Breaking News
Home / শিক্ষনীয় গল্প / আসুন! নিজের নফ্স কে কন্ট্রোল করি

আসুন! নিজের নফ্স কে কন্ট্রোল করি

(মুসলিম বিডি২৪.কম)

আসুন! নিজের নফ্স কে কন্ট্রোল করি

بسم الله الرحمن الرحيم

নিজের নফ্স কে কন্ট্রোল করুন

া টি পড়ে দেখুন কিছু হলে ও বুঝতে পারবেন ইনশাআল্লাহঃ-

মালেক বিন দী ছিলেন ইরাকের
বিখ্যাত এক আলেম একবার তিনি বিশাল এক মাহফিলে ভক্তব্য দিতে।

দাঁড়াতেই এক শ্রোতা বললেন, আপনার ভক্তব্যতার আগে একটি প্রশ্নের জবাব দিন মালেক বিন দীনার প্রশ্ন করার অনুমতি দিলেন।

বয়স্ক শ্রোতা বললেন প্রায় দশ বছর আগে
আপনাকে মাতাল অবস্হায় পড়ে
থাকতে দেখেছি।

আপনি সে অবস্হা থেকে এখানে এলেন?
মালেক বিন দীনার মাথা নিচু করে রইলেন তারপর বললেন:-ঠিক বলেছেন।

আমিই সেই ব্যক্তি শুনুন তাহলে আমার এক কদরের রাতে মদের দোকান বন্ধ ছিলো দোকানীকে অনুরোধ করে এক বোতল মদ কিনলাম।

বাসায় খাবো এই শর্তে বাসায় ঢুকলাম ঢুকেই দেখি নামায পড়ছে আমার ে চলে গেলাম টেবিলে বোতলটা রাখলাম।

আমার তিনবছরের মেয়েটা দৌড়ে এলো টেবিলের সাথে ধাক্কা খেলো আর মদের বোতলটি পড়ে ভেঙে গেলো অবুঝ মেয়েটি খিলখিল করে হাসতে লাগলো।

ভাঙা বোতল ফেলে দিয়ে ঘুমিয়ে গেলাম সেরাতে আর মদখাওয়া হলোনা।

পরের বছর আবার লাইলাতুল কদর এলো আমি আবার মদ নিয়ে বাড়ি এলাম বোতলটা টেবিলে রাখলাম।

হঠাৎ বোতলের দিকে তাকাতেই বুক ভেঙে কান্না
এলো তিন মাস হলো আমার কন্যাটি মারা গেছে,  বোতলটা বাইরে ফেলে ঘুমিয়ে পড়লাম।

স্বপ্নে দেখছি এক বিরাট সাপ আমায় তাড়া করছে এতে বড়ো মোটা সাপ আমি জীবনে দেখিনি আমি ভয়ে দৌড়াচ্ছি।

এমন সময় এক দুর্বল বৃদ্ধকে দেখলাম। বৃদ্ধ বলল,
আমি খুব দুর্বল এবং ক্ষুধার্ত এ সাপের সাথে আমি পারবোনা।

তুমি এই পাহাড়ের ডানে উঠে যাও পাহাড়ে উঠেই দেখি দাাউ আগুন জলছে আর পেছনেই এগিয়ে আসছে সাপ।

বৃদ্ধের মতো ডানে ছুটলাম দেখলাম সুন্দর এক বাগান বাচ্চারা খেলছে গেটে দারোয়ান, দারোয়ান বললো, বাচ্চারা দেখতো এলোকটি কে?

একে সাপটা খেয়ে ফেলবে নয়তো আগুনে ফেলে দেবে।

দারোয়ানের কথায় বাচ্চারা ছুটে এলো তার মাঝে আমার মেয়েটাও আছে মেয়েটা আমায় ডান হাতে জড়িয়ে বাহাতে সাপটাকে থাপ্পর দিলো।

সাপ চলে গেলো আমি অবাক হয়ে বললাম, মা তুমি কত ছোট আর এত বড় সাপ তোমায় ভয় পায়?মেয়ে বললো, আমি ি তাই জাহান্নামের সাপ।

আমাদের ভয় পায়,বাবা ঐ সাপকে তুমি চিনতে
পেরেছো? বললাম না মা' বাবা ওতো তোমার নফস নফসকে এতো বেশী খাবার দিয়েছো।

যে সে এমন বড় আর শক্তিশালী হয়েছে সে তোমাকে জাহান্নাম পর্যন্ত তাড়িয়ে এনেছে বললাম, পথে এক দুর্বল বৃদ্ধ তোমার এখানে আসার পথ বলে দিয়েছে।

সে কে?মেয়ে বললো, তাকেও চেনোনি? সে তোমার রুহ তাকে তো কোনদিন খেতে দাওনি তাই না খেয়ে দুর্বল হয়ে কোনো মতে বেঁচে আছে।

ঘুম ভেঙে গেলো

সেইদিন থেকে আমার রূহকে খাদ্য দিয়ে যাচ্ছি আর নফসের খাদ্য একদম বন্ধ করে দিয়েছি চোখ বুঝলেই নফসের সেই ভয়াল রূপ দেখতে পাই।

আর দেখি রূহকে আহা কতো দুর্বল হাঁটতে পারেনা ঝরঝর করে কেঁদে ফেললেন মালিক বিন দীনার তাই আসুন নিজের নফস কে কন্ট্রোল করি।

নয়তো চিরস্থায়ী ঠিকানা হবে জাহান্নাম আমাদের সবাইকে আল্লাহতালা বুঝার তৌফিক করুন….আমিন।

আরো পড়ুন

উলামায়ে কেরামদেরকে গালমন্দ করা দাড়ি টুপি নিয়ে উপহাস করা শরীয়ত কি বলে,বিষাক্ত অজগরের সেচ্ছায় মৃত্যু,ফেরেশতাদের দোয়া লাভ কিভাবে করব,

About Mijanur Rahman Shaif

মাওঃ মিজানুর রহমান সাইফ সাহেব। একজন লেখক | সাংবাদিক | গবেষক তিনি দ্বীনের আলো মুসলিম উম্মাহর কল্যানে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে মুসলিমবিডি টুয়েন্টি ফোর ডটকমকে মাধ্যম হিসেবে ব্যবহার করে যাচ্ছেন।

Check Also

টিউশনির গল্প

টিউশনির গল্প

(মুসলিমবিডি২৪ডটকম) আমি এক student পড়াই। ক্লাস ফাইভে পড়ে। তবে আমি তাকে কুরআন মজিদ পড়াই। তাদের …

Powered by

Hosted By ShareWebHost