Breaking News
Home / ইসলাম ধর্ম / হযরত ওমর( রাঃ) ও মদ্দপ্য যুবকের গল্প

হযরত ওমর( রাঃ) ও মদ্দপ্য যুবকের গল্প

(২৪.কম)

হযরত ওমর( রাঃ) ও মদ্দপ্য যুবকের গল্প

بسم الله الرحمن الرحيم

র এক যুবকের ঘটনা

একদা ওমর ফারুক (রা:) মদীনার কোন এ গলিপথ দিয়ে হেঁটে চলছিলেন  হঠাৎ একটি যুবকের প্রতি তাঁর দৃষ্টি পড়ে গেল।

ে তার পরিহিত ্ত্রের নীচে একটি বোতল লুকিয়ে রেখেছিল হযরত ওমর (রা:) তাকে জিজ্ঞেস করলেন,

হে যুবক! তুমি তোমার বস্ত্রের নীচে কি ঢেকে রেখেছ ?বোতলটি মদ ভর্তি ছিল; সুতরাং যুবকটি জবাব দিতে ইতস্তত: করছিল;

কিন্তু সে তখন আত্ম অনুশোচনায় ও ভয়-ভীতিতে বিহবল অবস্থায় আল্লাহর দরবারে প্রার্থনা করল:হে মাবুদ !

আমাকে তুমি খলিফা ওমর (রা:) এর সামনে লজ্জিত করো না তাঁর কাছ থেকে ত্ ও অপরাধ গোপন রাখ।

আমি তোমার নিকট খাঁটি তওবাহ করছি এবং এই প্রতিশ্রুতি দিচ্ছি যে, জীবনে আর কোনদিনই আমি মদ স্পর্শ করবো না।

এরুপ তওবাহ করার পরক্ষণেই যুবক হযরত ওমর (রা:) এর প্রশ্নের জবাব দিল যে, হে খলিফা! আমার কাছে এটি একটি সিরকার বোতল;

কিন্তু খলিফা তার কথায় পূর্ণ আস্থা না এনে বোতলটি দেখতে চাইলেন তাঁর নুযায়ী তখন বোতলটি তার সামনে পেশ করা হল।

দেখা গেল যে,বোতলটি মধ্যে সত্যিই সিরকা ভর্তি রয়েছে কেউ এভাবে ভীত মনে কোন লজ্জাজনক ও পাপকাজ থেকে আল্লাহর দরবারে ফরিয়াদ জানালে

এবং খাঁটি তাওবাহ করে নিলে আল্লাহ পাক এক বস্তুকে অপর বস্তুতে পরিণত করেও ফরিয়াদির পাপ মার্জনা করে দেন এবং তার মান অক্ষুণ্ন ন। (মুকাশাফাতুল ক্বুলুব)

আরো পড়ুন

মসজিদের জন্য মান্নত করার হুকুম,জুমার দিনের বিশেষ কিছু আমল।,আসুন! নিজের নফ্স কে কন্ট্রোল করি,-

About Mijanur Rahman Shaif

মাওঃ মিজানুর রহমান সাইফ সাহেব। একজন লেখক | সাংবাদিক | গবেষক তিনি দ্বীনের আলো মুসলিম উম্মাহর কল্যানে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে মুসলিমবিডি টুয়েন্টি ফোর ডটকমকে মাধ্যম হিসেবে ব্যবহার করে যাচ্ছেন।

Check Also

অধিক হারে ইস্তেগফারের ফজিলত

ইস্তেগফারের ফজিলত

হামদ ও সালাতের পর… রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যত ভালো কাজ শিক্ষা দিয়েছেন, তাতে …

Powered by

Hosted By ShareWebHost