Breaking News
Home / বেহেস্ত / যে তাসবীহ একবার পাঠ করিলে জান্নাতে একটি গাছ লাগানো হয়

যে তাসবীহ একবার পাঠ করিলে জান্নাতে একটি গাছ লাগানো হয়

পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এরশাদ করেন, মেরাজের রাত্রে ইব্রাহিম (আ:) এর সহিত আর সাক্ষাত হয়।

তিনি বলিলেন, হে মোহাম্ সাল্লাল্লহু আলাইহি ওয়াসাল্লাম! আপনার কে আমার তরফ হইতে সালাম বলিবেন।

আর তাঁহাদিগকে এই দিবেন যে, বেহেশতের মাটি বড় উর্বর, উহার পানিও সুমিষ্ট কিন্তু উহা একেবারে শুন্য ময়দান।

উহার চারা হইল সোবহানাল্লাহ আলহামদুলিল্লাহ্‌ অলা-ইলা-হা ইল্লাল্লাহু আল্লাহু আকবার।

যার অন্তর যত চায় সে তত লাগাতে পারে। কোন বর্ণনায় লা-হাওলার উল্লেখ রহিয়াছে।

অন্য হাদিসে আছে,  সোবহানাল্লাহিল আজীম অ বিহামদিহী পাঠ করিলে ে একটি বৃক্ষ লাগিয়া যায়।

আরও বর্ণিত আছে,হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কোথাও যাইতেছিলেন, পথিমধ্যে দেখিলেন, হযরত আবু হোরায়রা (রাযি.) চারা গাছ লাগাইতেছেন।

হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন, কি করিতেছ?  তিনি আরজ করিলেন, হুজুর! গাছ লাগাইতেছি।

এরশাদ হইল,ইহার চেয়ে ভাল চারা লাগাইবার কথা তোমাকে বলিতেছি শুন! সোবহানাল্লাহ,আলহামদুলিল্লাহ,  অলা- ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার প্রত্যেক কালামের পরিবর্তে জান্নাতে একটি গাছ লাগিয়া যায়।

ফায়দা

হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম্ এর উছিলায় এই উম্মতের নিকট হযরত ইব্রাহীম (আ:) সালাম পৌঁছাইয়াছেন।

উলামাগণ লিখিয়াছেন, এই যাহার নিকট পৌছিবে সে অ-আলাইহিসসালামু অ-রাহমাতুল্লাহি অ- বারাকাতুহু বলিবে।

বেহেশতের মাটি ভাল এবং পানি মিষ্টি। যাহার মাটি ভাল এবং পানি এত উত্তম সেখানে বসতি স্থাপন কে না চায়?

অথবা সেখানে বৃক্ষ রাজী বেশী উৎপন্ন হইয়া থাকে। এখানে জান্নাতকে শুন্য ময়দান বলা হইয়াছে, অন্যসব হাদীসে উহাকে ফলে ফুলে পরিপূর্ণ বলা হইয়াছে।

উলামাগণ এই সমস্যার সমাধান এই ভাবে করিয়াছেন যে, মূল জান্নাত শূন্য ময়দানই বটে তবে নেক আমলের পরিণাম হিসাবে উহাতে বৃক্ষ সমূহ লাগিতে থাকিবে।

দ্বিতীয় সমাধান এই যে, বেহেশতের ছোট বাগানও এই দুনিয় হইতে অনেক বড়, কাজেই উহার কোন কোন অংশ ফল ফুলের উদ্যানে পরিপূর্ণ।

আর কিছু অংশ শূন্য ময়দান। ের আমল অনুসারে সেখানে বৃক্ষ রাজী পয়দা হইতে থাকে।

হযরত গাঙ্গুহী (রহ.) কাওকাবে দুরি গ্রন্থে উল্লেখ করিয়াছেন, জান্নাতে যাবতীয় বৃক্ষ খামির আকারে এ্রে পুঞ্জীভূত রহিয়াছে, প্রত্যেক ব্যক্তির নেক আমল অনুসারে উহা তার অংশে লাগিতে থাকে ও বৃক্ষ গজাইতে থাকে।

About Admin

আমার নাম: এইচ.এম.জামাদিউল ইসলাম ঠিকানা: সিলেট, বাংলাদেশ। আমি কোরাআনের খেদমতে আছি এবং MuslimBD24.Com সাইটের ডিজাইনার (Editor) প্রতিষ্ঠাতা পরিচালক ও সম্পাদক এর দায়িত্ব পালন করে যাচ্ছি। অনলাইন সম্পর্কে মোটামুটি জ্ঞান থাকায়, তাই সময় পেলে দ্বীন ইসলাম প্রচারের সার্থে দ্বীন ইসলাম নিয়ে কিছু লেখালেখি করি। যাতে করে অনলাইনেও ইসলামিক জ্ঞান সম্পর্কে জ্ঞানহীন মানুষ, ইসলামিক জ্ঞান সহজে অর্জন করতে পারে। একজন মানুষ জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত নিজের জীবনকে ইসলামের পথে চালাতে গেলে ইসলাম সম্পর্কে যে জ্ঞান অর্জন করার দরকার, ইনশা-আল্লাহ! এই ওয়েব সাইটে মোটামুটি সেই জ্ঞান অর্জন করতে পারবে। যদি সব সময় সাইটের সাথে থাকে। আর এই সাইটটি হল একটি ইসলামিক ওয়েব সাইট । এ সাইটে শুধু দ্বীন ইসলাম নিয়ে লেখালেখি হবে। আল্লাহ তায়ালার কাছে এই কামনা করি যে, আমরা সবাইকে বেশী বেশী করে ইসলামিক জ্ঞান শিখার ও শিখানোর তাওফিক দান করুন, আমিন। তাজবীদ বিষয়ে কিছু বুঝতে চাইলে যোগাযোগঃ 01741696909

Powered by

Hosted By ShareWebHost