Breaking News
Home / বেহেস্ত / মুসলিম হয়েও যারা জান্নাতে প্রবেশ করতে পারবেন না

মুসলিম হয়েও যারা জান্নাতে প্রবেশ করতে পারবেন না

()

মুসলিম হয়েও যারা জান্নাতে যেতে পারবে না

ষোল শ্রেনীর মানুষ বেহেশতে যাবে না

 

১। হারাম ভক্ষণকারী।

ুনানে বাইহাকী, হাদিস নং ৫৫২০।

 

২। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী।

সহি বুখারী, হাদিস নং ৫৫২৫।

 

৩। প্রতিবেশী কষ্ট দানকারী।

সহি মুসলিম, হাদিস নং ৬৬।

 

৪। ভাল ও ন্যায় কাজে মাতা-পিতার , দাইউস (পুরুষের বেশ ধারনকারীনি মহিলা)।

মুসতাদরাকে হাকিম, হাদিস নং ২২৬।

 

৫। অশ্লীলভাষী ও উগ্রমেজাজী।

আবু দাউদ, হাদিস নং ৪১৬৮।

 

৬। অধীনস্থদেরকে দেয় যে শাসক।

সহি বুখারী, হাদিস নং ৬৬১৮।

 

৭। অন্যের সম্পদ আত্মসাৎকারী।

সহি মুসলিম, হাদিস নং ১৯৬।

 

৮। উপকার করে খোটা দানকারী, অবাধ্য সন্তান ও

মদ্যপানকারী।

সুনানে নাসাঈ, হাদিস নং ৫৫৭৭।

 

৯। চোগলখোর ও গীবতকারী।

সহি মুসলিম, হাদিস নং ১৫১।

 

১০। অন্যের পিতাকে নিজের পিতা বলে পরিচয়দানকারী।

সহি বুখারী, হাদিস নং ৬২৬৮।

 

১১। অহংকারী।

সহি মুসলিম, হাদিস নং ১৩১।

 

১২। ুল্লাহ (সাঃ)-এর আনুগত্য বর্জনকারী।

সহি বুখারী, হাদিস নং ৬৭৩৭।

 

১৩। অকারণে তালাক কামনাকারীনি ী।

সুনানে তিরমিজি, হাদিস নং ১১০৮।

 

১৪। দুনিয়াবী উদ্দেশ্যে জ্ঞান অর্জনকারী।

আবু দাউদ, হাদিস নং ৩১৭৯।

 

১৫। রিয়াকারী (লোক দেখানো আমলকারী) !

সহি মুসলিম, হাদিস নং ৩৫২৭।

 

১৬। ওয়ারিশ থেকে বঞ্চিতকারী।

সুনানে ইবনে মাজা, হাদিস নং ২৬৯৪।

আরো পড়ুন 👉 জান্নাত পাওয়ার সহজ ৪ টি আমল, জান্নাত লাভ করার জন্য ১০টি জিকির, বিবাহ ও দাম্পত্য জীবন, কন্যা সন্তান রহমত

About আবদুল্লাহ আফজাল

হাফিজ মাওঃ মুহাম্মাদ আব্দুল্লাহ আফজাল। ২০১২ সনে হিফজ সম্পন্ন করেন। উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন২০১৬ সনে। দাওরায়ে হাদিস (মাস্টার্স) সম্পন্ন করেন ২০২০ সনে। ঠিকানা: বালাগঞ্জ, সিলেট। মোবাইল নাম্বার: 9696521460 ইমেইল:hafijafjal601@gmail.com সকল আপডেট পেতে এবং ওয়েবসাইটে লিখা পাঠাতে ফেসবুক পেজ👉MD AFJALツ ফলো করুন।

Powered by

Hosted By ShareWebHost