ নগ্নপদ, নগ্নদেহ ও খতনাবিহীন সমবেত হবে।”

____[বুখারি, মুসলিম]

 

৪। “উ কারোর প্রতি দৃষ্টি দেওয়ার অবকাশ পাবে না।”

_[মিশকাত-৫৩০২]

 

৫। “কাফেরদেরকে মুখের মাধ্যমে হাঁটিয়ে একত্রিত করা হবে।”

_____[মিশকাত-৫৩০৩]

 

৬। “প্রতি হাজারে ৯৯৯ জন লোক জাহান্নামী বলে ঘোষিত হবে।”

_[বুখারি-৪৭৪১]

 

৭। “ঐদিন মানুষ ঘর্মাক্ত হবে, এমনকি ঘাম তাদের কান পর্যন্ত পৌছাবে।”

________[বুখারি]

 

৮। “সূর্যকে অতি নিকটে আনা হবে এবং মানুষের আ'মল অনুপাতে ঘামের মধ্যে ডুবে থাকবে।”

____[বুখারি, মুসলিম]

 

৯। “দুনিয়াতে যারা ্'র জন্য সিজদাহ্ করে নাই কিংবা লোক দেখানোর জন্য সিজদাহ্ করেছে তারা সেদিন আল্লাহ্-কে সিজদাহ্ দিতে পারবে না।”

_[সূরা কালাম-৪২, ৪৩]

 

১০। “মু'মিনদের হিসাব হবে মুখো-মুখি।”

_[মিশকাত]

১১। “যার হিসাব পুংখানুপুংখ যাচাই করে হবে, সে ধ্বংস হবে।”

____[মিশকাত-৫৩১৫]

 

১২। “ঐদিন মানুষের মুখ বন্ধ করে দেওয়া হবে।”

___[সূরা ইয়াসিন-৬৫]

 

১৩। “হাত, পা, কান, চক্ষু এবং চামড়া মানুষের বিরুদ্ধে সাক্ষ্য দিবে।”

____[সূরা নুর-২৪]

 

১৪। “সে দিনের সময়সীমা হলো ৫০ হাজার বছরের সমান।”

_[মুসলিম মিশকাত~১৭৭৩]

 

১৫। “তবে ঐ দিন মু'মিনের জন্য একটি সালাত আদায়ের সময়ের ন্যায় মনে হবে।”

_[বায়হাকী মিশকাত~৫৫৬৩]

 

আল্লাহ্ আমাদের সকলকে ক্ষমা করুক এবং পরিপূর্ণ ঈমান ও আমল নিয়ে তার কাছে যাওয়ার তৌফিক দান করুক, আমিন।

আরো পড়ুনকিয়ামতের আলামতঃ দ্রুত সময় পার হওয়া, যে কারণে মাদ্রাসায় পড়ুয়া ছেলেকে বিয়ে করা উচিৎ, মৃত্যু বার্ষিকী পালন করা প্রসঙ্গে

About আবদুল্লাহ আফজাল

হাফিজ মাওঃ মুহাম্মাদ আব্দুল্লাহ আফজাল। ২০১২ সনে হিফজ সম্পন্ন করেন। উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন২০১৬ সনে। দাওরায়ে হাদিস (মাস্টার্স) সম্পন্ন করেন ২০২০ সনে। ঠিকানা: বালাগঞ্জ, সিলেট। মোবাইল নাম্বার: 9696521460 ইমেইল:hafijafjal601@gmail.com সকল আপডেট পেতে এবং ওয়েবসাইটে লিখা পাঠাতে ফেসবুক পেজ👉MD AFJALツ ফলো করুন।

Check Also

ঘরবাড়ি ডিজাইন ও সুসজ্জিত করা

কিয়ামতের আলামতঃ ঘরবাড়ি ডিজাইন ও সুসজ্জিত করা

(মুসলিমবিডি২৪ডটকম)   অত্যধিক অপচয়, অনর্থক বিষয়ে প্রতিযোগিতা,অহংকার -এগুলো অতি-নিন্দনীয় ব্যপার। আল্লাহ বলেন আর তোমরা সীমাতিরিক্ত …

Powered by

Hosted By ShareWebHost