(মুসলিমবিডি২৪ডটকম)
সর্বপ্রথম রাসুল সাঃ এর সহধর্মিনী হযরত খাদিজা রাঃ,হযরত আবু বকর রাঃ,চাচাত ভাই হযরত আলী রাঃ,
ও পালক পুত্র হযরত যায়েদ ইবনে হারেছা রাঃ ইসলাম ধর্ম গ্রহণ করে ধন্য হন।
হযরত আবু বকর রাঃ কে ছিলেন
নবুওয়তের পূর্বে হযরত আবু বকর রাঃ রাসুল সাঃ এর বন্ধু ছিলেন।তিনি রাসুল সাঃ এর সততা ও আমনতদারি সম্পর্কে অবগত ছিলেন।
রাসুল সাঃ যখন তাকে নবুওয়ত প্রাপ্তির সংবাদ দিলেন,তৎক্ষণাৎ তিনি তা সত্যায়ন করে মুসলমান হয়ে যান।
হযরত আবু বকর রাঃ মুসলমান হওয়ার পর কি করেন
হযরত আবু বকর রাঃ ছিলেন নিজ গোত্রের সর্বজন বিদিত মহত ব্যক্তি।যাবতীয় বিষয়ে মানুষ তার উপর আস্থাশীল ছিল।
ইসলাম গ্রহণের পর তিনি যাদের মাঝে কিছু পুণ্য ও মঙ্গলের আলামত দেখতে পান,তাদেরকে ইসলামের দাওয়াত দিতে শুরু করেন।
হযরত আবু বকর রাঃ এর প্রচেষ্টায় কারা ইসলাম গ্রহণ করেন
হযরত আবু বকর রাঃ এর দাওয়াতে হযরত উসমান রাঃ,হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাঃ,
হযরত সা’দ ইবনে আবি ওয়াক্কাস রাঃ,হযরত যুবায়ের ইবনুল আওয়াম রাঃ,হযরত তালহা ইবনে উবায়দুল্লাহ রাঃ প্রমুখ,
ব্যক্তিবর্গ এ দাওয়াতে সাড়া দিয়ে নবীজী সাঃ এর খেদমতে হাজির হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে ধন্য হন।
এদের পরে হযরত আবু উবাদাহ ইবনুল জাররাহ রাঃ,উবায়দাহ ইবনে হারেছ রাঃ,ইবনে আবদুল মুত্তালিব,সাঈদ ইবনে যায়েদ আদাবী,
আবু সালামা মাখযুমী,খালেদ ইবনে সাঈদ ইবনুল আস,উসমান ইবনে মাযউন,এবং তার দুই ভ্রাতা কুদামা এবং উবায়দুল্লাহ।
হযরত আরকাম ইবনে আরকাম রাঃ প্রমুখ ব্যক্তিবর্গ ইসলাম ধর্ম গ্রহণ করেন ধন্য হন।এরা সকলেই ছিলেন কুরাইশ বংশের।
আর কুরাইশ নয় এমন লোকদের মধ্যে হযরত সুহাইব রূমী,হযরত আম্মার ইবনে ইয়াসির ,হযরত আবু যর গিফারি,
হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাঃইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হলেন।
(সীরাতে খাতামুল আম্বিয়া)