Breaking News
Home / সীরাতুন্নবী (সাঃ) / রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ কথা

রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ কথা

(মুলিমবিডি২৪ডটকম)রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ কথা

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের

হযরত সিদ্দিকা রাঃ বলেন, অন্তিম মুহূর্তের মধ্যেও রাসূল সাঃ কখনো কখনো চেহারা মোবারক হতে চাদর সরিয়ে বলতেন,

ইহুদী-খ্রিস্টানদের উপর পাকের অভিসম্পাত এই জন্য এসে ছিল যে, তারা তাদের নবীদের কবরকে সেজদা স্থান বানিয়ে ছিল।

এটা এইজন্য বলেছিলেন, রা যেন তা থেকে দূরে থাকে। কিন্তু আফসোস! নবী কারীম সাল্লাল্লাহু ওয়া সাল্লাম জীবনের অন্তিম মুহূর্তে

যে জিনিস থেকে সাবধান করে গেলেন সেটিও আজ মুসলমানগণ ত্যাগ করেনি। তারা পীর বুজুর্গদের কবর এবং মাজারকে সেজদার স্থান বানিয়ে নিয়েছে।

হযরত আয়েশা সিদ্দিকা রাঃ বলেন, ঘনিয়ে এলে নবী করীম সা ছাদের দিকে তাকাচ্ছিলেন আর এই দোয়া করেছিলেন,

অর্থাৎ (হে আল্লাহ আমি ঊর্ধ্ব জগতের বন্ধুকে পছন্দ করি) কোন কোন বর্ণনায় পাওয়া যায় যে, রাসূল সাঃ এর অন্তিম মুহূর্তে মুখে এ কালেমা জারি ছিল

صلوة صلوة ‘াজ নামাজ' যে তার গলার শব্দ শোনা যাচ্ছিল এ শব্দগুলোই উচ্চারিত হচ্ছিল।

About Hafij Khijir

আমার নাম হাফিজ খিজির আহমদ। ঠিকানা. সিলেট, বাংলাদেশ। আমি কওমি মাদ্রাসার অধ্যায়নরত একজন ছাত্র। আমার ধর্ম ইসলাম । আর আমি এই ইসলাম সম্পর্কে জানতে শিখতে ও শিখাতে ভালোবাসি। আমি যা জানি তা জানাই, এবং যা জানিনা তা জানার চেষ্টা করি ও করতেছি।উদ্দেশ্য একটাই আল্লাহ এবং আল্লাহ তাআলার রাসুলের সন্তুষ্টি অর্জন ।

Check Also

মুহাম্মদ সা: থেকে আদম আ: পর্যন্ত পূর্বপুরুষদের নামের তালিকা

মুহাম্মদ সা: থেকে আদম আ: পর্যন্ত পূর্বপুরুষদের নামের তালিকা

(মুসলিমবিডি২৪ ডটকম) একনজরে দেখে নিন প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) থেকে আমাদের আদি পিতা হজরত …

Powered by

Hosted By ShareWebHost