Breaking News
Home / সীরাতুন্নবী (সাঃ) / বিরোধীদের সঙ্গে রাসুল সাঃ এর আচরণ

বিরোধীদের সঙ্গে রাসুল সাঃ এর আচরণ

(বিডি২৪ডটকম) বিরোধীদের সঙ্গে রাসুল সাঃ এর আচরণ

বিসমিল্লাহির রাহমানির রাহিম

কাফেরদের সাথে রাসুল সাঃ এর ব্যবহার

বিরোধীদের সাথে রাসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ ছিল অত্যন্ত ভারসাম্যপূর্ণ তাদের ের পথে-

তিনি প্রাণেরও মায়া করতেন না তিনি তাদের নির্যাতন সহ্য করতেন তাদের দুর্ব্যবহার ক্ষমা করে দিতেন।

এমনটা হবেন না কেন? আল্লাহ তায়া'লা রাসুলুল্লাহ সম্পর্কে বলেছেন,'আমি তোমাকে রাসুল করে পাঠিয়েছি কেবলই রহমত স্বরূপ।

কার জন্য রহমত? মুমিনদের জন্য? না তা নয় আল্লাহ তাআলা বলেছেন-وما ارسلناك الا رحمة للعامين

আমি সমস্ত জগতের জন্য শুধু রহমত স্বরূপই তোমাকে রাসুল করে পাঠিয়েছি (সুরা আম্বিয়া ১০৭)

ইহুদিদের সাথে রাসুল সাঃ এর ব্যবহার

তারা রাসুলুল্লাহর নিন্দা করত এবং আগে বেড়ে শক্রতা করত তারপরও তিনি তাদের উপর দয়া করতেন।

আয়শা (রা.) বর্ণনা করেন একবার ইহুদীরা নবীজীর বাড়ির পাশ দিয়ে অতিবাহিত হচ্ছিল তারা তাকে লক্ষ করে বলল, আস্সামু আলাইকুম অর্থাৎ তোমার ্যু হোক।

রাসুল (সা.) জবাবে বললেন- ওয়া আলাইকুম অর্থাৎ তোমাদেরও তিনি এতটুকু বলে থেমে গেলেন কিন্তু আয়েশা ধৈর্য ধরতে পারলেন না।

তিনি বললেন, আস্সামু আলাইকুম তোমাদের উপর অভিসম্পাত হোক তোমাদের উপর আল্লাহর গযব নাযিল হোক।

রাসুল সাঃ এর দৃঢ়তা

থামো আয়শা! নম্রতা অবলম্বন করো রূঢ় তার ও কর্কশ কথাবার্তা পরিহার করো আয়শা বললেন, আপনি কি শোনেননি ওরা কী বলেছেন?

নবীজী বললেন- তুমি কি শোনার আমি কী বলেছি আমি তাদের জওয়াব দিয়েছি তাদের বিপক্ষে আমার কথা কবুল হবে। কিন্তু আমরা বিপক্ষে তাদের বদদোআ কবুল হবে না।

হাঁ, গালির জওয়াবে গালি দেওয়ার কী যুক্তি আছে যেখানে আল্লাহ বলেছেন- وقولوا للناس حسنا  মানুষের সাথে সুন্দর কথা বলো(সুরা বাকারার ৮৩)

আরেকদিন আল্লাহর রাসূল সাহাবীদের নিয়ে যুদ্ধের উদ্দেশ্যে বের হয়েছিলেন ফেরার পথে তারা এক উপত্যকায় ছাউনি ফেললেন স্থানটি ছিল সবুজ শ্যামল ।

সাহাবায়ে কেরাম বিক্ষিপ্ত হয়ে বিভিন্ন ের নিচে ঘুমিয়ে পড়লেন রাসূল (সা.) ও একটি গাছের কাছে এগিয়ে গেলেন।

তলোয়ারখানা একটি ডালের সাথে ঝুলিয়ে রেখে নিচে চাদর বিছিয়ে শুয়ে পড়লেন এ সময় এক মুশরিক তাদেরকে অনুসরণ করছিল।

যখন সে দেখল রাসুলুল্লাহ একা তখন সে পা টিপে টিপে এগিয়ে  এল, তলোয়ার খানা গাছের উপর থেকে িয়ে ফেলল।

এরপর গর্জন নিয়ে বলল, মুহাম্মাদ!এখন তোমাকে আমার হাত থেকে কে বাচাবে? রাসূলুল্লাহ জাগ্রত হলেন লোকটি তার মাথার কাছে দাঁড়িয়ে  আছে।

হাতে তার খোলা তলোয়ার তাতে র ঝলক দুশমন বিজয় ও সাফল্যের নেশায় হতবিহবল বার বার বলে যাচ্ছে কে তোমাকে বাঁচাবে কে তোমাকে বাঁচাবে।

রাসুল সাঃ এর শান্তশিষ্ট জবাব

অত্যন্ত শান্ত ও দৃঢ়চিত্তে রাসুলুল্লাহ জবাব দিলেন – আল্লাহ

জবাব শুনে লোকটি কেঁপে উঠলো ঝপ হাত থেকে পড়ে গেল তলোয়ারখানা নবীজি উঠে দাঁড়ালেন তলোয়ারখানা হাতে নিয়ে বললেন –

এবার তোমাকে কে বাচাঁবে? মুশরিক ব্যক্তিটি আর কোন উপায় না পেয়ে বলল তুমি ছাড়া আমাকে আর কেউ বাচাতে পারবে না।

রাসুল সাঃ মুচকি হাসি দিলেন, যেহেতু সে মুমিন নয় তাই আল্লাহর প্রতি তার বিশ্ ও ভরসা কিছুই ছিল না।

রাসুল সাঃ তাকে ক্ষমা করে দিয়ে ছেড়ে দিলেন। এটাই ছিল রাসুল সাঃ এর আচরণ।

আরো পড়ুন 👉👉  রাসুল সা. এর ছেলে ও মেয়েরা, রাসুল সাঃ এর প্রতি কোরাইশদের প্রলোভন, রাসুল সাঃ এর ভালবাসায় আবু বকর সিদ্দিক রাঃ এর সন্তানাদী কুরবানী

About Hafij Khijir

আমার নাম হাফিজ খিজির আহমদ। ঠিকানা. সিলেট, বাংলাদেশ। আমি কওমি মাদ্রাসার অধ্যায়নরত একজন ছাত্র। আমার ধর্ম ইসলাম । আর আমি এই ইসলাম সম্পর্কে জানতে শিখতে ও শিখাতে ভালোবাসি। আমি যা জানি তা জানাই, এবং যা জানিনা তা জানার চেষ্টা করি ও করতেছি।উদ্দেশ্য একটাই আল্লাহ এবং আল্লাহ তাআলার রাসুলের সন্তুষ্টি অর্জন ।

Check Also

মুহাম্মদ সা: থেকে আদম আ: পর্যন্ত পূর্বপুরুষদের নামের তালিকা

মুহাম্মদ সা: থেকে আদম আ: পর্যন্ত পূর্বপুরুষদের নামের তালিকা

(মুসলিমবিডি২৪ ডটকম) একনজরে দেখে নিন প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) থেকে আমাদের আদি পিতা হজরত …

Powered by

Hosted By ShareWebHost